Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রবন্ধ রচনা-বঙ্গে বর্ষা – Monsoon in Bengal. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রবন্ধ রচনা- বঙ্গে বর্ষা || Monsoon in Bengal ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই প্রবন্ধ রচনা- বঙ্গে বর্ষা || Monsoon in Bengal || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
প্রবন্ধ রচনা- বঙ্গে বর্ষা || Monsoon in Bengal
ঋতুরঙ্গমঞে রুদ্র ভয়াল গ্রীষ্মের তিরোভাবের পর শ্যামগম্ভীর বর্ষার আবির্ভাব। ঋতুপর্যায়ের দ্বিতীয় ঋতু বর্ষা। পঞ্জিকানির্দিষ্ট কালবিভাগ অনুযায়ী আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল বলে গণ্য। তাহলেও বর্ষার কালসীমা আশ্বিনের প্রায় শেষ অবধি বিস্তৃত। ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নবমেঘোদয়ে তার শুভযাত্রা। শ্রাবণে অশ্রান্ত বর্ষণে আর ‘ঘন ঘন দেয়া গরজন’ – এ তার পূর্ণতা। ভাদ্রে তার গতিমন্থরতা। শেষ আশ্বিনে উত্তুরে হিমেল বাতাসে তার বিদায়। ‘ঘন গৌরবে আসে উন্মাদ বরষা। মেঘমালায় আকাশ হয় আচ্ছন্ন। কালো মেঘের বুক চিরে বিদ্যুৎ চমকায়। গুরু গুরু রবে বাজে মেঘের মৃদঙ্গ। শাখায়, পত্রপল্লবে লাগে ঝোড়ো হাওয়ার মাতন। যেন বাঁধভাঙা জলের ঢল নামে আকাশ-গাঙ থেকে ধরিত্রীর বুকে।
দিবারাত্রি ‘ধারা ঝরে ঝরঝর। বর্ষণ-সিক্ত বাংলার গ্রাম – প্রকৃতির দৃশ্য নয়নাভিরাম। অশ্রান্ত জলধারায় ভরে মাঠঘাট, পুকুর-পুষ্করিণী। বিশীর্ণ নদীনালার বুকে নামে নব যৌবনের উদ্দাম ঢল। শ্যামলতার জয়ধ্বজা উড়িয়ে মাঠে-মাঠে কৃষকের সয-লালিত ধান, পাট, আখের চারাগুলি ওঠে মাথা জাগিয়ে। হরিৎ পল্লবে বৃক্ষরাজি নবসাজে সজ্জিত হয়। নদনদীর কলধ্বনি, ভেকের কলতান, মেঘের গুরু গর্জন, বৃষ্টির নৃত্যচপল নূপুর – নিক্কণ অনির্বচনীয় ঐকতান সৃষ্টি করে। কালো মেঘের কোলে বলাকা শ্রেণির নিরুদ্দেশযাত্রা, নদীর বুকে পালতোলা নৌকার দূরাভিসার , মেঘমেদুর দিবসের মায়াবী ছায়ালোক, সজল মেঘের শ্যামকান্তি ও অতুল রূপৈশ্বর্য বঙ্গ-প্রকৃতিকে মহিমময় করে।
বঙ্গ-প্রকৃতি পুষ্পাভরণা। ঋতুতে ঋতুতে পুষ্পসম্ভারে হয় তার অঙ্গসজ্জা। কদম্ব কেতকী, কুমুদ-কলহার, জুঁই-হাস্নাহানা, দোপাটি – অপরাজিতা প্রভৃতি পুষ্পসম্পদে বর্ষা-প্রকৃতির ডালি পূর্ণ হয়। বর্ষা বর্ষণের ঋতু। বৃষ্টির পরিমাণের উপর কৃষির সাফল্য কিংবা ব্যর্থতা নির্ভর করে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে শস্যহানি হয়। পরিমিত বৃষ্টি হলে শস্যপ্রাচুর্যে কৃষকের গোলা ভরে। বাঙালির আর্থিক জীবনে বর্ষার প্রভাব তাই সুদূরপ্রসারী। বর্ষা শ্যামাসুন্দরী। তার সজল শ্যামশোভা, বৃষ্টিঝরা মেঘকজ্জল দিবসের মায়াবী সৌন্দর্য অনুপম। এমন অনিন্দ্যসুন্দরী বর্ষাও সময় বিশেষে হয় নিষ্ঠুরা ভয়ংকরী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। ভয়াবহ প্লাবনের সর্বগ্রাসী ক্ষুধা গ্রাস করে সবুজ তাজা ফসল, ধন-জন সম্পদ, এমনকি মাথা গোঁজার ঠাঁইটুকু।
ফলে বর্তায় দুর্ভিক্ষ-মহামারির অভিশাপ। গ্রামাঞ্চলে অনেকে সাপের শিকার হয়। ম্যালেরিয়া, টাইফয়েড, আমাশয়, ইন্ফ্লুয়েঞ্জা প্রভৃতি সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। বজ্রপতন, নৌকাডুবি প্রভৃতি দুর্ঘটনায় বহু লোকের জীবনাবসান হয়। গ্রামের পথগুলি হয় কর্দমাক্ত ও পিচ্ছিল। জলে – ডোবা গ্রামগুলি বিচ্ছিন্ন অবস্থায় এক-একটি দ্বীপের মতো অবস্থান করে। বর্ষার বারিধারায় পথ ডুবে যানবাহন যখন বন্ধ হয়, বিপর্যস্ত হয় স্বাভাবিক জীবনধারা, তখন দুঃখ-দুর্গতির মধ্য দিয়ে নগরবাসী হৃদয়ঙ্গম করে শহরজীবনে বর্ষার আবির্ভাব কী দুঃসহ ও পীড়াদায়ক! বিশেষত বস্তিবাসীদের দুর্দশার শেষ থাকে না। নর্দমার দূষিত জল আর ময়লা সমগ্র বস্তি অঞ্চলকে নরককুণ্ডে পরিণত করে।
বাঙালিজীবনে বর্ষা বিধাতার আশীর্বাদ। বর্ষা আর্থিক সমৃদ্ধির বুনিয়াদ গড়ে। বর্ষার অতিরিক্ত জলধারা এককালে সর্বনাশা প্লাবন ঘটাত, নদীপরিকল্পনার ফলে তা বৃহত্তর মানবকল্যাণে নিয়োজিত হয়েছে। সবকিছু মিলে বর্ষা যথার্থ ঋতুকুলরানি।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।