বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি প্রশ্নোত্তর | Locomotion Organs and Locomotion Methods of Different Animals

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Locomotion Organs and Locomotion Methods of Different Animals. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি | Locomotion Organs and Locomotion Methods of Different Animals

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal



বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি প্রশ্নোত্তর | Locomotion Organs and Locomotion Methods of Different Animals

১. অ্যামিবার গমন অঙ্গের নাম লেখো?

উঃ- ক্ষণপদ।

২. অ্যামিবার গমন পদ্ধতির নাম লেখো ?

উঃ- অ্যামিবয়েড গতি।

৩. ইউগ্লিনা গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- ফ্লাজেলা।

৪. ইউগ্লিনা গমন পদ্ধতির নাম বলো?

উঃ- ফ্লাজেলার চলন।

৫. প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম বলো?



উঃ- সিলিয়া।

৬. প্যারামেসিয়ামের গমন পদ্ধতির নাম লেখো ?

উঃ- সিলিয়ারি চলন।

৭. হাইড্রার গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- কর্ষিকা।

৮. হাইড্রার গমন পদ্ধতির নাম লেখো ?

উঃ- লুপিং ও সামারসল্টিং।

৯. কেঁচোর গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- সিটি।

১০. কেঁচোর গমন পদ্ধতির নাম বলো?

উঃ- ক্রীপিং।

১১. আরশোলার গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- পা ও ডানা।

১২. আরশোলার গমন পদ্ধতির নাম লেখো ?

উঃ- ফ্লাইং ও ওয়ার্কিং।

১৩. শামুকের গমন অঙ্গের নাম বলো?

উঃ- মাংসল পদ।

১৪. শামুকের গমন পদ্ধতির নাম বলো?

উঃ- স্লিপিং।

১৫. তারা মাছের গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- নালিপদ।

১৬. তারা মাছের গমন পদ্ধতির নাম বলো?

উঃ- লুপিং।

১৭. মাছের গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- পাখনা।

১৮. মাছের গমন পদ্ধতির নাম লেখো ?

উঃ- সন্তরণ।

১৯. ব্যাঙের গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- পা।

২০. ব্যাঙের গমন পদ্ধতির নাম বলো?

উঃ- লিপিং, সুইমিং, ক্রলিং।

২১. টিকটিকির গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- পা।

২২. টিকটিকির গমন পদ্ধতির নাম বলো?

উঃ- ক্রলিং

২৩. পাখির গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- পা ও ডানা।

২৪. পাখির গমন পদ্ধতির নাম বলো?

উঃ- ফ্লায়িং ও ওয়ার্কিং।

২৫. মানুষের গমন অঙ্গের নাম লেখো ?

উঃ- পা ও হাত।

২৬. মানুষের গমন পদ্ধতির নাম লেখো ?

উঃ- ওয়ার্কিং, রানিং, সুইমিং, কলিং।







Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।