Math Practice MCQ Set – 44 | পুলিশ/WBCS/রেল ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৪
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব – ৪৪ । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি ।
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : স্থির জলে একজন সাঁতারু 1 ঘন্টায় 6 কিমি যায় । কিন্তু একই দূরত্ব অনুকূলের চেয়ে স্রোতের প্রতিকূলে যেতে তার তিনগুন সময় লাগে । তবে স্রোতের বেগ কত ?
[a] 4
[b] 5
[c] 3
[d] 2
———————————————————————–
2.প্রশ্ন : 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 420 টি কয়েন আছে । তাদের মূল্যের অনুপাত 4 : 6 : 10 হলে, 1 টাকার কয়েন কতগুলো আছে ?
[a] 90
[b] 100
[c] 30
[d] 20
———————————————————————–
3.প্রশ্ন : দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 45% তবে বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটির অনুপাত কত ?
[a] 20 : 9
[b] 9 : 20
[c] 29 : 11
[d] 11 : 29
———————————————————————–
4.প্রশ্ন : যদি P = (x^2 – 36)/(x^2 – 49) এবং Q = (x+6)/(x+7) হলে P/Q = ?
[a] (x-6)/(x-7)
[b] (x-6)/(x+7)
[c] (x-7)/(x+6)
[d] (x+6)/(x-7)
———————————————————————–
5. প্রশ্ন : এক দোকানদার একটি দ্রব্যের ধার্য্যমূল্য 160 টাকা রেখে, 15% ছাড়ে বিক্রি করে । এছাড়াও সে 10 টাকার একটি গিফট দেয় তারপরেও সে যদি 12 1/2% লাভ করে তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[a] 102
[b] 122
[c] 112
[d] 132
———————————————————————–
6.প্রশ্ন : একটি তারকে বেঁকিয়ে একটি বৃত্ত তৈরি করা হলো যার ব্যাসার্ধ 21 সেমি । এই তার দিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হলে তবে ক্ষেত্রফল কত হবে ?
[a] 1089 বর্গসেমি
[b] 1122 বর্গসেমি
[c] 1322 বর্গসেমি
[d] 2401 বর্গসেমি
———————————————————————–
7. প্রশ্ন : যদি x + 1/x = 2 হয় তবে x^19 + 1/x^17 = ?
[a] 0
[b] -1
[c] 2
[d] 1
———————————————————————–
8.প্রশ্ন : x+y+z = 6, xy+yz+zx= 11 হলে x^3 + y^3 + z^3 – 3xyz = ?
[a] 18
[b] 54
[c] 36
[d] 66
———————————————————————-
9.প্রশ্ন : যদি x + y = 8 হয় তবে x^3 + y^3 + 24xy = ?
[a] 40
[b] 512
[c] 64
[d] 4096
———————————————————————
10.প্রশ্ন : রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 90 সেমি ও 120 সেমি হলে, উচ্চতা কত ?
[a] 144 সেমি
[b] 136 সেমি
[c] 129 সেমি
[d] 72 সেমি
——————————————————————–
11.প্রশ্ন : 1500 এর 40% এর 30% = ? হয়
[a] 250
[b] 180
[c] 275
[d] 210
——————————————————————–
12.প্রশ্ন : দুটি পাইপ A ও B ট্যাংকটি কে ভর্তি করতে পারে 12 ঘন্টায় ও 15 ঘন্টায় । C নামে আরো একটি পাইপ 20 ঘন্টায় পুরো ট্যাংকটি খালি করতে পারে । যদি তিনটে পাইপ একসাথে খুলে দেওয়া হয় তবে ট্যাংকটি ভর্তি হতে কত সময় নেবে ?
[a] 8 ঘন্টা
[b] 12 ঘন্টা
[c] 6 ঘন্টা
[d] 10 ঘন্টা
——————————————————————–
13.প্রশ্ন : স্টপেজ বাদ দিয়ে একটি বাসের বেগ 60 কিমি/ঘন্টা এবং স্টপেজ ধরে বেগ 54 কিমি/ঘন্টা তবে প্রতি ঘন্টায় বাসটির স্টপেজ সময় কত মিনিট ?
[a] 6 মিনিট
[b] 8 মিনিট
[c] 10 মিনিট
[d] 12 মিনিট
——————————————————————–
14.প্রশ্ন : O হলো বৃত্তের কেন্দ্র। A, B, C পরিধির উপর অবস্থিত বিন্দু, কোণ AOB = 70° হলে কোণ ACB এর মান কত ?
[a] 140°
[b] 55°
[c] 125°
[d] 35°
——————————————————————–
15.প্রশ্ন : 0.022 এর সাথে কত গুন করলে 66 পাই ?
[a] 4000
[b] 3200
[c] 3000
[d] 3600
——————————————————————–