মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর সিন্ধুতীরে | Madhamik Bengali Sindhutire Questions Answers
- ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
উত্তর:- পদ্মাবতী
- ‘সিন্ধুতীরে’ নামক কাব্যাংশটি ‘পদ্মাবতী’ কাব্যের কোন্ খন্ড থেকে গৃহীত হয়েছে?
উত্তর:- পদ্মা সমুদ্র খন্ড
- “দিব্য পুরী সমুদ্র মাঝার।” – ‘দিব্য পুরী’ বলতে এখানে কী বুঝিয়েছেন?
উত্তর:- স্বর্গীয় নগরী
- “নাহি তথা দুঃখ ক্লেশ…।” – কোন স্থানে ‘দুঃখ ক্লেশ’ না থাকার কথা বলা হয়েছে?
উত্তর:- দিব্যপুরীতে
- “সখীগণ করি সঙ্গে…।” -কে সখীগণের সাথে সকালে উদ্যানে এসেছিল?
উত্তর:- সমুদ্রকন্যা পদ্মা
- “রূপে অতি রম্ভা জিনি…।” – ‘রম্ভা’ কাকে বলা হয়েছে?
উত্তর:- স্বর্গের এক অপ্সরা
- “বিস্মিত হইল বালা…।” – ‘বালা’ কাকে বলা হয়েছে?
উত্তর:- সমুদ্ররাজার কন্যা পদ্মা
- “বেথানিত হৈছে কেশ-বেশ।” – ‘বেথানিত’ অর্থের দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর:- আলুথালু
- “বাহুরক কন্যার জীবন।” – ‘বাহুরক’ শব্দের অর্থ উল্লেখ করো।
উত্তর:- ফিরে আসুক
- “বহু যত্নে চিকিৎসিতে” – চেতনা ফিরে পেল – কার চেতনা ফিরে এসেছিল?
উত্তর:- পঞ্চকন্যা
- পদ্মাবতী কাব্যটির রচনাকাল লেখো।
উত্তর : সপ্তদশ শতাব্দীতে
- সৈয়দ আলাওল কোন স্থানের কবি ছিলেন?
উত্তর : সৈয়দ আলাওল রোসাঙ্গ বা রাজসভার কবি ছিল।
- “অতি মনোহর দেশ…।” – এখানে কোন দেশের কথা বলা হয়েছে?
উত্তর : সমুদ্র রাজের দিব্য নগরীকে
- “তার পাশে রচির উদ্যান।” – কার পাশে উদ্যান রচিত হয়েছিল?
উত্তর : সমুদ্রতীরের দিব্যস্থানের পর্বতের পাশে উদ্যান রচিত হয়েছিল।
- “তথা ক্যানা থাকে সর্বক্ষণ।” – কন্যা কোথায় থাকার কথা বলা হয়েছে?
উত্তর : উদ্যানের মধ্যে নির্মিত মণি-মাণিক্য দ্বারা সাজানো সুউচ্চ প্রাসাদে কন্যা থাকার কথা বলা হয়েছে।
- “মধ্যেতে যে কন্যাখানি…।” – মাঝখানে থাকা কন্যা সম্পর্কে কবি বলেছেন?
উত্তর : মাঝখানে থাকা কন্যাটির সম্পর্কে কবি বলেছেন কন্যাটির রূপ সৌন্দর্য যেন স্বর্গের অপ্সরা রম্ভাকেও জয় করেছে।
- “অনুমান করে নিজ জিতে।” – কবিতায় সমুদ্রকন্যা কি অনুমান হয়েছিল?
উত্তর : দেবরাজ ইন্দ্রের অভিশাপের কারণে স্বর্গভ্রষ্ট হয়ে অথবা সমুদ্রের প্রবল উত্তালে নৌকা ভেঙে যাওয়ার কারণে কন্যার এই অবস্থা হয়েছে।
- “মোহিত পাইয়া…” – পদ্মাবতী কোন কারণে মর্ছিত হয়ে পড়েছিল?
উত্তর : প্রবল সামুদ্রিক বিপর্যয়ের কবলে পড়ে মর্ছিত হয়ে পড়েছিল।
- কতটা সময় ধরে সব সখীরা মিলে অচৈতন্য অবস্থায় থাকা পঞ্চকন্যার চিকিৎসা করেছিল?
উত্তর : চার দন্ড সময় ধরে।
- “পঞ্চকন্যা পাইলা চেতন।” – পঞ্চকন্যা কেমনভাবে চেতনা ফিরে পেয়েছিল?
উত্তর : সমুদ্র রাজ্যের কন্যা পদ্মা ও তার সখীরা মিলে চার দন্ড সময় ধরে বহু যত্নে তন্ত্র মন্ত্র ও মহৌষধি প্রয়োগের মাধ্যমে পদ্মাবতী সহ চারজন্ মর্ছিতা কন্যার চিকিৎসা করেন এবং যার ফলে তারা তাদের চেতনা ফিরে পায়।
- কার আদেশে কবি সৈয়দ আলাওল ‘পদ্মাবতী’ কাব্য অনুবাদ করেছিলেন?
উত্তর:- শ্রীযুক্ত মাগন ঠাকুরের আদেশে সৈয়দ আলাওল ‘পদ্মাবতী’ কাব্য অনুবাদ করেছিলেন