Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি List Of Longest Rivers In India. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে List Of Longest Rivers In India || ভারতের দীর্ঘতম নদ-নদীর নামের তালিকা. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই List Of Longest Rivers In India || ভারতের দীর্ঘতম নদ-নদীর নামের তালিকা pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
List Of Longest Rivers In India || ভারতের দীর্ঘতম নদ-নদীর নামের তালিকা
❏ নাম: ব্রহ্মপুত্র
❏ দৈর্ঘ্য (কিমি): 2900 কিমি
❏ নাম: সিন্ধু
❏ দৈর্ঘ্য (কিমি): 2880 কিমি
❏ নাম: গঙ্গা
❏ দৈর্ঘ্য (কিমি): 2655 কিমি
❏ নাম: গোদাবরী
❏ দৈর্ঘ্য (কিমি): 1450 কিমি
❏ নাম: কৃষ্ণা
❏ দৈর্ঘ্য (কিমি): 1290 কিমি
❏ নাম: নর্মদা
❏ দৈর্ঘ্য (কিমি): 1290 কিমি
❏ নাম: মহানদী
❏ দৈর্ঘ্য (কিমি): 890 কিমি
❏ নাম: কাবেরী
❏ দৈর্ঘ্য (কিমি): 760 কিমি
🔶 পশ্চিমবঙ্গের নদনদী সংক্রান্ত প্রশ্নোত্তরঃ-
❏ মুর্শিদাবাদ জেলার সিবিয়ার কাছে (ধুলিয়ানের নিকট) গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে ভাগীরথী ও গঙ্গা। ১ টি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে মিশেছে।
❏ মাথাভাঙ্গা নদীর শাখা নদী হল ➧ ইচ্ছামতী ও চূর্ণী।
❏ কাঁসাই ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ ➧ হলদি নদী।
❏ দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ ➧ রূপনারায়ণ।
❏ বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ ➧ কুলা।
❏ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী ➧ তিস্তা।
❏ দক্ষিণবঙ্গের প্রধান নদী ➧ মাতলা, রায়মঙ্গল, গোসাবা, ইছামতী, কালিন্দী, ঠাকুরান, পিয়ালী, বিদ্যাধরী, সপ্তমুখী প্রভূতি।
❏ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জোয়ার-ভাটা হয়। সারা বছরই জল থাকে।
❏ দক্ষিণবঙ্গের নদীগুলির জল লবণাক্ত। সমুদ্রের জল প্রবেশ করার জন্য।
❏ ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করেছে। পূর্বভাগ বাগাড়ি ও পশ্চিমভাগ রায় নামে পরিচিত।
❏ দামোদর ও ভাগীরথীর মিলনস্থল ➧ (গড়চুমুক) হাওড়া দর্শনীয় স্থান।
❏ গঙ্গার পরিণত ব-দ্বীপ সমভূমির অংশ হল ➧ নদীয়া জেলা।
❏ অজয় নদীর তীরে কেঁদুলের মেলা বিখ্যাত।
❏ অজয়নদী বীরভূম ও বর্ধমানের সীমানা নির্ধারণ করেছে।
❏ বীরভূমে সিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত।
❏ গঙ্গানদী রাজমহল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।
❏ তিস্তা নদীর বামতীরের আর্দ্রভূমিকে ডুয়ার্স বলে।
❏ তিস্তা নদীর ডানতীরে তরাই অঞ্চল অবস্থিত।
❏ তিস্তা পূর্বদিকে দুরপিনদারা পর্বত (১৩৭২ মিটার) অবস্থিত।
❏ সুবর্ণরেখা নদী ছোটোনাগপুর মালভূমি থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে।
❏ মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে গঙ্গাবক্ষে কলকাতা বন্দরকে রক্ষার জন্য।
❏ বাঁকুড়া জেলার প্রধান নদী দামোদর।
❏ দার্জিলিংয়ের সেবকের কাছে তিস্তানদী সমভূমিতে প্রবেশ করেছে।
❏ দামোদর নদী বাঁকুড়া ও বর্ধমানের সীমানা নির্ধারক। বরাকর দামোদরের প্রধান উপনদী।
❏ কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে কালজানি নদী সীমানা নির্ধারণ করে।
❏ জলপাইগুড়ি ও অসমের মধ্যে সঙ্কোশ নদী সীমানা নির্ধারণ করে।
❏ সুন্দরবনের উল্লেখযোগ্য নদী ➧ বিদ্যাধরী, পিয়ালী, মাতলা,রায়মঙ্গল, কালিন্দী।
❏ দক্ষিণমুখী নদী (জলপাইগুড়ি জেলার) ➧ তিস্তা, তোর্সা, কালজানি, রায়ডাক, সঙ্কোশ, জলঢাকা।
❏ জর্দানদীর তীরে প্রাচীন জল্পেশ মন্দির বিখ্যাত (জলপাইগুড়ি)।
❏ দ্বারকেশ্বর নদী ➧ মেদিনীপুরে রূপনারায়ণ নাম নিয়েছে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here