বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা || List of Famous Bengali Films And Directors

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি List of Famous Bengali Films And Directors. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা || List of Famous Bengali Films And Directors ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা || List of Famous Bengali Films And Directors || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা || List of Famous Bengali Films And Directors

❏ পথের পাঁচালী➨১৯৫৫➨সত্যজিৎ রায়

❏ কাবুলিওয়ালা➨১৯৫৬➨তপন সিনহা

❏ সাগর সঙ্গমে➨১৯৫৮➨দেবকী বোস

❏ অপুর সংসার➨১৯৫৯➨সত্যজিৎ রায়

❏ ভগিনী নিবেদিতা➨১৯৬১➨বিজয় বোস

❏ দাদা ঠাকুর➨১৯৬২➨সুধীর মুখার্জি

❏ চারুলতা➨১৯৬৪➨সত্যজিৎ রায়

❏ হাটে বাজারে➨১৯৬৭➨তপন সিনহা

❏ গুপি গাইন বাঘা বাইন➨১৯৬৮➨সত্যজিৎ রায়

❏ সীমাবদ্ধ➨১৯৭১➨সত্যজিৎ রায়

❏ কোরাস➨১৯৭৪➨মৃণাল সেন

❏ অকালের সন্ধানে➨১৯৮০➨মৃণাল সেন

❏ দখল➨১৯৮১➨গৌতম ঘোষ

❏ চোখ➨১৯৮২➨উৎপলেন্দু চক্রবর্তী

❏ বাগ বাহাদুর➨১৯৮৯➨বুদ্ধদেব দাশগুপ্ত

❏ আগন্তুক➨১৯৯১➨সত্যজিৎ রায়

❏ চরাচর➨১৯৯৩➨বুদ্ধদেব দাশগুপ্ত

❏ ১৯ শে এপ্রিল➨১৯৯৪➨ঋতুপর্ণ ঘোষ

❏ লাল দরজা➨১৯৯৬➨বুদ্ধদেব দাশগুপ্ত

❏ মন্দ মেয়ের উপাখ্যান➨২০০২➨বুদ্ধদেব দাশগুপ্ত

❏ কালপুরুষ➨২০০৫➨বুদ্ধদেব দাশগুপ্ত

❏ অন্তহীন➨২০০৮➨অনিরুদ্ধ রায় চৌধুরী



🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে কোন খাল যুক্ত করেছে ?

উত্তরঃ- পানামা খাল।

২. সবচেয়ে সরু দেশ কোনটি ?

উত্তরঃ- চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি)।

৩. পৃথিবীর সর্ব দক্ষিনের শহর কোনটি ?

উত্তরঃ- পুন্টা আরেনাস, চিলি।

৪. সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ?

উত্তরঃ- ইন্দোনেশিয়া (১৩,৫০০ টি)।

৫. ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ?

উত্তরঃ- প্রায় ৬,০০০ টি।

৬. সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ?

উত্তরঃ- সুইজারল্যান্ড।

৭. কোন দেশ আর্ন্তজাতিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেনি ?

উত্তরঃ- সুইজারল্যান্ড।

৮. সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ?

উত্তরঃ- ১০ সেপ্টেম্বর, ২০০২।

৯. বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ?

উত্তরঃ- চীন (পৃথিবীর মোট জনসংখ্যার ২৩%)।

১০. বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি ?

উত্তরঃ- নাউরু (আয়তন – ২১ বর্গ কিমি)।

১১. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?

উত্তরঃ- ভ্যাটিকান সিটি, (১০৮.৭ একর)।

১২. বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?

উত্তরঃ- যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কিমি, আলাস্কার ২৫৪৭ কিমি ছাড়াই)।

১৩. দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?

উত্তরঃ- আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কিমি)।

১৪. সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ?

উত্তরঃ- যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত
বছরে প্রায় ৫০ কোটি লোক অতিক্রম করে।

১৫. সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ?

উত্তরঃ- চীন এবং রাশিয়া (১৫ দেশের সাথে সীমান্ত)।

১৬.পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ?

উত্তরঃ- জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কিমি)।

১৭. কোন দেশের তিনটি রাজধানী ?

উত্তরঃ- দক্ষিণ আফ্রিকা।

১৮. দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ?

উত্তরঃ- প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন।

১৯. সৌর জগত সবূ প্রথম কে আবিস্কার করেন ?

উত্তরঃ- কোপারনিকাস (১৫৪০)।

২০. সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ?

উত্তরঃ- তেনজিং নরগে (১৯৫৩)।

২১. সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ?

উত্তরঃ- জুনকো তাবেই, (জাপান) ১৯৭৫ সালে।

২২. ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ?

উত্তরঃ- ভাস্কো দা গামা।

২৩. প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ?

উত্তরঃ- ফ্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস (১৬৬৮)।

২৪. ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ?

উত্তরঃ- ক্যাপ্টেন জন স্পেক (১৮৫৬)।

২৫.উত্তর মেরু কে আবিস্কার করেন ?

উত্তরঃ- রবার্ট পিয়েরে (১৯০৯)।

২৬. দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ?

উত্তরঃ- আমুন্ড সেন (১৯১২)।

২৭. আমেরিকা আবিস্কার করেন কে ?

উত্তরঃ- ইটালীর নাবিক কলম্বাস (১৪৯৮)।

২৮.পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ?

উত্তরঃ- কলম্বাস (১৪৯২)।

২৯. কে সর্ব প্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ?

উত্তরঃ- ম্যাগিলান (১৫১৯)।

৩০. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ?

উত্তরঃ- ম্যাগিলান।

৩২. গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ?

উত্তরঃ- এরিক দি রেড ভাইকিং (৯৮২ সালে)।

৩৩. অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ?

উত্তরঃ- উইলিয়াম জ্যাকসন (১৯০৬)।

৩৪. আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?

উত্তরঃ- রাশিয়া।

৩৫. হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ?

উত্তরঃ- চীন।

৩৬. বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?

উত্তরঃ- চাইনিজ মান্দারিন ভাষায়।

৩৭. ইসরাইল ও লেবাননের সীমান্ত রেখার নাম কী ?

উত্তরঃ- ব্লু লাইন।

৩৮. গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?

উত্তরঃ- প্রশান্ত মহাসাগরে।

৩৯. জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?

উত্তরঃ- হনসু।

৪০. পেরুর রাজধানী কোথায় অবস্থিত ?

উত্তরঃ- লিমা।

৪১. ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে ?

উত্তরঃ- 18721

৪২. অভিকর্ষ কি ?

উত্তরঃ- বস্তুর উপড় কেন্দ্রমুখী বল।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।