Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Metals And Non metals Question Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ধাতু ও অধাতুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Metals And Non metals Question Answers ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ধাতু ও অধাতুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Metals And Non metals Question Answers || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ধাতু ও অধাতুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Metals And Non metals Question Answers
- সবচেয়ে ভারী ধাতু (প্রাকৃতিক) ➨ ইউরেনিয়াম (পারমাণবিক গুরুত্ব অনুযায়ী)
- সবচেয়ে হাল্কা ধাতু ➨ লিথিয়াম
- সবচেয়ে ভারী অধাতু ➨ আয়ােডিন
- সবচেয়ে হাল্কা অধাতু ➨ হাইড্রোজেন (গ্যাসীয়)
- সবচেয়ে ভারী তরল ধাতু ➨ পারদ
- সবচেয়ে হাল্কা তরল ধাতু ➨ গ্যালিয়াম
- সবচেয়ে ভারী কঠিন অধাতু ➨ কার্বন
- তরল ধাতু ➨ পারদ, গ্যালিয়াম, সিজিয়াম
- তরল অধাতু ➨ ব্রোমিন
- যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি ➨ টাংস্টেন (3,410 ডিগ্রি সেলসিয়াস)
- যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম ➨ পারদ (-38.87 ডিগ্রি সেলসিয়াস)
- সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস ➨ রেডন
- সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল ➨ হিলিয়াম
- নােবেল মেটাল ➨ তামা, রূপা, সােনা ইত্যাদি
- সবচেয়ে দামী ধাতু ➨ প্লাটিনাম
- সবচেয়ে কঠিন মৌল ➨ হীরক
- সবচেয়ে হালকা মৌল ➨ করানডাম
- ধাতু ও অধাতু উভয়ের গুণ বর্তমান যে মৌলে ➨ অ্যান্টিমনি, আর্সেনিক
- সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করে (Electrical Conductivity) ➨ রূপাে
- চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হয় যে উষ্ণতায় ➨ 750 ° C
- ভঙ্গুর ধাতু ➨ বিসমাথ
- নমনীয় ধাতু ➨ সােনা
🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
১. তাপ কী ?
উত্তর: তাপ হলো একপ্রকার শক্তি।
২. CGS পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর: ক্যালোরি।
৩. SI পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর: জুল।
৪. ১ ক্যালোরি = কত জুল ?
উত্তর: ১ ক্যালোরি = ৪.২ জুল।
৫. কোন পদ্ধতিতে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা যায় ?
উত্তর: ক্যালোরিমিতি।
৬. তাপের গতীয় মতবাদটির সত্যতা প্রমান করেন কে ?
উত্তর: জুল।
৭. CGS পদ্ধতিতে লীন তাপের একক কী ?
উত্তর: ক্যালোরি/গ্রাম।
৮. SI পদ্ধতিতে লীন তাপের একক কী ?
উত্তর: জুল/কিলোগ্রাম।
৯. CGS পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?
উত্তর: ৮০ ক্যালোরি/গ্রাম।
১০. SI পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?
উত্তর: ৩.৩৬×১০৫ জুল/কেজি।
১১. লীন তাপের ক্ষেত্রে কি কি অবস্থা লক্ষ্য করা যায় ?
উত্তর: কঠিন, তরল ও গ্যাসীয়।
১২. CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?
উত্তর: ৫৩৭ ক্যালোরি/গ্রাম।
১৩. SI পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?
উত্তর: ২২.৬৮ ×১০৫ জুল/কেজি।
১৪. আপেক্ষিক তাপের মাত্রা কী ?
উত্তর: [L2T-2K-1 ]
১৫. CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?
উত্তর: ক্যালোরি/গ্রাম- ডিগ্রি সেলসিয়াস।
১৬. SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?
উত্তর: জুল/কেজি-কেলভিন।
১৭. কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তর: ৪ ডিগ্রি সেলসিয়াস।
১৮. SI পদ্ধতিতে জুলের মান কত ?
উত্তর: ৪.২ জুল/ক্যালোরি।
১৯. অসম্পৃক্ত বাষ্প কার সূত্র মেনে চলে ?
উত্তর: বয়েলের ও চার্লসের।
২০. এ.পি.এস. পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর: ব্রিটিশ থার্মাল ইউনিট।
২১. ১ ব্রিটিশ থার্মাল ইউনিট = কত ক্যালোরি ?
উত্তর: ২৫২ ক্যালোরি।
২২. তাপ পরিমাপের বড়ো এককের নাম কী?
উত্তর: থার্ম।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।