Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Locomotion Organs and Locomotion Methods of Different Animals. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি | Locomotion Organs and Locomotion Methods of Different Animals।
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি প্রশ্নোত্তর | Locomotion Organs and Locomotion Methods of Different Animals
১. অ্যামিবার গমন অঙ্গের নাম লেখো?
উঃ- ক্ষণপদ।
২. অ্যামিবার গমন পদ্ধতির নাম লেখো ?
উঃ- অ্যামিবয়েড গতি।
৩. ইউগ্লিনা গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- ফ্লাজেলা।
৪. ইউগ্লিনা গমন পদ্ধতির নাম বলো?
উঃ- ফ্লাজেলার চলন।
৫. প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম বলো?
উঃ- সিলিয়া।
৬. প্যারামেসিয়ামের গমন পদ্ধতির নাম লেখো ?
উঃ- সিলিয়ারি চলন।
৭. হাইড্রার গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- কর্ষিকা।
৮. হাইড্রার গমন পদ্ধতির নাম লেখো ?
উঃ- লুপিং ও সামারসল্টিং।
৯. কেঁচোর গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- সিটি।
১০. কেঁচোর গমন পদ্ধতির নাম বলো?
উঃ- ক্রীপিং।
১১. আরশোলার গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- পা ও ডানা।
১২. আরশোলার গমন পদ্ধতির নাম লেখো ?
উঃ- ফ্লাইং ও ওয়ার্কিং।
১৩. শামুকের গমন অঙ্গের নাম বলো?
উঃ- মাংসল পদ।
১৪. শামুকের গমন পদ্ধতির নাম বলো?
উঃ- স্লিপিং।
১৫. তারা মাছের গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- নালিপদ।
১৬. তারা মাছের গমন পদ্ধতির নাম বলো?
উঃ- লুপিং।
১৭. মাছের গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- পাখনা।
১৮. মাছের গমন পদ্ধতির নাম লেখো ?
উঃ- সন্তরণ।
১৯. ব্যাঙের গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- পা।
২০. ব্যাঙের গমন পদ্ধতির নাম বলো?
উঃ- লিপিং, সুইমিং, ক্রলিং।
২১. টিকটিকির গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- পা।
২২. টিকটিকির গমন পদ্ধতির নাম বলো?
উঃ- ক্রলিং
২৩. পাখির গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- পা ও ডানা।
২৪. পাখির গমন পদ্ধতির নাম বলো?
উঃ- ফ্লায়িং ও ওয়ার্কিং।
২৫. মানুষের গমন অঙ্গের নাম লেখো ?
উঃ- পা ও হাত।
২৬. মানুষের গমন পদ্ধতির নাম লেখো ?
উঃ- ওয়ার্কিং, রানিং, সুইমিং, কলিং।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।