Madhamik Physics Questions Answers in Bengali | মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উওর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Madhamik Physics Questions Answers in Bengali | মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উওর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Madhamik Physics Questions Answers in Bengali | মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উওর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Madhamik Physics Questions Answers in Bengali | মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উওর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Madhamik Physics Questions Answers in Bengali | মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উওর

১. আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?

উত্তর: নাইট্রোজেন

২. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?

উত্তর: সমীভবন

৩. সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন

৪. সবচেয়ে ভারী মৌল?

উত্তর: ইউরেনিয়াম

৫. ইউরেনিয়ামের আনবিক ভর কত?

উত্তর: ২৩৮

৬. বায়ু একটি,

উত্তর: মিশ্র পদার্থ

৭. যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?

উত্তর: হিমাঙ্ক

৮. সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?

উত্তর: আনান সেপটিয়াম

৯. যৌগিক পদার্থ নয় কোনটি ?

উত্তর: বায়ু

১০. নিষ্ক্রিয় মৌল কোনটি ?

উত্তর: জেনন

১১. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?

উত্তর: জিপসাম

১২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়?

উত্তর: 0

১৩. চুলায় পানি দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?

উত্তর: ১০০

১৪. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?

উত্তর: অনু

১৫. পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ?

উত্তর: ইলেকট্রন

১৬. পরমানুতে কি সমান থাকে ?

উত্তর: ইলেকট্রন প্রােটনের সংখ্যা

১৭. নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?

উত্তর: ১
১৮. আইসােটনে কি সমান থাকে ?

উত্তর: নিউট্রন

১৯. আইসােবারে কি ভিন্ন থাকে ?

উত্তর: প্রােটন সংখ্যা

২০. আইসােবারে সমান থাকে কোনটি ?

উত্তর: ভর সংখ্যা

২১. বয়েলের সূত্রের একক কি কি?

উত্তর : উষ্ণতা ও ভর

২২. এক নটিক্যাল মাইল মানে কত ফুট?

উত্তর :৬০৮০ ফুট

২৩. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘ PVC ‘শব্দ টির অর্থ কি?

উত্তর :পলিভিনাইল ক্লোরাইড

২৪. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর :শূন্য।

২৫. কোন লােহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?

উত্তর :রট আয়রন

২৬. কোন মৌলের আইসােটোপ নেই?

উত্তর :সােডিয়াম

২৭. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না। বাড়ে?

উত্তর :কমে

২৮. তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?

উত্তর : ট্রাইটিয়াম

২৯. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?

উত্তর :স্থিতি শক্তি

৩০. হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি?

উত্তর : করানডাম

৩১. লােহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে?

উত্তর :গ্যালভানাইজেশন।

৩২. ডুবুড়ির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে?

উত্তর :হিলিয়াম

৩৩. কোন বর্ণের আলাের তরঙ্গ দৈর্ঘ্য কম?

উত্তর : বেগুনি।

৩৪. স্টিম ইঞ্জিনে তাপ শক্তি কিসে পরিণত হয়?

উত্তর :যান্ত্রিক শক্তিতে

৩৫. ডি এন এস বলতে কি বােঝায়?

উত্তর :ডােমেইন নেম সিস্টেম

৩৬. একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যাবহার করা হয়?

উত্তর :নরম লােহা।

৩৭. তিনটি প্রাথমিক রং কি কি?

উত্তর : লাল, নীল, সবুজ

৩৮. রেনে ডেকার্ট কেন বিখ্যাত?

উত্তর :জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়গের ফলে।

৩৯. অ্যানাটমির জনক কে?

উত্তর : আনদ্রিয়াস ভেসালিয়াস

৪০. খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়?

উঃ হামফ্রে ডেভিকে, সেফটি লাম্প আবিষ্কারের জন্য

৪১. আইসােটোপ কি?

উত্তর :যে সব পরমানুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসােটোপ বলে

৪২. ভর সংখ্যা কি?

উত্তর :নিউক্লিয়াসের প্রােটন ও নিউটন সংখ্যার সমষ্টি

৪৩. আয়ােডিন বেশি থাকে ?

উত্তর : সমুদ্রের মাছে

৪৪. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি ?

উত্তর : সিসমােগ্রাফ

৪৫. উড়ােজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ?

উত্তর : ট্যাকমিটার

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।