WBPSC মিসলেনিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Miscellaneous Questions and Answers

WBPSC মিসলেনিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Miscellaneous Questions and Answers

1. মগ্নচড়া দেখা যায় কীভাবে?

উত্তর:- সমুদ্র স্রোতের প্রভাবে

2. ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা সেটি হল-

উত্তর:- ডায়াবেটিস

3. ভারতে সার্বজনীয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বয়সসীমা কত?

উত্তর:- ১৮

4. বায়ুমণ্ডলে CO2 গ্যাসের প্রাধান্য বৃদ্ধির কারণ কী?

উত্তর:- বৃক্ষচ্ছেদন, জীবাশ্ম জ্বালানির ব‍্যবহার, যানবাহন বাহিত ধোঁয়া।

5. কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করে?

উত্তর:- 1955 সালে

6. “শিঞ্চল অভয়ারণ্য” কোন জেলার মধ্যে অবস্থিত?

উত্তর:- দর্জিলিং

7. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম উল্লেখ করো?

উত্তর:- রাজেন্দ্রপ্রসাদ

8. ভারতের শাসনব্যবস্থা প্রচলিত হয় কীসের দ্বারা?

উত্তর:- সংসদের দ্বারা

9. “রিউম্যাটিজম” রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়?

উত্তর:- অস্থিসন্ধি

10. ভারতের সরকারি ভাষা কোনটি?

উত্তর:- হিন্দি

11. শিক্ষার অধিকার সংবিধানের কত নং ধারায় রয়েছে?

উত্তর:- 21A

12. বিশ্বস্ত মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?

উত্তর:- আলাউদ্দিন খলজীর

13. কোন বিল অর্থ বিল কিনা তা স্থির করেন কে?

উত্তর:- লোকসভার স্পীকার

14. পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৫২৬ খ্রীস্টাব্দে।

15. কোলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেছিলেন কে?

উত্তর:- জব চার্নক

16. গনতন্ত্রের মূল মন্ত্র কী?

উত্তর:- সাম্য স্বাধীনতার ন্যায়

17. সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন কে?

উত্তর:- নলিনী দাস

18. বর্তমানে নেশনাল কমিশন অন পপুলেশন কার অধীনস্থ?

উত্তর:- পরিকল্পনা কমিশনের

19. ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি?

সিকিম

20. “দক্ষিণ ভারতের বাগান” নামে কোন স্থান খ্যাতি লাভ করেছে?

উত্তর:- তাঞ্জোর।