মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর অস্ত্রের বিরুদ্ধে গান | Madhamik Bengali Astrera Biruddhe Gana Questions Answers
- অস্ত্রের বিরুদ্ধে গান হল একটি ধরনের কবিতা?
উত্তর:- যুদ্ধ বিরোধী কবিতা
উত্তর:- পাতার পোশাক
- অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
- “আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি” – উদ্দীপ্ত লাইনটির দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর:- মানুষের সংবদ্ধ প্রতিরোধ
- কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর:- বর্মের সঙ্গে
- “মাথায় কত শকুন বা চিল” – মাথায় চিল বা শকুন ওড়া বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:- আদর্শ সমাজ যেন ভাগাড়ে পরিণতির পথে।
- “গান-বাঁধবে সহস্র উপায়ে” – কে গান বাঁধার কথা বলা হয়েছে?
উত্তর:- কোকিল
- “আদর গায়ে” কথাটির অর্থ উল্লেখ করো।
উত্তর:- অনাবৃত শরীরে
- ঋষি বালকের মাথায় কি গোঁজার কথা বলা হয়েছে?
উত্তর:- ময়ূর পালক
- “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতায় শেষ লাইনে কবি জয় গোস্বামী কোন স্থানে অস্ত্র রাখার কথা বলেছে?
উত্তর:- গানের দুটি পায়ে
- অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কবির নাম লেখো।
উত্তর:- জয় গোস্বামী
- “আমি এখন হাজার হাতে পায়ে / এগিয়ে আসি,” -হাজার হাতে পায়ে কথার অর্থটি বুঝিয়ে দাও।
উত্তর:- উক্ত লাইনটির অর্থ হলো মানুষ সংঘবদ্ধভাবে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এগিয়ে আসছে।
- “গানের বর্ম আজ পড়েছি গায়ে” – গানের বর্ম পরিধান করে কবি কী করতে চেয়েছেন?
উত্তর:- গানের বর্ম পরিধান করে কবি হিংসাকে পরাজিত করতে চেয়েছেন।
- “আঁকড়ে ধরে সে খরকুটো” -কবি খড়কুটোকে আঁকড়ে ধরে কি করতে চেয়েছেন?
উত্তর:- খড়কুটোকে অন্তিম অবলম্বন হিসেবে গ্রহণ করে তার রক্তাক্ত হৃদয়কে শুশ্রূষা করতে চেয়েছেন।
- “মাথায় কত শকুন বা চিল” – শকুন বা চিল বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:- সমাজ ও রাষ্ট্রের স্বার্থপর, অর্থলোভী অমানবিক মানুষদের এবং তাদের হিংসাত্মক আত্মকেন্দ্রিক মানসিকতা বা চিন্তাভাবনার প্রতীককে বোঝানো হয়েছে।
- “গান বাধবে সহস্র উপায়” – কার সহস্র উপায়ে গান বাঁধার কথা বলা হয়েছে?
উত্তর:- প্রেম যেমন গানের প্রতীক তেমনি ভালবাসার প্রতীক হিসেবে কোকিলটি সহস্র উপায়ে গান বাঁধবে।
- “আমার শুধু একটা কোকিল” – একটি কোকিল কি করবে বলে কবি বিশ্বাস করেন?
উত্তর:- কবি জয় গোস্বামীর বিশ্বাস একটি কোকিল হাজারো উপায়ে গান বাঁধবে এবং সমস্ত কলুষতাকে ধুয়ে দিয়ে যাবে।
- “বর্ম খুলে দেখো আদর গায়ে” – এখানে বর্ম বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:- এখানে বর্ম বলতে ক্ষমতার দম্ভ, অহংকার, মোহ প্রভৃতিকে বোঝানো হয়েছে; যা মানুষের মনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে।
- “গান দাঁড়ালো ঋষি বালক” – এই উক্তিটির দ্বারা ঋষি বালক এর তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর:- অসুর দমন করে বাঁশির সুরের মূর্ছনায় সুর প্রতিষ্ঠা করেছেন। এই আছিলায় শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক প্রসঙ্গেই এই উক্তিটি কবি করেছেন।
- “মাথায় গোজা ময়ূর পালক” – কার মাথায় ময়ূর পালক থাকার কথা বলা হয়েছে?
উত্তর:- শ্রীকৃষ্ণের মাথায়
- “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতায় অস্ত্রধারণ করার বিষয়ে কবি কি নির্দেশ করেছেন?
উত্তর:- যুদ্ধবাজ মানুষদের সুপথে ফিরিয়ে এনে তাদের অস্ত্রধারণ করা থেকে বিরত রাখতে চেয়েছেন।