The main features of cyclones || ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্যসমূহ

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The main features of cyclones || ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্যসমূহ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে The main features of cyclones || ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্যসমূহ ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই The main features of cyclones || ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্যসমূহ || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

The main features of cyclones || ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্যসমূহ

❏ ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্যসমূহ

(১) আঞ্চলিক বৈশিষ্ট্যঃ- ঘূর্ণবাত সাধারণত ক্রান্তীয় ও নাতিশীতোষ্ম মণ্ডলে উষ্ম সমুদ্রের উপরিভাগে গঠিত হয়।

(২) ঘূর্ণবাতের কেন্দ্রের প্রকৃতিঃ- বৃত্তাকার বা প্রায় উপবৃত্তাকার ঘূর্ণবাতের কেন্দ্রস্থল ঘূর্ণবাতের চক্ষু নামে পরিচিত।

(৩) ঘূর্ণবাতের শক্তিঃ- জলীয় বাষ্প ও অন্তর্নিহিত লীনতাপ ঘূর্ণবাত সৃষ্টিতে সাহায্য করে।

(৪) নিম্নচাপবিশিষ্ট বায়ুর বিদ্যমানতাঃ- ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপবিশিষ্ট বায়ুর সৃষ্টি হয়।

(৫) বায়ুর প্রকৃতিঃ- পার্শ্ববর্তী উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে ধাবিত হয়।

(৬) বায়ুর অভিমুখঃ- ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধে বাঁ দিকে ও দক্ষিণ গোলার্ধে ডানদিকে প্রবাহিত হয়।

(৭) বায়ুর গতিবেগঃ- ঘূর্ণবাতের সৃষ্টি হলে বায়ুর গতিবেগ সাধারণত ঘণ্টায় ৫০ কিমি থেকে ৫০০ কিমি পর্যন্ত হয়।

(৮) বায়ুর পরিবর্তনশীলতাঃ- সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নকে অনুসরণ করে বায়ুর অবস্থান ও গতিপথ পরিবর্তিত হয়।

(৯) দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপস্থিতিঃ- ঘূর্ণবাতের প্রভাবে আকাশে মেঘের সার ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সংঘটিত হয়।

(১০) স্থায়িত্বকালঃ- ঘূর্ণবাতের স্থায়িত্বকাল খুবই কম।



🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. বায়ুমণ্ডল কাকে বলে?

উওরঃ- ভুপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বলে বায়ুমণ্ডল।

  1. বায়ুমণ্ডলের উপাদানগুলি কী কী?

উওরঃ- বায়ুমণ্ডল হল গ্যাসীয় ও অ-গ্যাসীয় পদার্থের যৌগিক মিশ্রণ।

গ্যাসীয় উপাদানগুলি হল- নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন ও বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, যেমন- হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন প্রভৃতি।

অ-গ্যাসীয় উপাদানগুলি হল- জলীয় বাষ্প, ধূলিকণা, লবণকণা ও অতিক্ষুদ্র জৈবকণা।

  1. বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?

উওরঃ- ৭৮.০৮৪ ভাগ।

  1. বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ অক্সিজেন থাকে?

উওরঃ- ২০.৯৪৬ ভাগ।

  1. বায়ুমণ্ডলে শতকরা কতভাগ কার্বন ডাই অক্সাইড থাকে?

উওরঃ- ০.০৩ শতাংশ।

  1. বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন থাকে?

উওরঃ- ০.৯৩ শতাংশ।

  1. বায়ুমণ্ডলে প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কী?

উওরঃ- নাইট্রোজেন।

  1. ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম কী?

উওরঃ- ট্রপোপজ।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়?

উওরঃ- ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে।

  1. ক্ষুব্ধমণ্ডল কাকে বলে?

উওরঃ- ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭ কিমি উচ্চতা পর্যন্ত অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। ফলে এই অঞ্চলে ঝড়-ঝঞ্ঝা-বৃষ্টিপাত ইত্যাদি দেখা যায়। এই অঞ্চলকে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল বলে।

  1. এরোসল কী?

উওরঃ- এরোসল হল ক্ষুদ্রাকৃতি কঠিন কণা (সিলিকেট কণা, লবণ কণা প্রভৃতি) যাকে কেন্দ্র করে জলবিন্দুর সৃষ্টি হয়।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়?

উওরঃ- ট্রপোস্ফিয়ারে।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরকে, কেন শান্তমণ্ডল বলে?

উওরঃ- স্ট্র্যাটোস্ফিয়ার-কে। এই স্তরে আবহাওয়া শান্ত থাকার জন্য এই স্তরকে শান্তমণ্ডল বলে।

  1. রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কী কী ভাগে ভাগ করা যায়?

উওরঃ- দুই ভাগে। হোমোস্ফিয়ার ও হেটরোস্ফিয়ার।

  1. ট্রপোস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কী?

উওরঃ- স্ট্র্যাটোস্ফিয়ার।

  1. ওজোন গ্যাসের স্তর কোথায় দেখতে পাওয়া যায়?

উওরঃ- স্ট্রাটোস্ফিয়ার–এ।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরে সুমেরু ও কুমেরু প্রভা দেখা যায়?

উওরঃ- আয়নোস্ফিয়ার-এ।

  1. স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কী?

উওরঃ- মেসোস্ফিয়ার।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।