চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রতিরক্ষামন্ত্রক (Ministry of Defence Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে ৫০০০-এর বেশি শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে প্রতিরক্ষামন্ত্রকের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ নিয়োগকারী সংস্থা:- yantra india limited
■ পদের নাম:- অ্যাপ্রেন্টিস পদ
■ কর্মস্থল:- সমগ্র ভারত জুড়ে
■ মোট শূন্যপদ:- ৫ হাজারেরও বেশি
■ আবেদনের পদ্ধতি:- Online
■ আবেদন শুরুর তারিখ:- 28 January 2023
■ আরো চাকরির খবর:-
■ আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিতে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
■ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.apprenticeship.gov.in/
■ শিক্ষাগত যোগ্যতা:-
এই পদের জন্য আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতে হবে এবং আবেদনকারীকে নুন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে অঙ্কে পাশ করতে হবেই। আইটিআই ক্যাটাগরিতে আবেদন করতে হলে আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। সেখানেও ৫০ শতাংশ অঙ্কে নম্বর থাকাটা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
■ বয়সসীমা:-
এই পদের জন্য আবেদনকারীর বয়স নুন্যতম ১৮ বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় সরকারী নিয়মানুসারে।
■ আবেদন প্রক্রিয়া:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.apprenticeship.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি