মৌর্য বংশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Mauryan Dynasty Questions and Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Mauryan Dynasty Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মৌর্য বংশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Mauryan Dynasty Questions and Answers

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal

মৌর্য বংশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Mauryan Dynasty Questions and Answers

  1. মগধে মৌর্য বংশের শাষন প্রতিষ্ঠা হয়েছিল কোন বংশের পর?

উত্তরঃ  নন্দ বংশ

  1. মৌর্য বংশ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য

  1. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়ে থাকে কাকে?

উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্যকে

  1. চন্দ্রগুপ্ত মৌর্য-এর শাসনকালে কোন গ্রীক পর্যটক ভারত ভ্রমনে এসেছিলেন?

উত্তরঃ মেগাস্থিনিস

  1. মেগাস্থিনিস কার দূত ছিল?

উত্তরঃ গ্রিকের রাজা সেলুকাসের দূত।

  1. মেগাস্থিনিসের আগমনকালে চন্দ্রগুপ্ত মৌর্য-এর রাজদরবার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ পাটলিপুত্রে (চন্দ্রগুপ্ত মৌর্য-এর রাজধানী)

  1. মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম লেখো?

উত্তরঃ ইন্ডিকা

❏ ইন্ডিকায় ভারত সংক্রান্ত বৃত্তান্ত রয়েছে

  1. ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতের কোন রাজবংশের ইতিহাস সংক্রান্ত বিশেষ তথ্য জানা যায়?

উত্তরঃ মৌর্য বংশের

  1. গ্রীকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে কি নামে অভিহিত করেছিল?

উত্তরঃ স্যান্ড্রাকোট্টাস, (এর অর্থ হল-মুক্তিদাতা)

  1. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টার নাম লেখো?

উত্তরঃ চাণক্য

❏ চাণক্য রাষ্ট্রবিজ্ঞানে পন্ডিত ছিলেন, যার কারণে তাকে ‘ভারতের মেকিয়াভেলি’ বলা হয়।

  1. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে আরোহন করেছিল?

উত্তরঃ বিন্দুসার (চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র)

  1. মৌর্য সম্রাট বিন্দুসারের উপাধি কি?

উত্তরঃ  অমিত্রাঘাত (এর অর্থ শত্রুনিধন)

  1. বিন্দুসারের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে আরোহন করেছিল?

উত্তরঃ সম্রাট অশোক  

  1. সম্রাট অশোক কোন উপাধী গ্রহন করেছিল?

উত্তরঃ প্রিয়দর্শী

  1. ‘বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন’- কাকে বলা হয়ে থাকে?

উত্তরঃ সম্রাট অশোককে

  1. কোন মগধ সম্রাট ‘দেবনামপ্রিয়’ নামে খ্যাতি লাভ করেন?

উত্তরঃ সম্রাট অশোক

  1. মৌর্য বংশের সর্বশেষ সম্রাটের নাম লেখো?

উত্তরঃ বৃহদ্রথ

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।