50+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর mcq (Life science questions answers mcq)

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Life science questions answers mcq. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর mcq (Life science questions answers mcq). নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর mcq (Life science questions answers mcq) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর mcq (Life science questions answers mcq)

1 ) নীচের কোন রোগ টি রক্তের মাধ্যমে সংক্রমিত হয় ?

a) AIDS

b) হাম

c) পলিও

d) আন্ত্রিক

Ans : AIDS

 2) প্রোটোপ্লাজমিও শ্বসনের শ্বসন বস্তু কনটি ?

a) ফ্যাট

b) শকরা

c) প্রোটিন

d) গ্লূকোজ

Ans : প্রোটিন

3) ভারতে কটি হটস্পট অঞ্চল আছে ?

a) একটি

b) দুটি

c) ছয়টি

d) চারটি

Ans : চারটি

4)  আসিড বৃষ্টির পি এইচ কত ?

a) ৩.৪-৪.৬

b) ৫.৬-৬.৫

c) ৬.৫-৭.৫

d) ২.৪-৩.২

Ans a) ৩.৪-৪.৬

5.   দেহের সবথেকে আয়তনে সমৃদ্ধ পেশী কোনটি ?

a) গ্যাসট্রীক নিমিয়ান

b) গ্লুটিয়াস ম্যাক্সিমাস

c) সারটেরিয়াল

d) বাইসেপ্স

Ans গ্লুটিয়াস ম্যাক্সিমাস

6.  হিমোগ্লোবিনে কি আছে ?

a) লোহ

b) তামা

c) পারদ

d) ম্যগ্ননেসিয়াম (Mg)

Ans : লোহ

7.  কোনটি তাতখোনিক পতিক্রিয়া নয় ?

a)  লালা নিরগমন

b)  পলকপাত

c)  ঘর্ম নির্গমন

d)  কোনটিই  নয়

Ans : c)  ঘর্ম নির্গমন

8.  ইলিয়াম কোথায় দেখা যায় ?

a)  পেক্টারাল গাডেল

b)  মধ্যকর্ণ

c)  ক্ষুদ্রান্ত

d)  পেলভিক গার্ডেল

Ans : c)  ক্ষুদ্রান্ত

9.  মানুষের দেহের সব থেকে ছোট অস্থি হোল ?

a)  ফিমার

b)  স্টেপিস

c)  মেলিয়াস

d)  হিউমেরাস

Ans:  b)  স্টেপিস

10.  এর মধ্যে নিউরন কোনটি ক্ষরণ করে না ?

a)  এপিনেফ্রিক  , নর এপিনেফ্রিক

b)  GABA

c)  আসিটাইল কলিন

d)  লেপটিন

Ans : a)  এপিনেফ্রিক  , নর এপিনেফ্রিক

11.  টায়ালিন উতসেচক টি পাওয়া যায় ?

a)  লালারসে

b)  পাকরসে

c)  পিত্তরসে

d)  অগ্ন্যাশয়

Ans : লালারসে

12.  Packed Cell Volume (P.C.V) কোন যন্ত্রের সাহায্যে নিণর্য় করা হয় ?

a)  হিমাটোক্রিট

b)  ডগলাস ব্যাগ

c)  ভিসকোমিটার

d)  স্টেথোস্কোপ

Ans : a)  হিমাটোক্রিট

13.  ক্লোরফিল বি এর রাসায়নিক সঙ্কেত ?

a)  C55H70O6N4Mg

b)  C35H32O5N4Mg

c)  C55H72O6N4Mg

d)  C54H70O6N4Mg

Ans : a)  C55H70O6N4Mg

14.  আনোক্সিজেনিক ব্যাকটেরিয়া ?

a)  রাইজোবিয়াম

b)  ই- কোলাই

c)  থাওব্যাসিলাস

d)  ক্লস্টিডিয়াম

Ans : রাইজোবিয়াম

15.  স্ত্রী এডিস মশা বাহিত রোগ ?

a)  ম্যালেরিয়া

b) জাপানি এঙ্কেফেলাইটিস

c)  ফাইলেরিয়া

d)  ডেঙ্গু

Ans : d)  ডেঙ্গু

16.  AIDS রোগের ভাইরাস HIV কোন ধরণের নিউক্লিক অ্যাসিড ধারণ করে ?

a)  RNA

b)  DNA

c)  RNA & DNA

d)  None of this

Ans : a)  RNA

17.  ফ্যাটের তাপন মূল্য কতো ?

a)  4.1

b)  9.3

c)  6.4

d)  12.3

Ans : b)  9.3

18.  মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগ স্থলে কোন কপাটিকা পওয়া যায় ?

a)  দ্বি পত্রক

b)  ত্রিপত্রক কপাটিকা

c)  অর্ধ চন্দ্র কপাটিকা

d)  থিবাসিয়ান  কপাটিকা

Ans : a)  দ্বি পত্রক

19.  STH এর অপর নাম ?

a)  গ্রোথ হরমোন

b)  আপাতকালিন হরমোন

c)  সক্রিয় হরমোন

d)  কোনটিই নয়

Ans : গ্রোথ হরমোন

20.  উদ্ভিদ প্রোটিন সংশ্লেষণ করে কি থেকে?

a)  স্টার্চ

b)  চিনি

c)  অ্যামাইনো অ্যাসিড

d)  ফ্যাটি অ্যাসিড

Ans :  অ্যামাইনো অ্যাসিড

21.  নিচের কোনটি কোষ বিভাজনের প্রক্রিয়া?

a)  হেটারোসিস

b)  ফিউশন

c)  মিয়োসিস

d)  এগুলি কোনোটিই নয়

Ans : মিয়োসিস

22.   নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটির উপস্থিতিতে  “Blue Baby Syndrome” দেখা যায় ?

a)  সালফেট

b)  ক্লোরাইড

c)  কার্বনেট

d)  নাইট্র্রেট

Ans : নাইট্র্রেট

23.  মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?

a)  লিভার

b)  অন্ত্র

c)  অগ্ন্যাশয়

d)  স্কিন

Ans : a)  লিভার

24.   মানুষের চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় ?

a)  রেটিনা

b)  আইরিশ

c)  কর্ণিয়া

d)  লেন্স

Ans : কর্ণিয়া

  1. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না ?

a)  হেপারিন

b)  হিমোগ্লোবিন

c)  ফাইব্রিন

d)  থার্মোপ্রাস্টিন

Ans : হেপারিন

  1. বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলােচনা করা হয় তাকে কি বলে ?

( a ) এন্টোমােলজি 

( b ) অরনিথােলজি 

( c ) এপিকালচার 

( d ) ম্যালাকোলজি 

উত্তর – ( a ) এন্টোমােলজি 

  1. শর্তাধীন প্রতিবর্তক্রিয়া কে আবিষ্কার করেন ?

( a ) প্যাভলভ 

( b ) ডারউইন 

( c ) দি ভিস 

( d ) কুভিয়ার

উত্তর – ( a ) প্যাভলভ 

  1. ব্যাকটেরিওফাজ আসলে কী ?

( a ) ব্যাকটেরিয়া 

( b ) ভাইরাস 

( c ) প্রােটোজোয়া 

( d ) রাসায়নিক পদার্থ 

উত্তর – ( b ) ভাইরাস 

  1. পৃথিবীতে মােট প্রােটিন অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কত ?

( a ) 64 টি

( b ) 20 টি 

( c ) 10 টি

( d ) 41 টি

উত্তর – ( b ) 20 টি 

  1. আইলেটস অব ল্যাঙ্গারন্যানস কোথায় অবস্থিত ?

( a ) পিটুইটারী 

( b ) বৃক্ক

( c ) অগ্নাশয় 

( d ) যকৃৎ 

উত্তর – ( c ) অগ্নাশয় 

  1. ‘ রেড ডাটা বুক ’ এ কোন তথ্য পাওয়া যায় ?

( a ) রঙিন মাছ 

( b ) রঙিন ফুল 

( c ) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি 

( d ) কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণি 

উত্তর – ( c ) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি 

32.  Azolla একটি জৈব সার — ইহা আসলে কী ?

( a ) ব্যাকটেরিয়া 

( b ) শৈবাল 

( c ) মস 

( d ) ফার্ণ

উত্তর – ( d ) ফার্ণ

  1. ‘ইকোলজি’ শব্দটি কে প্রবর্তন করেন ?

( a ) ট্যান্সলে 

( b ) হেকেল 

( c ) ওডাম 

( d ) করম্যান্ডি 

উত্তর  – ( b ) হেকেল 

  1. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু কোনটি ?

( a ) লাইসােজোম 

( b ) রাইবােজোম 

( c ) মাইটোকনড্রিয়া 

( d ) ER

উত্তর –  ( b ) রাইবােজোম 

  1. কোনটি RNA এর গঠনে পাওয়া যায় না ?

( a ) অ্যাডিনিন 

( b ) গুয়ানিন 

( c ) থাইমিন 

( d ) সাইটোসিন 

উত্তর – ( c ) থাইমিন 

  1. হিমােফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশী দেখা যায় কেন ?

( a ) X ক্রোমােজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য 

( b ) X ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

( c ) y ক্রোমােজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য 

( d ) y ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

উত্তর – ( b ) X ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

  1. উদ্ভিদের কোশপ্রাচীর কোন ধরনের পর্দা ?

( a ) অভেদ্য

( b ) ভেদ্য 

( c ) অর্ধভেদ্য 

( d ) প্রভেদক ভেদ্য 

উত্তর – ( b ) ভেদ্য 

  1. নীচের কোন উৎসেচকটি মুখবিবরে লালারসে পাওয়া যায় ?

( a ) পেপসিন 

( b ) লাইপেজ 

( c ) অ্যামাইলেজ 

( d ) টায়ালিন 

উত্তর – ( d ) টায়ালিন 

  1. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?

( a ) কানডােলে 

( b ) হাচিনসন 

( c ) লিনিয়াস

( d ) বেন্থাম হুকার 

উত্তর –  ( c ) লিনিয়াস

  1. আদিম পৃথিবীর বায়ুমন্ডলে কোন উপাদানটি ছিল না ?

( a ) NH2

( b ) CH4

( c ) H2

( d ) O2

উত্তর – ( d ) O2

  1. ‘যােগ্যতমের উদবর্তন’ কথাটি কে প্রবর্তন করেন ?

( a ) হুগাে দা ভ্রিস 

( b ) ল্যামার্ক 

( c ) স্পেনসার 

( d ) ডারউইন 

উত্তর – ( c ) স্পেনসার 

42.  AIDS কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায় ?

( a ) ELISA টেস্ট

( b ) VDRL টেস্ট

( c ) FTA – ABS টেস্ট

( d ) TPHA টেস্ট

উত্তর – ( a ) ELISA টেস্ট

  1. নীচের কোন পরীক্ষাটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয় ?

( a ) VDRL টেস্ট

( b ) TPHA টেস্ট 

( c ) অ্যামনিওসেনটেসিস টেস্ট 

( d ) র্যাপিড প্লাজমা রিজিন টেস্ট 

উত্তর – ( c ) অ্যামনিওসেনটেসিস টেস্ট 

  1. হটস্পট কী ?

( a ) উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

( b ) নিম্ন জীব বৈচিত্রযুক্ত

( c ) এনডেনজারড প্রজাতি যুক্ত অঞ্চল 

( d ) ভালনারেবল প্রজাতিযুক্ত অঞ্চল

উত্তর – ( a ) উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

  1. 24 শে ফেব্রুয়ারি কেন পালন করা হয় ?

( a ) শক্তি দিবস 

( b ) জাতীয় বিজ্ঞান দিবস 

( c ) বিশ্ব দিবস 

( d ) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস 

উত্তর – ( b ) জাতীয় বিজ্ঞান দিবস 

  1. BMR কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?

( a ) ভিসকোমিটার 

( b ) বেনেডিক্ট – রথ যন্ত্র

( c ) গ্যালভানােমিটার 

( d ) স্পাইরােমিটার

উত্তর – ( b ) বেনেডিক্ট – রথ যন্ত্র

  1. আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয় ?

( a ) চরক 

( b ) সুশ্রুত 

( c ) অ্যারিস্টটল 

( d ) ভেসালিয়াস

উত্তর – ( a ) চরক 

  1. দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কোন আইসােটোপ ব্যবহার করা হয় ?

( a ) C14

( b ) P32

( c ) S35

( d ) H3

উত্তর – ( b ) P32

  1. যে ধাতব কেলাসের জন্য ওল, কচু খেলে গলা কোটায় তার রাসায়নিক প্রকৃতি কী ?

( a ) ক্যালসিয়াম কার্বনেট

( b ) সিলিকা 

( c ) ক্যালসিয়াম অক্সালেট 

( d ) সবগুলােই

উত্তর – ( c ) ক্যালসিয়াম অক্সালেট 

  1. উদ্ভিদের কোশপ্রাচীরের মুখ্য উপাদান কী ?

( a ) পেকটিন 

( b ) লিগনিন 

( c ) সেলুলােজ

( d ) কাইটিন

উত্তর – ( c ) সেলুলােজ

  1. ক্যান্সার সৃষ্টিকারী যে নিষ্ক্রিয় জিনটি মানব কোশে থাকে তার নাম কী ? 

( a ) প্রােটো অঙ্কোজিন 

( b ) অঙ্কোজিন 

( c ) ক্লাস্টোজিন 

( d ) কারসিনােজেন 

উত্তর – ( a ) প্রােটো অঙ্কোজিন 

জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর mcq (Life science questions answers mcq) টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here