Math Practice MCQ Set – 43 | পুলিশ/WBCS/রেল ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৩
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব – ৪৩ । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি |
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. প্রশ্ন : যদি x + 3/x = 1 হয় তবে (x^2 +2x+3)/[x^2 ×(1-x)] = ?
[a] 2
[b] -1
[c] 1
[d] 0
———————————————————————-
2. প্রশ্ন : দুটি সংখ্যার যোগফল 80 । তাদের গসাগু ও লসাগু হল 4 এবং 364 তবে তাদের অনন্যকের যোগফল কত ?
[a] 5/91
[b] 19/140
[c] 80/361
[d] 56/91
———————————————————————-
3. প্রশ্ন : যদি x = (x^2 + 30)^1/3 – 3 হয় তবে (x^3 + 8x^2 + 27x) = ?
[a] 0
[b] 3
[c] 7
[d] 11
———————————————————————-
4. প্রশ্ন : রাধিকা তার বাইক 20% ও x% পরপর দুটি ছাড় দিয়ে বিক্রি করে । যদি ধার্য্যমূল্য 800 টাকা হয় এবং 560 টাকায় সে বিক্রি করে তবে x এর মান কত ?
[a] 8%
[b] 30%
[c] 12 1/2%
[d] 15%
———————————————————————-
5. প্রশ্ন : 8% সরল সুদে 18 মাস এবং 24 মাসের সুদের পার্থক্য 452 টাকা হলে, মূলধনের পরিমান কত ?
[a] 10500
[b] 14600
[c] 11300
[d] 13600
———————————————————————-
6. প্রশ্ন : k এর মান নির্নয় করো যদি A(3,4), B(5,k) ও C(4,-4) সমরৈখিক হয়
[a] k = 12
[b] k = 10
[c] k = -12
[d] k = -10
———————————————————————-
7. প্রশ্ন : 36000 টাকা বিলের উপর 30% ছাড় এবং 25% ও 5% পরপর দুটি ছাড়ের মধ্যে পার্থক্য কত ?
[a] 450
[b] 900
[c] 250
[d] 0
———————————————————————-
8. প্রশ্ন : যদি cos x/(1 – sin x)=0.6 হলে (1 + cos x + sin x)/(cos x) = ?
[a] 0.6
[b] 8/5
[c] 8/15
[d] 1.2
———————————————————————-
9. প্রশ্ন : এক ব্যক্তি 70 টি গল্পের বই কেনে । কিন্তু সে দেখলো আরো 564 টাকা দিলে সে আরো 8 টি বই পেতো এবং প্রতি বই পিছু গড় দাম 2 টাকা কম হতো তবে পূর্বে প্রতিটি বইয়ের গড় দাম কত ছিল ?
[a] 100
[b] 90
[c] 83
[d] 84
———————————————————————
10. প্রশ্ন : 7 এর প্রথম 30 টি গুনিতক এর গড় কত ?
[a] 94.8
[b] 99.6
[c] 104.4
[d] 108.5
——————————————————————–
11. প্রশ্ন : মান নির্নয় করো : √5/(5 – √5) যেখানে √5 = 2.236
[a] 0.809
[b] 0.89
[c] 0.089
[d] 0.807
——————————————————————–
12. প্রশ্ন : যদি x + 1/x = -2 হয় তবে x^631 + 1/x^(632) = ?
[a] -2
[b] -1
[c] 0
[d] 2
——————————————————————–
13. প্রশ্ন : কোনো সংখ্যার 170%, 66 র সাথে যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুন হয় তবে সংখ্যাটি কত ?
[a] 200
[b] 220
[c] 210
[d] 236
——————————————————————–
14.প্রশ্ন : মোহিত ও সুনীলের বর্তমান বয়সের অনুপাত 7 : 9 । মোহিত সুনীলের থেকে 4 বছরের ছোটো তবে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ?
[a] 5 : 6
[b] 4 : 5
[c] 6 : 7
[d] 5 : 7
———————————————————————-
15.প্রশ্ন : একটি মিশ্রনে চাল ও ডালের অনুপাত 3 : 2 । কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সেই জায়গায় একই পরিমান ডাল রাখলে মিশ্রনে চাল ও ডালের অনুপাত 1 : 1 হবে ?
[a] 1/3
[b] 1/6
[c] 1/4
[d] 2/5