65টি জেনারেল নলেজ MCQ প্রশ্নোত্তর | MCQ Questions and Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি MCQ Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 65টি জেনারেল নলেজ MCQ প্রশ্নোত্তর | MCQ Questions and Answers

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal

65টি জেনারেল নলেজ MCQ প্রশ্নোত্তর | MCQ Questions and Answers

  1. পৃথিবীর সৃষ্টি হয় আনুমানিক—
    ( a ) ৪০০ কোটি বছর পূর্বে
    ( b ) ৫০০ কোটি বছর পূর্বে
    ( c ) ৬০০ কোটি বছর পূর্বে
    ( d ) ৭০০ কোটি বছর পূর্বে

উত্তর:- ( b ) ৫০০ কোটি বছর পূর্বে

  1. কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা-
    ( a ) 4000° সে.
    ( b ) 5000° সে.
    ( c ) 6000° সে.
    ( d ) 7000° সে.

উত্তর:- ( a ) 4000° সে.

  1. শিলা একটি—
    ( a ) মৌলিক পদার্থ
    ( b ) যৌগিক পদার্থ
    ( c ) মিশ্র পদার্থ
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( b ) যৌগিক পদার্থ

  1. শিলা প্রধানত –
    ( a ) ৪ প্রকার
    ( b ) ৫ প্রকার
    ( c ) ৩ প্রকার
    ( d ) ১০ প্রকার

উত্তর:- ( c ) ৩ প্রকার

  1. একটি আগ্নেয় শিলা হল-
    ( a ) অগাইট
    ( b ) বেলেপাথর
    ( c ) নিস্
    ( d ) স্লেট

উত্তর:- ( a ) অগাইট

  1. কয়লা পাওয়া যায়—
    ( a ) পাললিক শিলায়
    ( b ) আগ্নেয় শিলায়
    ( c ) রূপান্তরিত শিলায়
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) পাললিক শিলায়

  1. আগ্নেয় শিলার অপর নাম-
    ( a ) জৈব শিলা
    ( b ) পাললিক শিলা
    ( c ) রূপান্তরিত শিলায়
    ( d ) আদি শিলা

উত্তর:- ( d ) আদি শিলা

  1. নিঃসারী আগ্নেয় শিলা—
    ( a ) দুই প্রকার
    ( b ) তিন প্রকার
    ( c ) চার প্রকার
    ( d ) পাঁচ প্রকার

উত্তর:- ( a ) দুই প্রকার

  1. একটি রূপান্তরিত শিলা হল—
    ( a ) ব্যাসল্ট
    ( b ) কয়লা
    ( c ) চুনাপাথর
    ( d ) ইর্নব্লেড

উত্তর:- ( d ) ইর্নব্লেড

  1. কংগ্লোমারেট হল একটি—
    ( a ) আগ্নেয়শিলা
    ( b ) পাললিক শিলা
    ( c ) রূপান্তরিত শিলা
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( b ) পাললিক শিলা

  1. পৃথিবীর গড় ঘনত্ব-
    ( a ) ৫.৫২ গ্রাম / ঘন সেমি
    ( b ) ৫.৫৫ গ্রাম / ঘন সেমি
    ( c ) ৫.৭০ গ্রাম / ঘন সেমি
    ( d ) ৪.৮০ গ্রাম / ঘন সেমি

উত্তর:- ( a ) ৫.৫২ গ্রাম / ঘন সেমি

  1. কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ প্রায়-
    ( a ) ৩,৪০০ কি.মি.
    ( b ) ৩,৪৭০ কি.মি.
    ( c ) ৩,৪৭৫ কি.মি.
    ( d ) ৪,০০০ কি.মি.

উত্তর:- ( c ) ৩,৪৭৫ কি.মি.

  1. ভূ-ত্বকের গড় বিস্তার মহাদেশের নীচে-
    ( a ) ৩০ কিমি.
    ( b ) ৪০ কিমি.
    ( c ) ৫০ কি.মি.
    ( d ) ৬০ কি.মি.

উত্তর:- ( a ) ৩০ কিমি.

  1. প্রাথমিক শিলা বলা হয়—
    ( a ) আগ্নেয় শিলাকে
    ( b ) পাললিক শিলাকে
    ( c ) রূপান্তরিত শিলাকে
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) আগ্নেয় শিলাকে

  1. পত্রায়ন দেখা যায়—
    ( a ) আগ্নেয় শিলায়
    ( b ) পাললিক শিলায়
    ( c ) রূপান্তরিত শিলায়
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( b ) পাললিক শিলায়

  1. জীবাশ্ম দেখা যায়—
    ( a ) আগ্নেয় শিলায়
    ( b ) পাললিক শিলায়
    ( c ) রূপান্তরিত শিলায়
    ( d ) সমস্ত শিলাতেই

উত্তর:- ( b ) পাললিক শিলায়

  1. চুনাপাথর পরিবর্তিত হয়—
    ( a ) নিস্ -এ
    ( b ) স্লেট -এ
    ( c ) মার্বেল -এ
    ( d ) কোয়ার্টজ -এ

উত্তর:- ( c ) মার্বেল -এ

  1. ফিলাইট রূপান্তরিত হয়ে পরিণত হয়—
    ( a ) স্লেট -এ
    ( b ) মার্বেল -এ
    ( c ) সিস্ট -এ
    ( d ) নিস্ -এ

উত্তর:- ( c ) সিস্ট -এ

  1. কোয়ার্টজ -এর রাসায়নিক গঠন—
    ( a ) SiO2
    ( b ) K(AI)Si3O8
    ( c ) (KAI)Si3O8
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) SiO2

  1. খনিজ তৈল পাওয়া যায়—
    ( a ) আগ্নেয় শিলায়
    ( b ) পাললিক শিলায়
    ( c ) রূপান্তরিত শিলায়
    ( d ) সমস্ত শিলাতেই

উত্তর:- ( b ) পাললিক শিলায়

  1. সূর্যের নিজস্ব উন্নতা—
    ( a ) ৪০০০° সেলসিয়াস
    ( b ) ৫০০০° সেলসিয়াস
    ( c ) ৬০০০° সেলসিয়াস
    ( d ) ৭০০০° সেলসিয়াস

উত্তর:- ( c ) ৬০০০° সেলসিয়াস

  1. বায়ুর উন্নতা মাপা যন্ত্র —
    ( a ) ব্যারোমিটার
    ( b ) থার্মোমিটার
    ( c ) হাইগ্রোমিটার
    ( d ) মিলিমিটার

উত্তর:- ( b ) থার্মোমিটার

  1. বায়ুমণ্ডল থেকে সূর্যরশ্মির যে অংশ ফিরে আসে-
    ( a ) ১৯%
    ( b ) ৩৪%
    ( c ) ৩৫%
    ( d ) ৫১%

উত্তর:- ( b ) ৩৪%

  1. সমুদ্রপৃষ্ঠে প্রতি ইঞ্চিতে বায়ুর স্বাভাবিক চাপ–
    ( a ) ৭৬০ মিলিবার
    ( b ) ৬৭০ মিলিবার
    ( c ) ৩৩৫ মিলিবার
    ( d ) ৫০০ মিলিবার

উত্তর:- ( a ) ৭৬০ মিলিবার

  1. পৃথিবী পৃষ্ঠে মোট বায়ুচাপ বলয়ের সংখ্যা—
    ( a ) ৪ টি
    ( b ) ৫ টি
    ( c ) ৬ টি
    ( d ) ৭ টি

উত্তর:- ( d ) ৭ টি

  1. ফেরেলের সূত্র আবিষ্কৃত হয়—
    ( a ) ১৮৫৭ খ্রিঃ
    ( b ) ১৮৫৮ খ্রিঃ
    ( c ) ১৮৫৯ খ্রিঃ
    ( d ) ১৮৬৩ খ্রিঃ

উত্তর:- ( c ) ১৮৫৯ খ্রিঃ

  1. বাইস ব্যালট সূত্র আবিষ্কৃত হয়—
    ( a ) ১৮৫৬ খ্রিঃ
    ( b ) ১৮৫৭ খ্রিঃ
    ( c ) ১৮৫৮ খ্রিঃ
    ( d ) ১৮৫৯ খ্রিঃ

উত্তর:- ( b ) ১৮৫৭ খ্রিঃ

  1. নিয়তবায়ু প্রধানত-
    ( a ) তিন প্রকার
    ( b ) চার প্রকার
    ( c ) পাঁচ প্রকার
    ( d ) ছয় প্রকার

উত্তর:- ( a ) তিন প্রকার

  1. অশ্ব অক্ষাংশের মান—
    ( a ) ৩০° -৩৫° উঃ
    ( b ) ৪০° -৪৫° উঃ
    ( c ) ৫০° -৬০° উঃ
    ( d ) ৬০° -৭০° উঃ

উত্তর:- ( a ) ৩০° -৩৫° উঃ

  1. ভারতে বৃষ্টিপাত হয় প্রধানত—
    ( a ) পশ্চিমাবায়ুর প্রভাবে
    ( b ) আয়নবায়ুর প্রভাবে
    ( c ) মেরুবায়ুর প্রভাবে
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) পশ্চিমাবায়ুর প্রভাবে

  1. প্রতি ৯০০ ফুট উচ্চতায় বায়ুর চাপ হ্রাস পায়—
    ( a ) ২.৫”
    ( b ) ৩.৫”
    ( c ) ৪.৫”
    ( d ) ৫.৫”

উত্তর:- ( a ) ২.৫”

  1. বায়ুর চাপ প্রধানত-
    ( a ) দুই প্রকার
    ( b ) তিন প্রকার
    ( c ) চার প্রকার
    ( d ) পাঁচ প্রকার

উত্তর:- ( a ) দুই প্রকার

  1. আয়নবায়ুর অপর নাম-
    ( a ) বাণিজ্য বায়ু
    ( b ) প্রত্যয়ন বায়ু
    ( c ) মৌসুমি বায়ু
    ( d ) সমুদ্র বায়ু

উত্তর:- ( a ) বাণিজ্য বায়ু

  1. ভয়ঙ্কর পঞ্ঝাশিয়া বলা হয়—
    ( a ) ৫০° দঃ
    ( b ) ৫০° উঃ
    ( c ) ৬০° দঃ
    ( d ) ৬০° উঃ

উত্তর:- ( a ) ৫০° দঃ

  1. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ঠ তৃণভূমির নাম—
    ( a ) প্রেইরি
    ( b ) পম্পাস
    ( c ) স্টেপস্
    ( d ) ভেল্ড

উত্তর:- ( a ) প্রেইরি

  1. ‘আয়ন’ শব্দটির অর্থ—
    ( a ) পথ
    ( b ) নিয়ম
    ( c ) বাণিজ্য
    ( d ) প্রত্যয়ন

উত্তর:- ( a ) পথ

  1. মেরু বায়ুর অবস্থান—
    ( a ) ৭০° -৮০°
    ( b ) ৮০° -৯০°
    ( c ) ৯০° -১০০°
    ( d ) ১০০° -১১০°

উত্তর:- ( a ) ৭০° -৮০°

  1. পশ্চিমাবায়ুর অবস্থান—
    ( a ) ৩৫° -৬০°
    ( b ) ৬০° -৭০°
    ( c ) ৪০° -৮০°
    ( d ) ৪০° -৯০°

উত্তর:- ( a ) ৩৫° -৬০°

  1. বায়ুর উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক-
    ( a ) বিপরীত
    ( b ) একমুখীন
    ( c ) সমানুপাতিক
    ( d ) কোনোটাই নয়

উত্তর:- ( a ) বিপরীত

  1. একটি সাময়িক বায়ুর নাম—
    ( a ) কালবৈশাখী
    ( b ) মৌসুমি বায়ু
    ( c ) হ্যারিকেন
    ( d ) কোনোটাই নয়

উত্তর:- ( b ) মৌসুমি বায়ু

  1. পৃথিবীর প্রধান তাপবলয়ের সংজ্ঞা-
    ( a ) ২ টি
    ( b ) ৩ টি
    ( c ) ৪ টি
    ( d ) ৫ টি

উত্তর:- ( b ) ৩ টি

  1. উষ্মণ্ডলের গড় উষ্ণতার পরিমাণ—
    ( a ) ২৫° সে.
    ( b ) ২৬° সে.
    ( c ) ২৭° সে.
    ( d ) ২৮° সে.

উত্তর:- ( c ) ২৭° সে.

  1. পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চল—
    ( a ) ১০ টি
    ( b ) ১১ টি
    ( c ) ১২ টি
    ( d ) ৮ টি

উত্তর:- ( b ) ১১ টি

  1. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ –
    ( a ) ১০০ সেমি.
    ( b ) ১৫০ সেমি.
    ( c ) ২০০ সেমি.
    ( d ) ২৫০ সেমি.

উত্তর:- ( b ) ১৫০ সেমি.

  1. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান কৃষিজ ফসলটি হল-
    ( a ) ধান
    ( b ) তুলো
    ( c ) যব
    ( d ) আলু

উত্তর:- ( a ) ধান

  1. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের জনবহুল দেশটি হল—
    ( a ) চিন
    ( b ) ভারত
    ( c ) পাকিস্তান
    ( d ) বাংলাদেশ

উত্তর:- ( a ) চিন

  1. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয় প্রধানত-
    ( a ) গ্রীষ্মকালে
    ( b ) শরৎকালে
    ( c ) শীতকালে
    ( d ) বসন্তকালে

উত্তর:- ( c ) শীতকালে

  1. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতকালীন গড় উষ্ণতা প্রায়-
    ( a ) ৪° সেলসিয়াস
    ( b ) ৫° সেলসিয়াস
    ( c ) ৬° সেলসিয়াস
    ( d ) ৭° সেলসিয়াস

উত্তর:- ( a ) ৪° সেলসিয়াস

  1. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতকালীন বৃষ্টিপাতের পরিমাণ—
    ( a ) ২৫-১৫০ সেমি.
    ( b ) ৫০-১৫০ সেমি.
    ( c ) ৭৫-১৫০ সেমি.
    ( d ) ১০০-১৫০ সেমি.

উত্তর:- ( a ) ২৫-১৫০ সেমি.

  1. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উচ্চতার প্রসার –
    ( a ) ৬° সে.
    ( b ) ৭° সে.
    ( c ) ৮° সে.
    ( d ) ৯° সে.

উত্তর:- ( c ) ৮° সে.

  1. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান কৃষিজ ফসল-
    ( a ) ধান
    ( b ) গম
    ( c ) ভুট্টা
    ( d ) তুলো

উত্তর:- ( b ) গম

  1. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান ফলটি হল-
    ( a ) আঙুর
    ( b ) আখরোট
    ( c ) ডুমুর
    ( d ) কুল

উত্তর:- ( a ) আঙুর

  1. বিশ্বশ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্রটি হল—
    ( a ) বলিউড
    ( b ) টলিউড
    ( c ) হলিউড
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( c ) হলিউড

  1. তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ—
    ( a ) ২৫-৩০ সেমি.
    ( b ) ৩০-৩৫ সেমি.
    ( c ) ৩৫-৪০ সেমি.
    ( d ) ৪০-৪৫ সেমি.

উত্তর:- ( a ) ২৫-৩০ সেমি.

  1. তুদ্রা জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় তুষারপাতের পরিমাণ-
    ( a ) ১২৫-৩৭৫ মিমি.
    ( b ) ২২৫-৪৭৫ মিমি.
    ( c ) ৩২০-৫৭৫ মিমি.
    ( d ) ৩২৫-৬০০ মিমি.

উত্তর:- ( a ) ১২৫-৩৭৫ মিমি.

  1. তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত হয় ( a ) গ্রীষ্মকালে
    ( b ) শীতকালে
    ( c ) শরৎকালে
    ( d ) বসন্তকালে

উত্তর:- ( a ) গ্রীষ্মকালে

  1. এস্কিমোদের বরফের তৈরি গৃহের নাম-
    ( a ) টিউমিক
    ( b ) ইগলু
    ( c ) কায়কে
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( b ) ইগলু

  1. মেরু অঞ্চলে সারাবছর ধরে বাস করে-
    ( a ) মেরু পেঁচা
    ( b ) মশা
    ( c ) সীল
    ( d ) তিমি

উত্তর:- ( a ) মেরু পেঁচা

  1. নিশীথ সূর্যের দেশ বলা হয়—
    ( a ) নরওয়ে -কে
    ( b ) সুইডেন -কে
    ( c ) ফিনল্যান্ড -কে
    ( d ) গ্রীনল্যান্ড -কে

উত্তর:- ( a ) নরওয়ে -কে

  1. তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের প্রধান জীবিকা—
    ( a ) পশু ও মৎস্য শিকার
    ( b ) কৃষিকাজ
    ( c ) ভিক্ষা করা
    ( d ) কোনোটাই নয়

উত্তর:- ( a ) পশু ও মৎস্য শিকার

  1. পরিবেশ গঠিত হয় –
    ( a ) শুধু প্রাকৃতিক উপাদান দ্বারা
    ( b ) জৈব ও অজৈব উপাদান দ্বারা
    ( c ) কোনো উপাদান দ্বারাই নয়
    ( d ) দুটি উপাদান দ্বারাই

উত্তর:- ( b ) জৈব ও অজৈব উপাদান দ্বারা

  1. উষ্মমণ্ডলে অবস্থিত দেশ—
    ( a ) উন্নত
    ( b ) অনুন্নত
    ( c ) অধিক উন্নত
    ( d ) কোনোটাই নয়

উত্তর:- ( b ) অনুন্নত

  1. ওজোন গহ্বর হলো-
    ( a ) চুনাপাথর অঞ্চলের গহ্বর
    ( b ) বায়ুমণ্ডলের ওজোন স্তরে গহ্বর
    ( c ) আয়োনোস্ফিয়ার স্তরে গহ্বর
    ( d ) মেসোস্ফিয়ার স্তরে গহ্বর

উত্তর:- ( b ) বায়ুমণ্ডলের ওজোন স্তরে গহ্বর

  1. পরিবেশের উপাদানগুলি আসে—
    ( a ) শিলামণ্ডল থেকে
    ( b ) শিলামণ্ডল ও বায়ুমণ্ডল থেকে
    ( c ) শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বারিমণ্ডল থেকে ( d ) কোনোটাই নয়

উত্তর:- ( c ) শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বারিমণ্ডল থেকে

  1. পৃথিবীর মোট জলের ৯৭ শতাংশ আছে— ( a ) মেরুতুষার ও হিমবাহে
    ( b ) সমুদ্রে
    ( c ) নদী, হ্রদ, পুকুর, ঝরণা ও ভূগর্ভে
    ( d ) এর কোনোটাই নয়

উত্তর:- ( b ) সমুদ্রে

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।