Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি List of different types of fears or phobias pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ভীতি বা ফোবিয়ার তালিকা || List of different types of fears or phobias || Pdf. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিভিন্ন ধরনের ভীতি বা ফোবিয়ার তালিকা || List of different types of fears or phobias || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
বিভিন্ন ধরনের ভীতি বা ফোবিয়ার তালিকা || List of different types of fears or phobias || pdf
🔲 বায়ু ভীতি ——————— এরোফোবিয়া
🔲 আগুন ভীতি ———————- পাইরোফোবিয়া
🔲 গাছ ভীতি —————— ডেনড্রোফোবিয়া
🔲 মানুষ ভীতি ——————— অ্যানথ্রোফোবিয়া
🔲 উচ্চতা ভীতি ———————- অ্যাক্রোফোবিয়া
🔲 আলো ভীতি ———————- ফোটোফোবিয়া
🔲 নদী ভীতি ———————- পোটামোফোবিয়া
🔲 জলভীতি ———————– হাইড্রোফোবিয়া
🔲 একাকীত্ব ভীতি ———————- মোনোফোবিয়া
🔲 ইনজেকশান ভীতি —————- ট্রাইপ্যানোফোবিয়া
🔲 পশু ভীতি ——————- জুফোবিয়া
🔲 রক্ত ভীতি ———————- হেমোফোবিয়া
🔲 শব্দ ভীতি ——————— অ্যাকাউস্টিকোফোবিয়া
🔲 বিড়াল ভীতি ——————— এলুরোফোবিয়া
🔲 কুকুর ভীতি ——————– সাইনোফোবিয়া
🔲 বিদ্যুত চমকানো ভীতি ——————- অ্যাস্ট্রাফোবিয়া
🔲 বন, জঙ্গল ও গাছপালার ভীতি ———————- হাইলোফোবিয়া
🔲 মৃত্যুর ভীতি ———————- নেক্রোফোবিয়া
🔲 তীব্র ভীতি ——————— ফোনোফোবিয়া
🔲 ভূত-এর ভীতি ——————— স্পেক্ট্রোফোবিয়া
🔲 সমুদ্রের ভীতি ——————— থ্যালাসোফোবিয়া
🔲 বিদেশি বা অচেনা লোকের ভীতি ——————– জেনোফোবিয়া
🔲 বন্য পশুর ভীতি ——————- এগ্রিজুফোবিয়া
🔲 ইঁদুরের ভীতি ——————– মুসোফোবিয়া
🔲 ট্রেন যাত্রা ভীতি ——————– সিডেরোড্রোমোফোবিয়া
🔲 রাস্তা পারাপারের ভীতি ——————- ড্রোমোফোবিয়া
🔲 উঁচু জায়গা ভীতি ——————– হিপসোফোবিয়া
🔲 অন্ধকার থেকে ভীতি ——————- অচলুফোবিয়া
🔲 তীক্ষ্ণ বা ধারালো বস্তুর ভীতি ——————– এচমোফোবিয়া
🔲 উড়ার ভীতি ——————– অ্যাভিওফোবিয়া
🔲 বাদুড় থেকে ভীতি ——————- চিরপ্তাফোবিয়া
🔲 অকৃতকার্য হওয়া ভীতি ——————- অটিচিফোবিয়া
🔲 কোনো স্থান বা দুঘটনার ভয় যেখানে পালানো বা সাহায্য করা অসম্ভব —————— অ্যাগোরাফোবিয়া
🔲 কম্পিউটার থেকে ভয় এবং নতুন টেকনোলজি মেলা থেকে ভীতি —————— সাইবারফোবিয়া
🔲 ডিসিশন নেওয়ার ভীতি —————– ডেসিডোফোবিয়া
🔲 কাজের ভয় ——————- এগোফোবিয়া
🔲 নিজেকে নিয়ে হাসাহাসি বা কৌতুক করা থেকে ভীতি ——————- গেলোটোফোবিয়া
🔲 জনসমক্ষে কথা বলার ভীতি ————— গ্লোসোফোবিয়া
“List of different types of fears or phobias Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- List of different types of fears or phobias pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্র থম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।
- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।
- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।
- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।
- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।
- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।
- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
- লর্ড মাউন্টব্যাটেনেরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনেরপর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।
- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।
- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।
- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।
24. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।
- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।
- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
- লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।
- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?
উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য আছে।
- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি।
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here