মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhamik History Questions Answers
- ‘ইতিহাসের জনক’ কাকে বলা হয়ে থাকে?
উত্তর: হেরোডোটাসকে ‘ইতিহাসের জনক’ বলা হয়।
- ‘আধুনিক ইতিহাস তত্ত্বের জনক’ কাকে বলা হয়ে থাকে?
উত্তর: লিওপোল্ড ভন র্যাঙ্কে-কে ‘আধুনিক ইতিহাস তত্ত্বের জনক’ বলা হয়।
- ইতিহাস বিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলেছেন কে?
উত্তর: জি এম ট্রেভেলিয়ান ইতিহাসবিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন।
- কয়েকজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম উল্লেখ করো।
উত্তর: কয়েকজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম হলো- যদুনাথ সরকার, ড. তারাচাঁদ, রমেশচন্দ্র মজুমদার, বিশ্বেশ্বর প্রসাদ প্রমুখ।
- সাম্রাজ্যবাদী ইতিহাসচর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো।
উত্তর: সাম্রাজ্যবাদী ইতিহাসচর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম হলো- রুডিয়ার্ড কিপলিং, জেমস মিল, উইলিয়ম হান্টার, ভিনসেন্ট আর্থার স্মিথ প্রমুখ।
- কয়েকজন কেমব্রিজ ঐতিহাসিকের নাম উল্লেখ করো।
উত্তর: কয়েকজন কেমব্রিজ ঐতিহাসিক হলেন — জন গ্যালাহার, গর্ডন জনসন, অনিল শীল, ফ্রান্সিস রবিনসন প্রমুখ।
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
- কয়েকজন মার্কসবাদী ঐতিহাসিকের নাম উল্লেখ করো।
উত্তর: কয়েকজন মার্কসবাদী ঐতিহাসিক হলেন মরিস ডব, ক্রিস্টোফার হিল, রজনীপাম দত্ত, এস এন রায়, বিপানচন্দ্র, সুমিত সরকার প্রমুখ।
- ‘দ্য অ্যানালস্’ নামক বিখ্যাত পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
উত্তর: ‘দ্য অ্যানালস্’ পত্রিকাটি ১৯২৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
- বাংলায় ‘ইস্টবেঙ্গল ক্লাব’ কত খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: বাংলায় ১৯২০ খ্রিস্টাব্দে ‘ইস্টবেঙ্গল ক্লাব’ প্রতিষ্ঠিত হয়।
- প্রথম কে ‘স্পঞ্জ রসগোল্লা তৈরি করেছিলেন?
উত্তর: প্রথম ‘স্পঞ্জ রসগোল্লা’ তৈরি করেছিলেন নবীনচন্দ্র দাস।
- ‘রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার’ গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উত্তর: ‘রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার’ গ্রন্থটি রচনা করেছেন হরিপদ ভৌমিক।
- ‘আলু’ নামক সবজি প্রথম কাদের মাধ্যমে ভারতীয়দের খাদ্যতালিকায় স্থান পায়?
উত্তর: ‘আলু’ নামক সবজি প্রথম পোর্তুগিজদের মাধ্যমে ভারতীয়দের খাদ্যতালিকায় স্থান পায়।
- বাংলায় কীর্তনের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তর: বাংলায় কীর্তনের প্রবক্তা ছিলেন শ্রীচৈতন্যদেব।
- ‘কথাকলি’ নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন্ রাজ্য?
উত্তর: ‘কথাকলি’ নৃত্যশৈলীর উৎপত্তিস্থল হল কেরল রাজ্য।
- ‘কুচিপুড়ি’ নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন্ রাজ্য?
উত্তর: কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল হল অন্ধ্রপ্রদেশ রাজ্য।
- ভারতীয় উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার কাকে বলা হয়?
উত্তর: ভারতীয় উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার হলেন উৎপল দত্ত।
- উৎপল দত্তের কয়েকটি বিখ্যাত নাটকের নাম উল্লেখ করো।
উত্তর: উৎপল দত্তের কয়েকটি বিখ্যাত নাটকের নাম হল – টিনের তলোয়ার, কল্লোল, ফেরারী ফৌজ ইত্যাদি।
- প্রথম কোথায় চলচ্চিত্রের জন্ম হয়েছিল?
উত্তর: প্যারিসে চলচ্চিত্রের জন্ম হয়েছিল।
- প্রথম বাংলা চলচ্চিত্রের নাম উল্লেখ করো?
উত্তর: প্রথম বাংলা চলচ্চিত্রের নাম হলো বিল্বমঙ্গল।
- প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম উল্লেখ করো?
উত্তর: প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম হল জামাইষষ্ঠী (১৯৩১খ্রি)।
- ‘পথের পাঁচালী’ কত খ্রিস্টাব্দে মুক্তিলাভ করেছিল?
উত্তর: ‘পথের পাঁচালী’ ১৯৫৫ খ্রিস্টাব্দে মুক্তিলাভ করেছিল।
- ‘একেই বলে শুটিং’ – এটি কার রচনা?
উত্তর: ‘একেই বলে শুটিং’ এটি সত্যজিৎ রায়ের লেখা।
- চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর: চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা।
- ‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর: ‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর নেত্রী ছিলেন মেধা পাটেকর।
- কলকাতা মেডিক্যাল কলেজ কত খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: কলকাতা মেডিক্যাল কলেজ ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।