Medical Net Exam 2023 Questions Answers in Bengali

Medical Net Exam 2023 Questions Answers in Bengali

১. চোখের জলে কোন ধরনের উৎসেচক থাকে?

উঃ লাইসোজাইম।

২. পায়রার দেহে কয়টি বায়ুথলির থাকে?

উঃ ৯ টি।

৩. জল ও কার্বন-ডাই অক্সাইড দিয়ে কী তৈরি হয়?

উঃ সোডা ওয়াটার।

৪. IVF— এর পুরো কথা লেখো?

উঃ In Vitro fertilization.

৫. “The Origin Of life On Earth”— বইটির রচয়িতা কে?

উঃ ওপারিন।

৬. আঙ্গুরে কোন ধরনের এসিড থাকে?

উঃ টারটারিক, ম্যালিক এসিড।

৭. ‘Biodiversity’ — কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?

উঃ রোজেন।

৮. সবচেয়ে হালকা মৌলটির নাম উত্তর করো?

উঃ হাইড্রোজেন।

৯. সবচেয়ে ভারী মৌলটির নাম উল্লেখ করো?

উঃ ইউরেনিয়াম।

১০. বায়ুকে কী ধরনের পদার্থ?

উঃ মিশ্র পদার্থ।

১১. লোহিত রক্ত কণিকার আয়ু গড়ে কত দিন?

উঃ ১২০ দিন।

১২. জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে?

উঃ অ্যারিস্টটলকে জীব বিজ্ঞানের জনক বলা হয়।

১৩. পিতল প্রকৃত পক্ষে কিসের মিশ্রণ?

উঃ তামা ও দস্তা।

১৪. প্রথম পারমাণবিক ভর এর ধারনা কে দিয়েছিলেন?

উঃ জন ডাল্টন।

১৫. ‘ফ্লুইড অফ লাইফ’ — কাকে বলা হয়ে থাকে?

উঃ পানিকে (জলকে)।

১৬. কোষ রস পরিবহনকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়?

উঃ ২টি ভাগে।

১৭. কোন শ্রেণীর গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত থাকে?

উঃ ‘O’ গ্রুপের রক্তে।

১৮. গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে?

উঃ ক্লোরোসিস।

১৯. Myocardium — কী দ্বারা গঠিত হয়ে থাকে?

উঃ অনৈচ্ছিক পেশী।

২০. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি উপস্থিত থাকে?

উঃ ৩ জোড়া।

২১. ডায়াবেটিস রোগ হয় সাধারণত কোন হরমোনটির অভাবে?

উঃ ইনসুলিন।

২২. পিত্তরস কোথায় থেকে ক্ষরিত হয়?

উঃ যকৃত।

২৩. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত থাকে?

উঃ প্লুরা।

২৪. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোন স্থানে হয়?

উঃ ফুসফুসে।

২৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম উল্লেখ করো?

উঃ নাসিকা।

২৬. শ্বাসনালী সাধারণত কয় ভাগে বিভক্ত?

উঃ ২ ভাগে।

২৭. একটি ভাইরাসজনিত রোগের নাম লেখো?

উঃ এ্যাজমাকে।

২৮. প্লুরার বাইরের স্তরটিকে কী বলা হয়ে থাকে?

উঃ প্যারাইটাল স্তর।

২৯. মানবদেহের জৈবিক প্রক্রিয়াটির নাম লেখো?

উঃ রেচন।

৩০. নেফ্রন হলো কিসের একক?

উঃ বৃক্কের।

৩১. তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা কে?

উঃ আরহেনিয়াস।

৩২. একটি জৈব সারের নাম উল্লেখ করো?

উঃ ইউরিয়া।

৩৩. একটি নিষ্ক্রিয় মৌলের নাম উল্লেখ করো?

উঃ ক্রিপটন।

৩৪. পৃথিবীর কোন স্থানে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়?

উঃ মেরু অঞ্চলে।

৩৫. এসিড কত সালে প্রথম আবিষ্কার হয়েছিল?

উঃ ১৯৮১ সালে।

৩৬. জীবাণু বিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে?

উঃ লুইপাস্তুরকে।

৩৭. অ্যামিবার গমন অঙ্গের নাম উল্লেখ করো?

উঃ ক্ষণপদ।

৩৮. জলের সবচেয়ে হালকা ধাতুটির নাম উল্লেখ করো?

উঃ সোডিয়াম।

৩৯. অক্সিজেন সিলিন্ডারে কোন গ্যাসটি মেশানো থাকে?

উঃ হিলিয়াম।

৪০. মানবদেহে মোট হাড়ের সংখ্যা উল্লেখ করো?

উঃ ২০৬ টি।

৪১. মাইক্রো কথাটির অর্থ কী?

উঃ অতি ক্ষুদ্র।

৪২. লোহিত রক্ত কণিকার প্রায় কত দিন আয়ুষ্কাল?

উঃ ৫ থেকে ৬ দিন।

৪৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম উল্লেখ করো।

উঃ অপ্সরা।

৪৪. মানুষের করোটির অস্থির সংখ্যা উল্লেখ করো।

উঃ ২২ টি।

৪৫. SI পদ্ধতিতে বলের পরম একক উল্লেখ করো?

উঃ নিউটন।

৪৬. লাইসোজোমের অপর নাম কী?

উঃ আত্মঘাতীস্থলী।

৪৭. মাছ কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস চালায়?

উঃ ফুলকা দ্বারা।

৪৮. দেহ প্রহরী কোষ কাকে বলা হয়ে থাকে?

উঃ শ্বেত রক্তকণিকাকে।

৪৯. পৃথিবীর কঠিনতম ধাতুর নাম উল্লেখ করো?

উঃ হীরক।

৫০. মায়োটোম পেশি দেখা যায় কোন প্রাণীর শরীরে?

উঃ মাছ।

৫১. ফল পাকানোর জন্য কোন হরমোনটি ব্যবহার করা হয়?

উঃ ইথিলিন।

৫২. ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত হয়?

উঃ ৬ মিটার।

৫৩. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা উল্লেখ করো?

উঃ 33 টি।

৫৪. কোষ সর্ব প্রথম কে আবিষ্কার করেন?

উঃ রবার্ট হুক।

৫৫. পেশীর আবরণীকে কী বলা হয়ে থাকে?

উঃ সারকোলেমা।