Math Practice MCQ Set – 47 | পুলিশ/WBCS/রেল/TET ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৭
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব – ৪৭ । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি ।
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2 । বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে ?
[a] 6.25
[b] 6.5
[c] 6.75
[d] 7
———————————————————————–
2.প্রশ্ন : A ও B একত্রে একটি কাজ 30 দিনে, B ও C একত্রে 20 দিনে এবং C ও A একত্রে 15 দিনে করতে পারে । তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
[a] 10
[b] 12
[c] 12 2/3
[d] 13 1/3
———————————————————————–
3.প্রশ্ন : দুটি নল একটি খালি ট্যাংক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে । নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, কত সময়ে খালি ট্যাংকটি পূর্ণ হবে ?
[a] 5 মিনিট
[b] 5 2/3 মিনিট
[c] 6 3/7 মিনিট
[d] 6 1/4 মিনিট
———————————————————————–
4.প্রশ্ন : এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিমি/ঘ: গতিবেগে গিয়ে 4 কিমি/ঘ: গতিবেগে হেঁটে ফিরে এলে । সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিমি ?
[a] 25 কিমি
[b] 30 কিমি
[c] 20 কিমি
[d] 15 কিমি
———————————————————————–
5. প্রশ্ন : একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায় । স্থির জলে নৌকার বেগ 8 কিমি/ঘ: হলে, স্রোতের বেগ ঘন্টায় কত কিমি ?
[a] 2.5
[b] 1.5
[c] 1
[d] 2
———————————————————————–
6.প্রশ্ন : এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন । যদি তার আয় 12 1/2% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমান একই থাকে, তবে তার ব্যয় শতকরা কি পরিমান বৃদ্ধি পেয়েছে ?
[a] 13%
[b] 13 8/9%
[c] 15%
[d] 17%
———————————————————————–
7. প্রশ্ন : (x-y) এর 50% = (x+y) এর 30% হলে y = x এর কত শতাংশ ?
[a] 40%
[b] 33 1/3%
[c] 25%
[d] 400%
———————————————————————–
8.প্রশ্ন : একটি মেশিনের মূল্য 36000 টাকা । যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে দুবছর পরে মূল্য কত টাকা হবে ?
[a] 22450
[b] 25640
[c] 28760
[d] 29160
———————————————————————-
9.প্রশ্ন : 30 টাকা/কেজি দরের কত কেজি চিনির সাথে 49 টাকা /কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা/কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে ?
[a] 32
[b] 45
[c] 60
[d] 65
———————————————————————
10.প্রশ্ন : একটি বাক্সে মোট 30 টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে । 50 পয়সার মুদ্রার সংখ্যা কত ?
[a] 18
[b] 12
[c] 15
[d] 20
——————————————————————–
11.প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 8 সেমি হলে তার উচ্চতা কত ?
[a] 4√3 সেমি
[b] 3√2 সেমি
[c] 4√2 সেমি
[d] 4 সেমি
——————————————————————–
12.প্রশ্ন : বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি দিয়ে 108, 124 ও 156 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকে –
[a] 18
[b] 10
[c] 12
[d] 16
——————————————————————–
13.প্রশ্ন : 25 এর 4 – 30 + (2^2 + 18) এর মান কত ?
[a] 37
[b] 92
[c] 84
[d] 86
——————————————————————–
14.প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 27 বর্গমি। এটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুন হলে, এটির পরিসীমা কত ?
[a] 28 সেমি
[b] 12 সেমি
[c] 24 সেমি
[d] 42 সেমি
——————————————————————–
15.প্রশ্ন : যদি (x+y) : (x-y) = 3 : 2 হলে (x^2 + y^2) : (x^2 – y^2) = ?
[a] 24 : 5
[b] 5 : 12
[c] 13 : 12
[d] 12 : 13
——————————————————————–