মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhamik History Resistance and Rebellion Questions Answers
- ‘হুল’ নামে পরিচিত ছিল কোন বিদ্রোহ?
উত্তর:- সাঁওতাল বিদ্রোহ
- বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর:- সন্ন্যাসী ও ফকির
- প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৮৬৫ খ্রিস্টাব্দে
- ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল লেখো।
উত্তর:- ইসলাম ধর্মের সংস্কার সাধন
- কে নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেছিলেন?
উত্তর:- বীরসা
- ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয়েছিল কটি স্তরে?
উত্তর:- তিনটি স্তরে
- নীল বিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়?
উত্তর:- চৌগাছা গ্রামে
- ‘দিকু’ শব্দের অর্থ লেখো
উত্তর:- বহিরাগত
- হান্টার কোন বিদ্রোহীদের ‘লাল প্রজাতন্ত্রী’ বলে অভিহিত করেছেন?
উত্তর:- ফরাজি
- ‘উলগুলান’ নামে পরিচিত ছিল কোন বিদ্রোহ?
উত্তর:- মুন্ডা বিদ্রোহ
- সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের?
উত্তর:- কোল বিদ্রোহের
- ‘খুৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল কাদের সমাজে?
উত্তর:- মুন্ডা সমাজে
- মেদিনীপুরে চূয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর:- রানি শিরোমণি
- কোন্ বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যোগদান করেছিল?
উত্তর:- চূয়াড় বিদ্রোহে
- বাঁশের কেল্লা তৈরি করেছিল কে?
উত্তর:- তিতুমীর
- পাবনার কৃষকবিদ্রোহ ঘটেছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৮৭০ খ্রিস্টাব্দে
- নীল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর:- রফিক মণ্ডল
- ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্তে প্রতিরোধ গড়ে তুলেছিল কারা?
উত্তর:- মুন্ডা জাতি
- সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৮৫৫ খ্রিস্টাব্দে
- বুধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর:- কোল বিদ্রোহ
- নীল কমিশন গঠিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৮৬০ খ্রিস্টাব্দে
- বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিল কে?
উত্তর:- তিতুমীর
- “উলগুলান’ শব্দের অর্থ লেখো।
উত্তর:- বিদ্রোহ
- তিতুমীরের প্রকৃত নাম লেখো।
উত্তর:- মির নিশার আলি
- কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিতি লাভ করেছিল?
উত্তর:- রানি শিরোমণি
- কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিল?
উত্তর:- লুই বোনার্ড
- কোল বিদ্রোহের দুজন নেতার নাম উল্লেখ করো।
উত্তর:- বুদ্ধুভগত, জোয়া ভগত
- ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ লেখো?
উত্তর:- পাহাড়ের প্রান্তদেশ
- ‘দিকু’ কাদের বলা হয়ে থাকে?
উত্তর:- বহিরাগত জমিদার ও মহাজনদের
- ‘ফরাজি’ শব্দটির অর্থ লেখো?
উত্তর:- ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
- ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- হাজি শরিয়উল্লাহ
- ‘লাল প্রজাতন্ত্রী’ কাদের বলা হয়ে থাকেউ?
উত্তর:- ফরাজিদের
- নীল বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো।
উত্তর:- দিগম্বর বিশ্বাস