পশ্চিমবঙ্গের অভয়ারন্যের তালিকা || List of sanctuaries in West Bengal || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি List of sanctuaries in West Bengal pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের অভয়ারন্যের তালিকা || List of sanctuaries in West Bengal || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এইপশ্চিমবঙ্গের অভয়ারন্যের তালিকা || List of sanctuaries in West Bengal || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পশ্চিমবঙ্গের অভয়ারন্যের তালিকা || List of sanctuaries in West Bengal || pdf

🔲 চাপরামারি বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾ জলপাইগুড়ি জেলায় অবস্থিত।

◾১৯৭৬ সালে বন্যপ্রাণ অভয়ারণ্যের তকমা পায়।

◾ গরুমারা জাতীয় উদ্যানের পাশে অবস্থিত।

◾এখানে এশীয় হাতি, বন্য বরাহ, সম্বর হরিণ, চিতাবাঘ ও বাংলা বাঘ দেখা যায়।

 
🔲 জোড়পোখরি বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾ দার্জিলিং জেলায় অবস্থিত।

◾১৯৮৫ সালে বন্যপ্রাণ অভয়ারণ্যের তকমা পায়।

◾হিমালয়ান স্যালামান্ডার (স্থানীয় নাম “গোরা”) সহ উচ্চ পার্বত্য অঞ্চলের প্রাণীদের দেখা যায়।

◾এই বনটি কৃত্রিমভাবে সাজানো ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

 🔲 নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য

◾দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত।

◾১৯৮২ সালে একটি আমবাগানকে নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্যের তকমা দেওয়া হয়।

◾সোনারপুরের কাছে গড়িয়া ক্যানিং রোডের পাশে অবস্থিত।

◾এই অভয়ারণ্যের বিভিন্ন ধরণের পাখি দেখা যায়।

 
🔲 বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾ বীরভূম জেলায় শান্তিনিকেতনের কাছে অবস্থিত।

◾১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।

◾এখানে চিত্রা হরিণ, বেজী, খরগোশ, বনবিড়াল, কাঠবিড়ালী, কৃষ্ণসার দেখা যায়।

 
🔲 বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾উত্তর ২৪ পরগনার বনগাঁতে অবস্থিত।

◾ অভয়ারণ্যটি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের নাম নামাঙ্কিত।

◾এখানে এক সময় অনেক চিত্রা হরিণ থাকলেও ২০০০ সালের বন্যায় এই হরিণদের অনেকাংশ মারা যায়।

 
🔲 বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾নদীয়া জেলায় অবস্থিত।

◾১৯৮০ সালে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়।

◾চিত্রা হরিণ, বেজী, খরগোশ, ঘড়িয়াল, ময়ূর ও বিভিন্ন ধরণের পাখি এখানে দেখা যায়।

 
🔲 মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾দার্জিলিং জেলায় অবস্থিত।

◾হিমালয়ের পাদদেশে তিস্তা ও মহানন্দা নদীর মাঝে অবস্থান।

◾১৯৪৯ সালে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়।

◾এখানে এশীয় হাতি, দেশি বন শুকর, সম্বর হরিণ, চিতাবাঘ, পাহাড়ি কালো ভাল্লুক ও বাঘ দেখা যায়।

 
🔲 রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত।

◾১৯৮১ সালে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়।

◾কিছু চিত্রা ও মায়া হরিণ রয়েছে।

 
🔲 রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জে অবস্থিত।

◾ ১৯৮৫ সালে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়।

◾এটি কুলিক পক্ষী অভয়ারণ্য নামেও পরিচিত কারণ এটি কুলিক নদীর তীরে অবস্থিত।

🔲 লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾ দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত।

◾বঙ্গোপসাগরের কাছে সপ্তমুখী নদীর মোহনায় অবস্থিত।

◾অভয়াৰণ্যটি সুন্দরবনের ব-দ্বীপের অংশবিশেষ।

◾এখানে চিত্রা হরিণ, জলপাইরঙা সামুদ্রিক কচ্ছপ, বনবিড়াল, লাল বাঁদর, নোনা জলের কুমির ইত্যাদি দেখা যায়।

 
🔲 সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾ দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত।

◾সুন্দরবনের সজনেখালি নামক স্থানে অবস্থিত।

◾ এখানে চিত্রা হরিণ, মেছো বিড়াল, লাল বান্দর, বাংলা বাঘ, দেশি বন শুকর, ভোঁদড়, গুই সাপ, লোনা জলের কুমির, জলপাইরঙা সাগর কাছিম, কেটো কচ্ছপ, এবং নানা প্রজাতির পাখি দেখা যায়।

🔲 সেঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾ দার্জিলিং জেলায় অবস্থিত।

◾ ১৯১৫ সালে এটি “শিকারপ্রাণী সংরক্ষিত কেন্দ্র” এবং ১৯৭৬ সালে সরকারিভাবে অভয়ারণ্য ঘোষিত হয়।

◾ এখানে বাংলা বাঘ, চিতাবাঘ, বন বিড়াল ও কালো ভাল্লুক, কাঠবিড়ালি, দেশি বনরুই, বন ছাগল, রাম কুত্তা, লালবাঁদর, আসামি বানর ও বিভিন্ন প্রজাতির পাখি ইত্যাদি দেখা যায়।

 
🔲 হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য

 
◾দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত।

◾বঙ্গোপসাগরের নিকটে মাতলা নদীর মুখে এর অবস্থান।

◾১৯৭৬ সালে সরকারিভাবে অভয়ারণ্য ঘোষিত হয়।

◾এখানে চিত্রা হরিণ, দেশি বন শুকর, লাল বাঁদর, নোনা জলের কুমির ও রয়েল বেঙ্গল বাঘ দেখা যায়।

List of sanctuaries in West Bengal Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- List of sanctuaries in West Bengal pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive



Download:- Click Here to Download

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. ভারতীয় অরণ্যে কত সংখ্যক প্রজাতির কাঠ পাওয়া যায় ?

উওরঃ- 5000 প্রজাতির।

  1. স্টেস, পম্পাস ও সাভানা তৃণভূমির কোনটি ভারতে উপস্থিত ?

উওরঃ- কোনটিই নয়।

  1. স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয় ?

উওরঃ- 1952 সালে।

  1. The Forest Survey of India কবে স্থাপিত হয় ?

উওরঃ- 1981 সালে।

  1. ICFRE এর সম্পূর্ণ নাম কি ?

উওরঃ- Indian Council of Forestry Res and Education.

  1. Center of Social Forestry অবস্থিত ?

উওরঃ- এলাহাবাদে।

  1. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?

উওরঃ- 13টি

  1. ভারতের গভীরতম বন্দর কোনটি ?

উওরঃ- পারাদ্বীপ বন্দর

  1. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ?

উওরঃ- মহারাষ্ট্রে (48 টি)।

  1. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ?

উওরঃ- জওহরলাল নেহেরু বন্দর।

  1. নিউম্যাঙ্গালাের বন্দর কোন উপকূলে অবস্থিত ?

উওরঃ- পশ্চিম উপকূলে।

  1. ‘ডলফিন নােজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ?

উওরঃ- বিশাখাপত্তনম বন্দর।

  1. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ?

উওরঃ- পেট্রোলিয়াম।

  1. National Shipping Board কবে গঠিত হয়

উওরঃ- 1958 সালে।

  1. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ?

উওরঃ- কোচিন।

  1. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ?

উওরঃ- পাের্টব্লেয়ার।

  1. ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ?

উওরঃ- 200 এর অধিক

  1. ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ?

উওরঃ- ইন্দিরা গাঁধী খাল প্রকল্প।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here