Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Mauryan Dynasty Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মৌর্য বংশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Mauryan Dynasty Questions and Answers।
মৌর্য বংশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Mauryan Dynasty Questions and Answers
- মগধে মৌর্য বংশের শাষন প্রতিষ্ঠা হয়েছিল কোন বংশের পর?
উত্তরঃ নন্দ বংশ
- মৌর্য বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
- ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়ে থাকে কাকে?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্যকে
- চন্দ্রগুপ্ত মৌর্য-এর শাসনকালে কোন গ্রীক পর্যটক ভারত ভ্রমনে এসেছিলেন?
উত্তরঃ মেগাস্থিনিস
- মেগাস্থিনিস কার দূত ছিল?
উত্তরঃ গ্রিকের রাজা সেলুকাসের দূত।
- মেগাস্থিনিসের আগমনকালে চন্দ্রগুপ্ত মৌর্য-এর রাজদরবার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ পাটলিপুত্রে (চন্দ্রগুপ্ত মৌর্য-এর রাজধানী)
- মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম লেখো?
উত্তরঃ ইন্ডিকা
❏ ইন্ডিকায় ভারত সংক্রান্ত বৃত্তান্ত রয়েছে
- ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতের কোন রাজবংশের ইতিহাস সংক্রান্ত বিশেষ তথ্য জানা যায়?
উত্তরঃ মৌর্য বংশের
- গ্রীকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে কি নামে অভিহিত করেছিল?
উত্তরঃ স্যান্ড্রাকোট্টাস, (এর অর্থ হল-মুক্তিদাতা)
- চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টার নাম লেখো?
উত্তরঃ চাণক্য
❏ চাণক্য রাষ্ট্রবিজ্ঞানে পন্ডিত ছিলেন, যার কারণে তাকে ‘ভারতের মেকিয়াভেলি’ বলা হয়।
- চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে আরোহন করেছিল?
উত্তরঃ বিন্দুসার (চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র)
- মৌর্য সম্রাট বিন্দুসারের উপাধি কি?
উত্তরঃ অমিত্রাঘাত (এর অর্থ শত্রুনিধন)
- বিন্দুসারের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে আরোহন করেছিল?
উত্তরঃ সম্রাট অশোক
- সম্রাট অশোক কোন উপাধী গ্রহন করেছিল?
উত্তরঃ প্রিয়দর্শী
- ‘বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন’- কাকে বলা হয়ে থাকে?
উত্তরঃ সম্রাট অশোককে
- কোন মগধ সম্রাট ‘দেবনামপ্রিয়’ নামে খ্যাতি লাভ করেন?
উত্তরঃ সম্রাট অশোক
- মৌর্য বংশের সর্বশেষ সম্রাটের নাম লেখো?
উত্তরঃ বৃহদ্রথ
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।