Math Practice MCQ Set – 42 | পুলিশ/WBCS/রেল ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪২

 

Math Practice MCQ Set – 42 | পুলিশ/WBCS/রেল ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪২         

Math Practice MCQ Set


Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব – ৪২ । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি | 
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-





1. প্রশ্ন : √(0.0361x) = 1.9 হলে x এর মান কত ?

[a] 1000
[b] 10
[c] 1
[d] 100 

Ans: (d) 100

সমাধান :

01




———————————————————————-

2. প্রশ্ন : A ও B যদি 2x^2 + 7x – 4 = 0 এর বীজ হয় তাহলে যেই সমীকরণটির বীজ A^2 এবং B^2 হবে সেটি হলো –

[a] 4x^2 – 65x + 16 = 0 
[b] 4x^2 + 65x + 16 = 0
[c] 4x^2 – 65x – 16 = 0
[d] 4x^2 + 65x – 16 = 0
Ans: (a) 4x^2 – 65x + 16 = 0

সমাধান :

Screenshot 2022 09 23 092846


———————————————————————-

3. প্রশ্ন :  1330 টাকা দুই ব্যক্তির মধ্যে 12 : 23 অনুপাতে ভাগ করা হয় । ছোট ভাগটি যে পেয়েছে তার পরিমান হলো –

[a] 494 
[b] 488
[c] 444
[d] 456 
Ans: (d) 456

সমাধান :

03


———————————————————————-

4. প্রশ্ন :  দুটি সংখ্যা 5 : 4 অনুপাতে রয়েছে । যখন 3 এবং 4 যথাক্রমে সেই সংখ্যা দুটি থেকে বিয়োগ করা হয় তাদের অনুপাত 4 : 3 হয়ে যায় । মূল সংখ্যা দুটির যোগফল হল –

[a] 84
[b] 56
[c] 63 
[d] 72 

Ans: (c) 63

সমাধান :

04


———————————————————————-

5. প্রশ্ন :  একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হলো 4 : 5 : 6 এবং তার পরিসীমা হলো 105 মিটার । বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই বাহুটির লম্ব উচ্চতা কত ?

[a] 35√7/11
[b] 35√7/6
[c] 35√7/4 
[d] 35√7/3

Ans: (c) 35√7/4

সমাধান :

05


———————————————————————-

6. প্রশ্ন :  শ্যাম এবং গণেশ A বিন্দু থেকে 4.5 কিমি/ঘন্টা এবং 5 কিমি/ঘন্টা বেগে একই দিকে দৌড়তে থাকে । 7 ঘন্টা পর তাদের নিজেদের মধ্যে দুরত্ব কত হবে ? 

[a] 35 কিমি
[b] 3.5 কিমি 
[c] 6.35 কিমি
[d] 6.5 কিমি

Ans: (b) 3.5 km

সমাধান :

06


———————————————————————-

7. প্রশ্ন : এক ব্যক্তি 10% লাভে একটি জিনিস বিক্রি করেন । তিনি যদি ক্রয়মূল্য 40% বাড়ান এবং বিক্রয়মূল্য 40% বাড়ান হবে, নতুন লাভ কত হবে ?

[a] 6%
[b] 14%
[c] 10%
[d] 2.85%

Ans: (c) 10%

সমাধান :

07


———————————————————————-

8. প্রশ্ন : একটি বৃত্তের পরিধি একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান । বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 121 বর্গসেমি হলে বৃত্তের ক্ষেত্রফল কত ?
[a] 220 বর্গসেমি
[b] 110 বর্গসেমি
[c] 154 বর্গসেমি 
[d] 77 বর্গসেমি

Ans: (c) 154 বর্গসেম

সমাধান :

08


 

 
———————————————————————-

9. প্রশ্ন :  মান নির্নয় করো : 42 ÷ [ 12/3 – 1/2(2 1/2 – 1/3 – 1/6)]

[a] 14 
[b] 1
[c] 7
[d] 9

Ans: (a) 14

সমাধান :

09


———————————————————————

10. প্রশ্ন : একটি পুরুষ মহিলা মিলিত একটি গ্রুপের গড় বয়স 25 বছর । পুরুষদের গড় বয়স 26 বছর এবং মহিলাদের গড় বয়স 21 বছর হলে, ওই গ্রুপে কত শতাংশ পুরুষ রয়েছে ?

[a] 20%
[b] 40%
[c] 80% 
[d] 60%

Ans: (c) 80%

সমাধান :

10


——————————————————————–

11. প্রশ্ন : রজত একটি কাজ 16 দিনে এবং রাম একটি কাজ 20 দিনে শেষ করতে পারে । তারা একসাথে 4 দিন কাজ করার পর, রজত চলে যায় । আর কত দিনে রাম কাজটি শেষ করতে পারবে ?

[a] 16 দিন
[b] 13 দিন
[c] 12 দিন
[d] 11 দিন 

Ans: (d) 11 days

সমাধান :

11


——————————————————————–

12. প্রশ্ন :  A এবং B এর মূলধনের অনুপাত 5 : 4 এবং তাদের লাভের অনুপাত 3 : 4 । A যদি 6 মাসের জন্য বিনিয়োগ করে থাকে তবে B কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল ? 

[a] 8 মাস
[b] 9 মাস
[c] 10 মাস 
[d] 12 মাস

Ans: (c) 10 মাস

সমাধান :

12


——————————————————————–

13. প্রশ্ন :  7077 টাকা কে A, B এবং C এর মধ্যে ভাগ করা হক যাতে A : B = 4 : 3 এবং B : C = 6 : 7 হয়, C কত টাকা পাবে ?

[a] 2349 টাকা
[b] 2269 টাকা
[c] 2729 টাকা
[d] 2359 টাকা 

Ans: (d) 2359 টাকা

সমাধান :

13


——————————————————————–

14.প্রশ্ন :  কোনো একটি সংখ্যা কে 15, 20 এবং 35 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 8 ভাগশেষ থাকে। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো –

[a] 420
[b] 428 
[c] 328
[d] 337

Ans: (b) 428

সমাধান :

14




———————————————————————-

15.প্রশ্ন :  6 থেকে 50 এর মধ্যে যে সংখ্যা গুলি 5 দ্বারা বিভাজ্য, তাদের গড় কত ?

[a] 27.5 
[b] 30
[c] 28.5
[d] 22

Ans: (a) 27.5

সমাধান :

15


Leave a comment