ভারতের উল্লেখযোগ্য গিরিপথ এর তালিকা || List of notable passes in India || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি List of notable passes in India pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের উল্লেখযোগ্য গিরিপথ এর তালিকা || List of notable passes in India || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতের উল্লেখযোগ্য গিরিপথ এর তালিকা || List of notable passes in India || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতের উল্লেখযোগ্য গিরিপথ এর তালিকা || List of notable passes in India || pdf

🔲 উত্তর ও পূর্ব হিমালয়ে অবস্থিত পাস

মূলত জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও‌ অরুনাচল প্রদেশেই ভারতবর্ষ এমনকি পৃথিবীর উচ্চতম পাস গুলো অবস্থিত। উত্তরে কাশ্মীর থেকে শুরু করে উত্তর-পূর্বে অরুনাচল প্রদেশ পর্যন্ত অবস্থিত এই পাস গুলো হল–

 
জম্মু কাশ্মীর

◾  বানিহাল পাস ➟ পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত এই পাসটি জম্মু ও কাশ্মীরের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। ভারতের দীর্ঘতম ‘পীরপাঞ্জাল’ রেলওয়ে টানেল(১১.২ কিমি দীর্ঘ) এখানেই অবস্থিত।

◾ খারদুংলা পাস ➟ কাশ্মীরের লাদাখ অঞ্চলে ১৮৩৮০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাসটি পৃথিবীর উচ্চতম মোটরগাড়ি চলাচল যোগ্য পাস। লাদাখের মুখ্য শহর লে এর সাথে নুব্রা ভ্যালির সংযোগ স্থাপন করে এই খারদুংলা পাস।

◾  জোজিলা পাস ➟ জাঁসকার রেঞ্জে অবস্থিত এই পাস জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের সাথে কার্গিল কে যুক্ত করেছে।

◾  তাংলাং‌ লা‌ পাস ➟ ১৭৪৮০ ফুট উচ্চতায় এই পাস লে-মানালি জাতীয় সড়কের ওপর অবস্থিত। যারা হিমাচল প্রদেশের মানালি শহর থেকে লাদাখের উদ্দেশ্যে যেতে চান তারা এই পাস হয়েই যেতে হয়।

◾  চাংলা পাস ➟ থ্রি ইডিয়টস সিনেমাতে নীল জলের প্যাংগং লেকের ছবি আমরা সবাই দেখেছি।‌ লে টাউন থেকে প্যাংগং লেক যেতে হলে এই পাস অতিক্রম করেই যেতে হবে। এর উচ্চতা ১৭৫৮৫ ফুট। এটি দ্বিতীয় উচ্চতম মোটরগাড়ি চলাচলের যোগ্য পাস।

হিমাচল প্রদেশ

◾  বারলা চা লা ➟ লে-মানালি হাইওয়েতে অবস্থিত এই পাসটি হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি অঞ্চলের সাথে কাশ্মীরের লাদাখ অঞ্চলকে যুক্ত করেছে। এর উচ্চতা ১৬০০০ ফুট। এখানেই চেনাব বা চন্দ্রভাগা নদীর উৎসস্থল।

◾  রোটাং পাস ➟ যারা সিমলা-কুলু-মানালি‌ বেড়াতে গেছে তারা রোটাং পাসের নাম শুনেই থাকবে। পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত এই‌ পাস হিমাচল‌ প্রদেশের কুলু ভ্যালির সঙ্গে স্পিতি ভ্যালিকে যুক্ত করেছে। এই পাসের‌ কাছেই অবস্থিত বিয়াস কুন্ড থেকে বিয়াস নদীর উৎপত্তি।‌ অত্যধিক তুষারপাতের কারণে বছরের বেশীরভাগ সময়ই এই পাস বন্ধ থাকে।

◾ শিপ কি লা ➟ হিমাচলের কিন্নর জেলায় অবস্থিত এই পাস মূলতঃ তিব্বতের সাথে ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। ভারত ও তিব্বতের মধ্যে যোগাযোগ স্থাপনের অন্যতম উপায় এই পাস।

◾  লামখা গা পাস ➟ ১৭৩২০ ফুট উচ্চতার এই পাস হিমাচলের কিন্নর জেলার সাথে উত্তরাখণ্ডের হারসিল কে যুক্ত করেছে।

সিকিম

◾  নাথুলা পাস ➟ পার্শ্ববর্তী রাজ্য সিকিমে অবস্থিত এই পাস প্রাচীনকালে চিন দেশের সাথে ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহৃত হতো। বিখ্যাত ‘সিল্ক রুট’ এই‌ পাস দিয়েই গেছে। ১৯৬২ এর ভারত-চীন যুদ্ধের পর এই পাস বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ভারত চীন সমঝোতার ফলে ২০০৬ সাল‌ থেকে এই পাস আবার খুলে দেওয়া হয়।

◾ জেলেপ লা পাস ➟ পূর্ব সিকিমে অবস্থিত এই পাস সিকিম ও ভূটানের মধ্যে যোগাযোগ স্থাপন করে।‌ তাই বানিজ্যিক দিক থেকে এর গুরুত্ব রয়েছে। ভূটানের চুম্বী ভ্যালি যেতেও একমাত্র ভরসা এই পাস। এই চুম্বী ভ্যালি থেকেই তোর্সা নদীর উৎপত্তি।

অরুনাচল প্রদেশ

◾  বমডিলা পাস ➟ তিব্বতের রাজধানী লাসা’র সাথে সমগ্র অরুনাচল প্রদেশেকে যুক্ত করেছে এই পাস। এই পাসের নাম অনুসারেই বমডিলা শহর, যা পশ্চিম কামেং জেলার সদর।

◾  বুমলা পাস ➟ ইন্দো-চীন সীমান্তে ১৫২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাস সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ পর্যটকরা অরুনাচল প্রদেশের তাওয়াং শহর থেকে বিশেষ অনুমতি নিয়ে এখানে যেতে পারেন।

◾ সেলা পাস ➟ অরুনাচল প্রদেশের পশ্চিম কামেং‌ জেলার সাথে তাওয়াং এর সংযোগ স্থাপন করেছে এই পাস। শীতকালে অত্যধিক তুষারপাতের কারণে এই পাস বেশীরভাগ সময়ই বন্ধ থাকে।

◾  ডিফু পাস ➟ ভারত-চীন-মায়ানমার সীমান্তে অবস্থিত এই পাস সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🔲 দক্ষিণ ভারতে অবস্থিত পাস

মূলত মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক আর কেরালা নিয়েই পশ্চিমঘাট পর্বতমালার ব্যাপ্তি। এই পশ্চিমঘাট পর্বত ছাড়াও দক্ষিণ ভারতে আরও কিছু ছোট ছোট পর্বতশ্রেণী রয়েছে। যেমন পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংযোগস্থলে অবস্থিত নীলগিরি, তার দক্ষিনে আন্নামালাই, তারও দক্ষিনে কার্ডামম্ হিলস্ ও নাগেরকয়েল হিলস্। দক্ষিণ ভারতের পাস গুলো মোটামুটি এই পাহাড় গুলোতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু সমুদ্রতল থেকে এই পাস গুলোর উচ্চতা হিমালয়ান পাস গুলো থেকে অনেকটাই কম। দাক্ষিণাত্যের উল্লেখযোগ্য পাস গুলোর মধ্যে রয়েছে

◾  থালঘাট পাস ➟ পশ্চিমঘাট পর্বতমালার সহাদ্রি রেঞ্জে অবস্থিত এই পাস মহারাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ শহর মুম্বাই ও‌ নাসিক কে যুক্ত করেছে।

◾  ভোরঘাট পাস ➟ মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র খান্ডালার কাছে অবস্থিত এই পাস মুম্বাই ও পুনে শহরকে যুক্ত করেছে। অগুনতি সুড়ঙ্গ দিয়ে তৈরি এই পাহাড়ী রাস্তা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

◾  পালঘাট গ্যাপ ➟ পশ্চিমঘাট পর্বতের একদম দক্ষিণ অংশে অবস্থিত এই পাস আনাইমালাই ও‌ নীলগিরি পর্বতকে যুক্ত করেছে। দাক্ষিণাত্যের দুই গুরুত্বপূর্ণ ‌শহর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও কেরালার পালাক্কড় কেও যুক্ত করেছে এই‌ পাস।

List of notable passes in India Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- List of notable passes in India pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download



🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম–

উত্তর :- লুনী ও মাহি।

২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম–

উত্তর :-  সিকিম।

৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত–

উত্তর :- ভানুগালু ( তুরষ্ক) ।

৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়–

উত্তর :- নীলগিরি পার্বত্য অঞ্চলে।

৫. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত–

উত্তর :- তামিলনাডু।

৬. খাদার কী–

উত্তর :- নবীন পলিমাটি।

৭. ভাঙ্গার কী —

উত্তর :-প্রাচীন পলিমাটি।

৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়–

উত্তর :-জেমু হিমবাহ।

৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি–

উত্তর :- ব্যবচ্ছিন্ন।

১০. কোন মেঘে বৃষ্টি হয়–

উত্তর :-নিম্বাস।

১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই–

উত্তর :- কলকাতা।

১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়–

উত্তর :-অয়ন বায়ু।

১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়–

উত্তর :-স্ট্র্যাটোকিউমুলাস।

১৪. টাইফুন কোথায় দেখা যায়–

উত্তর :- চিন ও জাপান উপকুলে।

১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়–

উত্তর :-পশ্চিম ভারতে।

১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়–

উত্তর :- ভারত ও বাংলাদেশ।

১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়–

উত্তর :-মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি–

উত্তর :- চিল্কা।

১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত–

উত্তর :-মনিপুরে।

২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত–

উত্তর :- রাজস্থান।

২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত–

উত্তর :- জম্বু ও কাশ্মীর।

২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত–

উত্তর :- তামিলনাডু।

২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি–

উত্তর :- ডাল।

২৪. পূর্ব রেল পথের সদর কোথায়–

উত্তর :- কলকাতা।

২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়–

উত্তর :- পাললিক শিলায়।

২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে–

উত্তর :- ধ্রিয়ান।

২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম–

উত্তর :- ইন্দিরা পয়েন্ট।

২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে–

উত্তর :- এিপুরা।

২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে–

উত্তর :- সুবর্ণরেখা।

৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়–

উত্তর :-গির অরণ্যে।(Gujarat)

৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত–

উত্তর :-হিমাচল প্রদেশ।

৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে–

উত্তর :- সিকিম।

৩৩. কালিকটের পরিবর্তিত নাম–

উত্তর :- কোঝিকোড়।

৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত–

উত্তর :- ডেকানট্র্যাপ।

৩৫. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম–

উত্তর :- নকরেক।

৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ —

উত্তর :- মহেন্দ্রগিরি।

৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে–

উত্তর :- সাসার।

৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি–

উত্তর :- কলসুবাই।

৩৯. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী–

উত্তর :-পূর্না।

৪০. ভারতে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোন রাজ্য আছে–

উত্তর :-মহারাষ্ট্রে।

৪১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন- রাত্রি সমান হয়–

উত্তর :- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম–

উত্তর :- আরাবল্লী।

৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র–

উত্তর :- ছত্তিশগড়ের ভিলাই।

৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম–

উত্তর :- গুজরাট।

৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম–

উত্তর :- হিরাক



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here