Mineral Resources Questions answers in Bengali || খনিজ সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Mineral Resources Questions answers in Bengali || খনিজ সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Mineral Resources Questions answers in Bengali || খনিজ সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Mineral Resources Questions answers in Bengali || খনিজ সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Mineral Resources Questions answers in Bengali || খনিজ সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. খনিজ কাকে বলে ?

উত্তরঃ- প্রকৃতি থেকে প্রাপ্ত, অজৈব প্রক্রিয়ায় সৃষ্ট যেসব বস্তুর একটি সুনির্দিষ্ট রাসায়নিক ও পারমাণবিক গঠন আছে, তাদের খনিজ বলে।

  1. জ্বালানি খনিজ কাকে বলে ?

উত্তরঃ- যেসব খনিজ থেকে তাপ ও শক্তি উৎপাদিত হয়, সেইসব খনিজকে জ্বালানি খনিজ বলে।

  1. ধাতব খনিজ কাকে বলে ?

উত্তরঃ- যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয়, সেগুলিকে ধাতব খনিজ বলে।

  1. সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার নাম কী ?

উত্তরঃ- সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার নাম ম্যাগনেটাইট।

  1. আকরিক লোহা উত্তোলনে বিশ্বে কোন্ দেশ প্রথম ?

উত্তরঃ- আকরিক লোহা উত্তোলনে চিন বিশ্বে প্রথম।

  1. আকরিক লোহা উত্তোলনে বিশ্বে কোন্ দেশ দ্বিতীয় ?

উত্তরঃ- ব্রাজিল আকরিক লোহা উত্তোলনে বিশ্বে দ্বিতীয়।

  1. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লোহার খনিটির নাম কী ?

উত্তরঃ- মেসাবি আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লোহার খনি।

  1. ব্রাজিলের সবচেয়ে বড়ো লোহার খনিটির নাম কী ?

উত্তরঃ- মিনাস গেরাইস ব্রাজিলের সবচেয়ে বড়ো লোহার খনি।

  1. ম্যাঙ্গানিজ কোন্ শিল্পের কাঁচামালরূপে প্রধানত ব্যবহৃত হয় ?

উত্তরঃ- ম্যাঙ্গানিজ প্রধানত লোহা ও ইস্পাত শিল্পের কাঁচামালরূপে ব্যবহৃত হয়।

  1. ম্যাঙ্গানিজের প্রধান ব্যবহার কী ?

উত্তরঃ- লৌহ-সংকর ধাতু হিসেবে ম্যাঙ্গানিজের ব্যবহার সবচেয়ে বেশি।

  1. ভারত ম্যাঙ্গানিজ উত্তোলনে বিশ্বে কোন স্থান অধিকার করে ?

উত্তরঃ- ভারত ম্যাঙ্গানিজ উত্তোলনে বিশ্বে অষ্টম স্থান অধিকার করে।

  1. ভারত আকরিক লোহা উত্তোলনে বিশ্বে কোন স্থান অধিকার করে ?

উত্তরঃ- ভারত আকরিক লোহা উত্তোলনে বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে।

  1. হেমাটাইটে আকরিক লোহার পরিমাণ কত থাকে ?

উত্তরঃ- হেমাটাইটে আকরিক লোহার পরিমাণ থাকে শতকরা ৭০ ভাগ।

  1. ম্যাঙ্গানিজের সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণিটির নাম কী ?

উত্তরঃ- ম্যাঙ্গানিজের সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণিটি হল পাইরোলুসাইট।

  1. ম্যাঙ্গানিজ উত্তোলনে বিশ্বে কোন্ দেশ প্রথম স্থান অধিকার করে ?

উত্তরঃ- ম্যাঙ্গানিজ উত্তোলনে চিন বিশ্বে প্রথম স্থান অধিকার করে।

  1. তামার ব্যবহার কোন শিল্পে সবচেয়ে বেশি ?

উত্তরঃ- বৈদ্যুতিক ও বৈদ্যুতিন শিল্পে তামার ব্যবহার সবচেয়ে বেশি।

  1. তামা উত্তোলনে বিশ্বে কোন্ দেশ প্রথম স্থানের অধিকারী ?

উত্তরঃ- তামা উত্তোলনে চিলি বিশ্বে প্রথম স্থানের অধিকারী।

  1. তামার প্রধান আকরিকটির নাম কী ?

উত্তরঃ- উত্তর তামার প্রধান আকরিকটি হল চ্যালকোসাইট।

  1. দুটি প্রধান তামা রপ্তানিকারক দেশের নাম লেখো।

উত্তরঃ- জাম্বিয়া ও চিলি বিশ্বের প্রধান দুটি তামা রপ্তানিকারক দেশ।

  1. খাদ্যদ্রব্য প্যাকিং -এর জন্য কোন্ খনিজ দ্রব্য ব্যবহৃত হয় ?

উত্তরঃ- খাদ্যদ্রব্য প্যাকিং -এর জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহৃত হয়।

  1. বিশ্বের প্রধান দুটি বক্সাইট রপ্তানিকারক দেশের নাম লেখো।

উত্তরঃ- গিনি ও জ্যামাইকা বিশ্বের প্রধান দুটি বক্লাইট রপ্তানিকারক দেশ।

  1. অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান উৎস কী ?

উত্তরঃ- অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান উৎস বক্লাইট।

  1. বক্লাইট উত্তোলনে বিশ্বে কোন দেশ প্রথম স্থানের অধিকারী ?

উত্তরঃ- বক্লাইট উত্তোলনে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থানের অধিকারী।

  1. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণির অভ্রের নাম কী ?

উত্তরঃ- সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণির অভ্রটি হল মাসকোভাইট।

  1. ভারতের প্রধান বক্সাইট উত্তোলক রাজ্য কোন্‌টি ?

উত্তরঃ- ওড়িশা ভারতের প্রধান বক্লাইট উত্তোলক রাজ্য।

  1. ভারতে অবস্থিত বিশ্বের বৃহত্তম অভ্রখনিগুলি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- ভারতের ঝাড়খণ্ডের কোডার্মাতে অবস্থিত।

  1. অভ্র উত্তোলনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে ?

উত্তরঃ- রাশিয়া।

  1. ‘Book of Mica’ কী ?

উত্তরঃ- খনিতে অভ্র পাতলা পাতের আকারে স্তরে স্তরে পাওয়া যায় বলে, একে ‘Book of Mica’ বলে।

  1. আণবিক শক্তি উৎপাদনে অভ্র কী কাজে লাগে ?

উত্তরঃ- আণবিক শক্তি উৎপাদনে অভ্র ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয়।

  1. ভারতের প্রধান অভ্র উত্তোলক রাজ্য কোন্‌টি ?

উত্তরঃ- অন্ধ্রপ্রদেশ ভারতের প্রধান অভ্র উত্তোলক রাজ্য।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।