মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | Madhamik Bengali Question Answer

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | Madhamik Bengali Question Answer

1. “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।”- কোন কাজের কথা বলা হয়েছে?

উত্তর:- গল্পটা ছাপানো

2. হরিদা সপ্তাহে ক’দিন বহুরূপী সেজে পথে বের হন?

উত্তর:- দুইদিন

3. ‘ওড়া ভয়ে কাঠ হয়ে গেল’- ওড়া কারা?

উত্তর:- অমৃত ও ইসাব

4. ‘সেই মেয়েটির মৃত্যু হলো না’- কোন মেয়েটির কথা বলা হয়েছে কবিতায়?

উত্তর:- কবিতায় কথকের জন্য প্রতীক্ষারতা মেয়েটির

5. ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?

উত্তর:- অগ্নিবীণা

6. ‘আমাদের কথা কে বা জানে’- আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে?

উত্তর:- অসহায় লোকসাধারনের

7. কলেজ স্ট্রিটের দোকান থেকে লেখক শ্রীপান্থ যে পেনটি কিনেছিলেন, সেটি কী ধরনের পেন?

উত্তর:- পার্কার পেন

8. “অনেক ধরে ধরে টাইপ রাইটার লিখে গেছেন মাত্র একজন।” – তিনি কে?

উত্তর:- অন্নদাশঙ্কর

9. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”- এই উক্তিটি কার?

উত্তর:- কালিদাস

10. বাক্যমধ্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে?

উত্তর:- কারক।