Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Madhamik History MCQ Questions Answers | মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Madhamik History MCQ Questions Answers | মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Madhamik History MCQ Questions Answers | মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Madhamik History MCQ Questions Answers | মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে –
ক) 1818 খ্রিস্টাব্দে
খ) 1858 খ্রিস্টাব্দে
গ) 1872 খ্রিস্টাব্দে
ঘ) 1875 খ্রিস্টাব্দে
উত্তর- 1872 খ্রিস্টাব্দে
- বিপিনচন্দ্র পাল লিখেছেন –
ক) সত্তর বৎসর
খ) জীবনস্মৃতি
গ) এ নেশন ইন মেকিং
ঘ) আনন্দমঠ
উত্তর – সত্তর বৎসর
- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –
ক) কালীপ্রসন্ন সিংহ
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ) রেভারেন্ড জেমস লং
উত্তর- রেভারেন্ড জেমস লং
- নববিধান সভা কে প্রতিষ্ঠা করেন –
ক) দয়ানন্দ সরস্বতী
খ) কেশবচন্দ্র সেন
গ) স্বামী বিবকানন্দ
ঘ) মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর- কেশবচন্দ্র সেন
- সতীদাহ প্রথা রদ হয়েছিল –
ক) রেগুলেশন XIV দ্বারা
খ) রেগুলেশন XV দ্বারা
গ) রেগুলেশন XVI দ্বারা
ঘ) রেগুলেশন XV II দ্বারা
উত্তর- রেগুলেশন XV II দ্বারা
- বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী – বিদ্রোহের উল্লেখ আছে সেটি হল –
ক) রাধারাণী
খ) কপালকুণ্ডলা
গ) দেবী চৌধুরানী
ঘ) দুর্গেশ নন্দিনী
উত্তর – দেবী চৌধুরানী
- সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন –
ক) লর্ড আমহার্স্ট
খ) লর্ড বেন্টিং
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড ক্যানিং
উত্তর- লর্ড ডালহৌসি
- 1857 সালের সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন –
ক) জন সিলি
খ) চার্লস রেকস
গ) ডিসরেলি
ঘ) দাদাভাই নওরোজি
উত্তর- ডিসরেলি
- জমিদার সভা প্রতিষ্ঠা করেন –
ক) নবগোপাল মিত্র
খ) অশ্বিনীকুমার দত্ত
গ) লর্ড লিটন
ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তর- দ্বারকানাথ ঠাকুর
- হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়
ক) 1867 খ্রিস্টাব্দে
খ) 1875 খ্রিস্টাব্দে
গ) 1876 খ্রিস্টাব্দে
ঘ) 1880 খ্রিস্টাব্দে
উত্তর- 1867 খ্রিস্টাব্দে
- ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয়
ক) 1880 খ্রিস্টাব্দে
খ) 1885 খ্রিস্টাব্দ
গ) 1890 খ্রিস্টাব্দে
ঘ) 1895 খ্রিস্টাব্দে
উত্তর- 1885 খ্রিস্টাব্দ
- জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন-
ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
খ) জগদীশচন্দ্র বসু
গ) রাসবিহারী ঘোষ
ঘ) রাধানাথ শিকদার
উত্তর- রাসবিহারী ঘোষ
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল-
ক) 1917 খ্রিস্টাব্দে
খ) 1920 খ্রিস্টাব্দে
গ) 1927 খ্রিস্টাব্দে
ঘ) 1929 খ্রিস্টাব্দে
উত্তর- 1920 খ্রিস্টাব্দে
- সােমপ্রকাশ একটি কী ধরনের পত্রিকা-
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা।
উত্তর :- (খ) সাপ্তাহিক পত্রিকা
- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন –
(ক) কালী প্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখােপাধ্যায়
(ঘ) রেভাঃ জেমস লঙ
উত্তর :- (খ) মাইকেল মধুসূদন দত্ত
- ভারতে ফুটবল খেলার প্রবর্তন কারা –
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) ওলন্দাজরা
(ঘ) পাের্তুগীজরা
উত্তর :- (ক) ইংরেজরা
- কোল বিদ্রোহ (১৮৩১-৩২) কোথায় অনুষ্ঠিত হয়েছিল-
(ক) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছােটনাগপুরে
(ঘ) রাচি-তে
উত্তর :- (গ) ছােটনাগপুরে
- সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন-
(ক) বিজয় কৃষ্ণ গােস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
(ঘ) রামমােহন রায়।
উত্তর:- (গ) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
- কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) শিবনাথ শাস্ত্রী।
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রামমােহন রায়
উত্তর:- (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
- ভারতমাতা চিত্রটি কে আঁকেন-
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নন্দলাল বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্রনাথ গােরা উপন্যাসটি লিখেছিলেন কত খ্রিস্টাব্দে –
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০১ খিস্টাব্দে
(গ) ১৯১০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯১০ খ্রিস্টাব্দে
- ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে –
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে –
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) সুরেন্দ্রনাথ সেন
(গ) বিনায়ক দামােদর সাভারকার
(ঘ) দাদাভাই নৌরজী
উত্তর:- (গ) বিনায়ক দামােদর সাভারকার
- জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন –
(ক) সতীশচন্দ্র মুখােপাধ্যায়
(খ) রাসবিহারী ঘােষ
(গ) সতীশচন্দ্র বসু
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর:- (খ) রাসবিহারী ঘােষ
- আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক-
(ক) বিদ্যাসাগর
(খ) রামমোহন রায়
(গ) মধুসূদন
(ঘ) ডিরােজিও
উত্তর:- (ক) বিদ্যাসাগর
- “হিন্দ স্বরাজ” নামক বইটি লিখেছিলেন-
(ক) রাসবিহারী ঘােষ
(খ) অরবিন্দ ঘােষ
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর:- (গ) মহাত্মা গান্ধী
- মিরাট ষড়যন্ত্র মামলায় মােট গ্রেফতারের সংখ্যা ছিল –
(ক) ২০ জন
(খ) ৩৩ জন
(গ) ৪০ জন
(ঘ) ৫০ জন
উত্তর :- (খ) ৩৩ জন
- সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী-
(ক) বেঙ্গল ভলান্টিয়ার্স।
(খ) গদর দল
(গ) অনুশীলন সমিতি
(ঘ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
উত্তর:- (ঘ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।