মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | Mock Test General Knowledge
1. ধর্মসংস্কার আন্দোলনের প্রথম ঝড় তোলেন—
( a ) জন হাস
( b ) জন ওয়াইক্লিফ
( c ) জুইংলি
( d ) মার্টিন লুথার
উত্তর:- ( b ) জন ওয়াইক্লিফ
- পৃথিবীর বৃহত্তম গির্জার নাম-
( a ) সেন্ট সোফিয়া গির্জা
( b ) মিলানের গির্জা
( c ) সেন্ট পিটার্স গির্জা
( d ) কোনোটিই নয়
উত্তর:- ( c ) সেন্ট পিটার্স গির্জা
- জন ক্যালভিন ছিলেন একজন—
( a ) পুরোহিত
( b ) ডাক্তার
( c ) ঐতিহাসিক
( d ) বৈজ্ঞানিক
উত্তর:- ( a ) পুরোহিত
- ভোরের শুকতারা বলা হয়-
( a ) জন ওয়াইক্লিফকে
( c ) মার্টিন লুথারকে
( b ) জন হাসকে
( d ) জুইংলিকে
উত্তর:- ( a ) জন ওয়াইক্লিফকে
- ইংল্যান্ডে টিউডর রাজবংশের পতন হয়—
( a ) ১৬০০ খ্রি.
( b ) ১৬০২ খ্রি.
( c ) ১৬০৩ খ্রি.
( d ) ১৬০৪ খ্রি.
উত্তর:- ( c ) ১৬০৩ খ্রি.
- মার্টিন লুথার ছিলেন—
( a ) গুটেনবার্গ
( b ) উইটেনবার্গ
( c ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
( d ) কোনোটিই নয়
উত্তর:- ( b ) উইটেনবার্গ
- মার্টিন লুথারের প্রতিবাদপত্রে যুক্তির সংখ্যা ছিল—
( a ) ৯৩ টি
( b ) ৯৫ টি
( c ) ৯৭ টি
( d ) ৯৯ টি
উত্তর:- ( b ) ৯৫ টি
- লুথারের নেতৃত্বে নতুন ধর্মমতের নাম ছিল—
( a ) ক্যাথলিক
( b ) প্রোটেস্ট্যান্ট
( c ) পিউরিট্যানিজম
( d ) কোনোটিই নয়
উত্তর:- ( b ) প্রোটেস্ট্যান্ট
- ইংল্যান্ডের সংস্কার আন্দোলন শুরু হয়-
( a ) রাজা অষ্টম হেনরি -এর আমলে
( b ) রাজা সপ্তম হেনরি -এর আমলে
( c ) রানি প্রথম এলিজাবেথ -এর আমলে
( d ) রানি দ্বিতীয় এলিজাবেথ -এর আমলে
উত্তর:- ( a ) রাজা অষ্টম হেনরি -এর আমলে
- রানি মেরি বিয়ে করেন—
( a ) প্রথম ফিলিপকে
( b ) দ্বিতীয় ফিলিপকে
( c ) তৃতীয় ফিলিপকে
( d ) এদের কাউকেই নয়
উত্তর:- ( b ) দ্বিতীয় ফিলিপকে
- জার্মানির অন্তর্গত স্যাক্সনির এক কৃষক সন্তান ছিলেন—
( a ) জন ওয়াইক্লিফ
( b ) জন হাস
( c ) মার্টিন লুথার
( d ) জুইংলি
উত্তর:- ( c ) মার্টিন লুথার
- মার্টিন লুথারের সময় পোপ ছিলেন—
( a ) দশম লিও
( b ) তৃতীয় লিও
( c ) পল
( d ) এদের কাউকেই নয়
উত্তর:- ( a ) দশম লিও
- সুইজারল্যান্ডে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের নেতা ছিলেন—
( a ) জন নক্স
( b ) জন ক্যালভিন
( c ) জন হাস
( d ) জন ওয়াইক্লিফ
উত্তর:- ( b ) জন ক্যালভিন
- রাজা দ্বিতীয় ফিলিপ ছিলেন-
( a ) প্রোটেস্ট্যান্ট
( b ) পিউরিটান
( c ) ক্যাথলিক
( d ) পুরোহিত
উত্তর:- ( c ) ক্যাথলিক
- জার্মানিতে মুক্তিপত্র বিক্রি করেন-
( a ) পোপ দশম লিও
( b ) টেটজেল
( c ) দ্বিতীয় ফিলিপ
( d ) প্রথম ফিলিপ
উত্তর:- ( b ) টেটজেল
- লোলার্ড বলা হয় –
( a ) জন হাস -এর অনুগামীদের
( b ) জন নক্স -এর অনুগামীদের
( c ) জন ওয়াইক্লিফ -এর অনুগামীদের
( d ) জন ক্যালভিন -এর অনুগামীদের
উত্তর:- ( c ) জন ওয়াইক্লিফ -এর অনুগামীদের
- ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম শহিদ—
( a ) জন হাস
( b ) জন নক্স
( c ) জন ওয়াইক্লিফ
( d ) জন ক্যালভিন
উত্তর:- ( a ) জন হাস
- ফ্রান্সে প্রোটেস্ট্যান্টরা পরিচিত হলো—
( a ) হিউগেনট নামে
( b ) পিউরিটান নামে
( c ) জেসুইট নামে
( d ) কোনোটিই নয়
উত্তর:- ( a ) হিউগেনট নামে
- ক্যাথলিক গির্জা সংগঠনের হর্তাকর্তাকে বলা হত—
( a ) চার্চ বিশপ
( b ) অ্যারট
( c ) কার্ডিনাল
( d ) পোপ
উত্তর:- ( d ) পোপ
- চার্চের দুর্নীতি ও অনাচার দূর করবার জন্য প্রথম চেষ্টা করেন—
( a ) মার্টিন লুথার
( b ) জন ক্যালভিন
( c ) জন ওয়াইক্লিফ ও জন হাস
( d ) জন নক্স
উত্তর:- ( c ) জন ওয়াইক্লিফ ও জন হাস
- মার্কোপোলো ছিলেন—
( a ) ইংল্যান্ডের
( b ) ফ্রান্সের
( c ) ইতালির
( d ) জার্মানির নাগরিক
উত্তর:- ( c ) ইতালির
- বিষুবরেখা থেকে কোন্ স্থান, কত দূরে, কোন্ দিকে এবং কত উচ্চে তা জানা সম্ভব হয়েছিল—
( a ) কম্পাসের সাহায্যে
( b ) উচ্চতামাপক যন্ত্রের সাহায্যে
( c ) সমুদ্রপথের মানচিত্রের সাহায্যে
( d ) ব্যারোমিটারের সাহায্যে
উত্তর:- ( c ) সমুদ্রপথের মানচিত্রের সাহায্যে
- ভারতে আসার নতুন জলপথ আবিষ্কার-
( a ) মার্কোপোলো
( b ) বালবোয়া
( c ) ভাস্কো-দা-গামা
( d ) কলম্বাস
উত্তর:- ( c ) ভাস্কো-দা-গামা
- সামুদ্রিক অভিযানে অগ্রণী ভূমিকা গ্রহণ করে—
( a ) ইংল্যান্ড
( b ) জার্মানি
( c ) পোর্তুগাল ও স্পেন
( d ) গ্রিস
উত্তর:- ( c ) পোর্তুগাল ও স্পেন
- আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন—
( a ) বালবোয়া
( b ) কলম্বাস
( c ) আমেরিগো ভেসপুচি
( d ) মার্কোপোলো
উত্তর:- ( b ) কলম্বাস
- বার্থেলোমিউডিয়াজ ছিলেন—
( a ) ইংল্যান্ডের
( b ) পোর্তুগালের
( c ) স্পেনের
( d ) জার্মানির নাবিক
উত্তর:- ( b ) পোর্তুগালের
- ম্যাগেলান ছিলেন—
( a ) পোর্তুগিজ নাবিক
( b ) ইংরেজ নাবিক
( c ) স্পেনীয় নাবিক
( d ) জার্মান নাবিক
উত্তর:- ( a ) পোর্তুগিজ নাবিক
- ভৌগোলিক আবিষ্কারকদের পথিকৃৎ ছিলেন—
( a ) আলবুকার্ক
( b ) ভাস্কো-দা-গামা
( c ) নাবিক হেনরি
( d ) কলম্বাস
উত্তর:- ( c ) নাবিক হেনরি
- প্রাচ্য দেশে যাবার সমুদ্রপথ আবিষ্কার সূচনা করেন—
( a ) ডিয়াজ
( b ) কলম্বাস
( c ) ভাস্কো-দা-গামা
( d ) আলবুকার্ক
উত্তর:- ( c ) ভাস্কো-দা-গামা
- ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো-দা-গামা উপস্থিত হন—
( a ) সুরাট
( b ) গোয়া
( c ) কালিকট বন্দরে
( d ) উত্তমাশা অন্তরীপে
উত্তর:- ( c ) কালিকট বন্দরে
- কেব্রাল ছিলেন—
( a ) ওলন্দাজ নাবিক
( b ) পোর্তুগিজ নাবিক
( c ) স্পেনীয় নাবিক
( d ) ইহুদি নাবিক
উত্তর:- ( b ) পোর্তুগিজ নাবিক
- বিশাল দক্ষিণ সাগর (গ্রেট সাউথ সি) হল আজকের—
( a ) আটলান্টিক মহাসাগর
( b ) প্রশান্ত মহাসাগর
( c ) ভারত মহাসাগর
( d ) কুমেরু মহাসাগর
উত্তর:- ( b ) প্রশান্ত মহাসাগর
- প্রিন্স হেনরি ছিলেন একজন—
( a ) বৈজ্ঞানিক
( b ) নাবিক
( c ) দার্শনিক
( d ) রাজনীতিবিদ
উত্তর:- ( b ) নাবিক
- ২৪১ জন মানুষ ও ৫ টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন—
( a ) ম্যাগেলান
( b ) বালবোয়া
( c ) কলম্বাস
( d ) ডিয়াজ
উত্তর:- ( a ) ম্যাগেলান
- ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন—
( a ) বালবোয়া
( b ) কলম্বাস
( c ) ম্যাগেলান
( d ) ডিয়াজ
উত্তর:- ( c ) ম্যাগেলান
36 অ্যাস্ট্রোলেব যন্ত্র আবিষ্কারের ফলে—
( a ) দিক নির্ণয় সহজ হল
( b ) অক্ষাংশ নির্ণয় সহজ হল
( c ) সমুদ্রের গভীরতা মাপা সহজ হল
( d ) কোনোটিই সহজ হয়নি
উত্তর:- ( b ) অক্ষাংশ নির্ণয় সহজ হল
- সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণের গৌরব অর্জনকারী জাহাজটির নাম—
( a ) ভিক্টোরিয়া
( b ) সান্তামারিয়া
( c ) পিনটা
( d ) ভিক্টোরিয়া -১
উত্তর:- ( a ) ভিক্টোরিয়া
- ভাস্কো-দা-গামা দ্বিতীয়বার ভারতে আসেন— ( a ) ১৪৯৯ খ্রি.
( b ) ১৫০০ খ্রি.
( c ) ১৫০২ খ্রি.
( d ) ১৫০৩ খ্রি.
উত্তর:- ( c ) ১৫০২ খ্রি.
- গোয়া অধিকার করেন—
( a ) আলবুকার্ক
( b ) বালবোয়া
( c ) কেব্রাল
( d ) ভাস্কো-দা-গামা
উত্তর:- ( a ) আলবুকার্ক
- ‘গ্যাস’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
( a ) বমবাস্ট
( b ) হেলমন্ট
( c ) জানসেন
( d ) বালবোয়া
উত্তর:- ( b ) হেলমন্ট
- ইংরেজদের প্রথম বাণিজ্যকুঠি স্থাপিত হয়—
( a ) সুরাটে
( b ) মাদ্রাজে
( c ) কলকাতায়
( d ) বিহারে
উত্তর:- ( a ) সুরাটে
- ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন—
( a ) আকবর
( b ) বাবর
( c ) জাহাঙ্গির
( d ) হুমায়ুন
উত্তর:- ( b ) বাবর
- খানুয়ার যুদ্ধ হয়-
( a ) ১৫২৬ খ্রি.
( b ) ১৫২৭ খ্রি.
( c ) ১৫২৮ খ্রি.
( d ) ১৫২৯ খ্রি.
উত্তর:- ( b ) ১৫২৭ খ্রি.
- আকবরের অভিভাবক ছিলেন-
( a ) হিমু
( b ) শের খাঁ
( c ) বৈরাম খাঁ
( d ) হুমায়ুন
উত্তর:- ( c ) বৈরাম খাঁ
- ঔরঙ্গজেবের উপাধি ছিল—
( a ) আলমগির
( b ) বাদশা
( c ) সম্রাট
( d ) কোনোটিই নয়
উত্তর:- ( a ) আলমগির
- ভারত ও প্রাচ্যের অফুরন্ত ঐশ্বর্যের কথা যার লেখার মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি হলেন—
( a ) দান্তে
( b ) কলম্বাস
( c ) মার্কোপোলো
( d ) শেকস্পিয়র
উত্তর:- ( c ) মার্কোপোলো
- খানুয়ার যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়—
( a ) রানাপ্রতাপ সিং
( b ) সংগ্রাম সিং
( c ) মান সিং
( d ) হুমায়ুন
উত্তর:- ( b ) সংগ্রাম সিং
- হুমায়ুন মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন—
( a ) ১৫৫৪ খ্রি.
( b ) ১৫৫৫ খ্রি.
( c ) ১৫৫৬ খ্রি.
( d ) ১৫৫৭ খ্রি.
উত্তর:- ( b ) ১৫৫৫ খ্রি.
- ইবাদতখানা নির্মাণ করেছিলেন—
( a ) আকবর
( b ) বাবর
( c ) হুমায়ুন
( d ) জাহাঙ্গির
উত্তর:- ( a ) আকবর
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ ঘটে—
( a ) ১৫৫৫ খ্রি.
( b ) ১৫৫৪ খ্রি.
( c ) ১৫৫৬ খ্রি.
( d ) ১৫৫৭ খ্রি.
উত্তর:- ( c ) ১৫৫৬ খ্রি.