Math Practice MCQ Set – 45 | পুলিশ/WBCS/রেল/TET ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৫
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব – ৪৫ । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি ।
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : 48327*8 সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে (*) এর স্থানে কি বসবে ?
[a] 5
[b] 3
[c] 2
[d] 1
[b] 3
[c] 2
[d] 1
———————————————————————–
2.প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত ?
[a] 130
[b] 140
[c] 150
[d] 160
———————————————————————–
3.প্রশ্ন : 3,11,7,9,15,13,8,19,17,21,14 এবং x এর গড় 12 হলে, x এর মান কত ?
[a] 7
[b] 3
[c] 17
[d] 31
———————————————————————–
4.প্রশ্ন : A এর দ্বিগুন B এর তিনগুন ও C এর চারগুনের সমান হলে, A : B : C = ?
[a] 2 : 3 : 4
[b] 3 : 4 : 2
[c] 6 : 4 : 3
[d] 4 : 6 : 3
———————————————————————–
5. প্রশ্ন : এক ব্যক্তির মাসিক আয় 13,500 এবং তার মাসিক খরচ 9000 টাকা । যদি তার আয় 14% বাড়ে এবং তার খরচ 7% বাড়ে তবে তার সঞ্চয় কত শতাংশ বাড়বে ?
[a] 7%
[b] 21%
[c] 28%
[d] 35%
———————————————————————–
6.প্রশ্ন : 80 মিটার ও 120 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন যথাক্রমে 25 কিমি/ঘ: ও 35 কিমি/ঘন্টা বেগে একই দিকে যাচ্ছে । তবে তাদের একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে ?
[a] 48 সে:
[b] 64 সে:
[c] 72 সে:
[d] 81 সে:
———————————————————————–
7. প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 25% বাড়ানো হলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ?
[a] 60%
[b] 50%
[c] 25%
[d] 40%
———————————————————————–
8.প্রশ্ন : এক ব্যক্তি, এক মহিলা ও এক বালক একসাথে একটি কাজ 3 দিনে সম্পন্ন করে । ব্যক্তিটি একা কাজ করলে কাজটি শেষ করে 6 দিনে এবং বালকটি একা কাজ করলে কাজটি শেষ করে 18 দিনে তবে মহিলাটি একা কাজ করলে কতদিনে শেষ করতো ?
[a] 9 দিন
[b] 21 দিন
[c] 24 দিন
[d] 27 দিন
———————————————————————-
9.প্রশ্ন : A ও B একসাথে একটি কাজ 3 দিনে শেষ করে । তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর B চলে যায় । যদি কাজটি আরো 2 দিন পর সম্পন্ন হয় তবে B একা কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
[a] 5 দিন
[b] 6 দিন
[c] 9 দিন
[d] 10 দিন
———————————————————————
10.প্রশ্ন : A একটি স্থান থেকে সকাল 6 টায় যাত্রা শুরু করে, বিকেল 4.30 pm এ গন্তব্যস্থলে পৌঁছায় । যদি ট্রেনের বেগ 40 কিমি/ঘ: হয় তবে স্থান দুটির মধ্যে মোট দূরত্ব কত ?
[a] 230 কিমি
[b] 320 কিমি
[c] 400 কিমি
[d] 420 কিমি
——————————————————————–
11.প্রশ্ন : (1 – 1/3)(1 – 1/4)(1 – 1/5)…..(1 – 1/25) = ?
[a] 2/25
[b] 1/25
[c] 1 19/25
[d] 1/325
——————————————————————–
12.প্রশ্ন : একটি বহুভুজের প্রতিটি অন্ত:কোণ 150° হয় তবে বহুভুজটির বাহুসংখ্যা কত ?
[a] 8
[b] 10
[c] 15
[d] 12
——————————————————————–
13.প্রশ্ন : একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি । ট্রাপিজিয়ামটির উচ্চতা 4 সেমি হলে, ক্ষেত্রফল কত ?
[a] 28 ব:সেমি
[b] 30 ব:সেমি
[c] 28 ব:সেমি
[d] 30 ব:সেমি
——————————————————————–
14.প্রশ্ন : রাম ও রহিমের বয়সের অনুপাত 10 : 11 হলে, রামের বয়সের কত শতাংশ, রহিমের বয়সের সমান ?
[a] 109 1/11 %
[b] 111 1/9 %
[c] 110 %
[d] 111%
——————————————————————–
15.প্রশ্ন : চক্রবৃদ্ধি সুদের হারে 3000 টাকা 2 বছরে হয় 6000 টাকা তবে 4 বছরের সুদ কত হবে ?
[a] 9000 টাকা
[b] 12000 টাকা
[c] 6000 টাকা
[d] 3000 টাকা
——————————————————————–