মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর হারিয়ে যাওয়া কালি কলম | Madhamik Bengali Hariye Yaoya Kali Kalam Questions Answers
- “সবাই এখানে লেখক”। – ‘এখানে’ বলতে কী কথা বলা হয়েছে?
উত্তর:- সংবাদপত্রের আপিসকে
- “কিন্তু আমি ছাড়া কারও হাতে কলম নেই”। – এখানে ‘আমি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:- শ্রীপান্থ
- “আমরা কলম তৈরি করতাম” লেখক কি দিয়ে কলম তৈরি করেছিলেন?
উত্তর:- রোগা বাঁশের কঞ্চি দিয়ে
- “বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল”। – এখানে কী ফেলে দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর:- হোম টাস্ক করা কলাপাতার
- “তিন ত্রিফলা সিমুল ছালা”। – এখানে ‘ত্রিফলা’ বলতে কোন ফল গুলিকে বোঝানো হয়েছে?
উত্তর:- আমলকী, হরীতকী ও বয়ড়া
- “আমরা এত কিছু আয়োজন কোথায় পাব”। – এখানে কোন্ বিষয়ের জন্য আয়োজনের কথা বলা হয়েছে?
উত্তর:- কালি তৈরির
- “এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বইকী”! – এখানে কী হাত ছাড়া হওয়ার কথা বলেছেন?
উত্তর:- বাঁশের কঞ্চির কলম
- “আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম”, – এখানে কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?
উত্তর:- জুলিয়াস সিজার
- “তার ইংরেজি নাম ‘কুইল’।” – এখানে কোন জিনিসের ইংরেজি নাম হলো- কুইল?
উত্তর:- পালকের কলমের
- “উইলিয়াম জোন্স কিংবা কেরী সাহেবের স-মুনশি ছবিতে দেখা যায় যার সামনে …” – ছবিতে কি দেখা যায়?
উত্তর:- আদির দোয়াতে গোঁজা পালকের কলম দেখা যায়।
- কলমের দুনিয়ায় সত্তিকারের বিপ্লব ঘটাই – কোন জিনিসটির কথা এখানে বলা হয়েছে?
উত্তর:- ফাউন্টেন পেন
- ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছিলেন?
উত্তর:- লুইস এডসন ওয়াটারম্যান
- “আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরে ছিলাম”। – কোন জিনিসটিকে ‘জাদু পাইলট’ বলা হয়েছে?
উত্তর:- জাপানি ফাউন্টেন পেন
- “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে”। – লেখক শরৎদার কাছ থেকে কিসের নেশা পাওয়ার কথা বলেছেন?
উত্তর:- ফাউন্টেন পেন সংগ্রহের নেশা
- “সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি”। – এখানে কীসের কথা বলা হয়েছে?
উত্তর:- কলমের নিব
- “কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে”। – ‘তাদের’ বলতে কাদের কথা বলা হয়েছে?
উত্তর:- কলম গুলিকে
- ‘ক্যালিগ্রাফিস্ট’ – এর বাংলা কথাটি লেখো।
উত্তর:- লিপি কুশলী
- “বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত”। – এখানে কোন্ সময়ের কথা বলা হয়েছে?
উত্তর:- উনিশ শতকের কথা।
- “প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ”। – এখানে কোন বোতামের কথা উল্লিখিত হয়েছে?
উত্তর:- কম্পিউটার কিবোর্ড এর কথা উল্লিখিত হয়েছে।
- “তাই কেটে কাগজের মত সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম টাস্ক’ করতাম”। – হোম টাস্ক করার জন্য কি ব্যবহার করার কথা এখানে বলা হয়েছে?
উত্তর:- সাইজ মতো কলাপাতা কেটে।
- ‘ক’ অক্ষর গোমাংস বলতে এখানে কী বুঝিয়েছেন?
উত্তর:- অক্ষরজ্ঞানহীনতাকে বোঝানো হয়েছে।
- “লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো”। – এখানে কীসের কথা বলা হয়েছে?
উত্তর:- উনানে রান্না করা হাঁড়ির কালিকেই এখানে বোঝানো হয়েছে।
- সরস্বতী পুজোর সময় কোন্ কলম ব্যবহার করার কথা এখানে বলা হয়েছে?
উত্তর:- খাগের কলম।
- “কিন্তু সে সব ফাঁকি মাত্র”। – এখানে লেখক কোন্ বিষয়ের কথা বলেছেন?
উত্তর:- সেইসময় কোন কোন অফিসের টেবিলের ওপর সাজানো থাকত দোয়াত-কলম সেগুলি আসলে ছদ্মবেশী বলপেন।
- “জন্ম নিল ফাউন্টেন পেন”। – ফাউন্টেন পেনের উদ্ভাবন কিভাবে হয়েছিল?
উত্তর:- একজন ব্যবসায়ীর সঙ্গে ওয়াটারম্যান যখন চুক্তিপত্রে স্বাক্ষর করছিলেন, তখন কালির দোয়াত উল্টে গিয়ে চুক্তিপত্র বাতিল হয়ে গিয়েছিল। এরপরই ওয়াটারম্যান দোয়াত কলমের বিকল্প হিসাবে ফাউন্টেন পেনের উদ্ভাবন করেন।
- ‘দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা”। – কোন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর:- কলকাতার কলেজস্ট্রিটের একটি নামী দোকান থেকে ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথাই এখানে বলা হয়েছে।
- “ফাউন্টেন পেনের এক বিপদ..”। – কোন বিপদের কথা বলা হয়েছে?
উত্তর:- ফাউন্টেন পেনে লেখার সৌন্দর্যের নেশাগ্রস্ত হওয়ার বিপদকেই এখানে ইঙ্গিত করা হয়েছে।
- “তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা, তবে তা-ই হোক”। – লেখকের এমন কথা বলার কারণ লেখো?
উত্তর:- বর্তমান কালে বাঁশের পেন এবং নিব পেন ছেড়ে দিয়ে অনিচ্ছা সত্ত্বেও লেখককে বল-পেনের সামনে আত্মসমর্পণ করতে হয়েছে। লেখক এই প্রসঙ্গেই এমন কথা বলেছেন।