300+ Life science important questions answers pdf (জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Life science important questions answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Life science important questions answers pdf (জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর). নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Life science important questions answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Life science important questions answers pdf (জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর) pdf

  1. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?

( a ) 77.17 ভাগ

( b ) 20.60 ভাগ

( c ) 0.03 ভাগ 

( d ) 0.80 ভাগ

উত্তর – ( b ) 20.60 ভাগ

  1. কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ?

( a ) Vit B 

( b ) Vit D 

( c ) Vit P 

( d ) Vit C 

উত্তর – ( b ) Vit D 

  1. ক্লোরােফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ?

( a ) Fe 

( b ) Cu 

( c ) Mg 

( d ) Mn

উত্তর – ( c ) Mg 

  1. বর্ণালীর কোন রং – এ সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয় ?

( a ) লাল ও নীল 

( b ) নীল ও বেগুনী 

( c ) হলুদ ও নীল 

( d ) লাল ও হলুদ

উত্তর – ( a ) লাল ও নীল 

  1. কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয় ?

( a ) ভিটামিন A 

( b ) ভিটামিন D 

( c ) ভিটামিন E 



( d ) ভিটামিন C

উত্তর – ( d ) ভিটামিন C

  1. সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ? 

( a ) A 

( b ) O 

( c ) B 

( d ) AB 

উত্তর – ( b ) O 

  1. লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন ? 

( a ) নিকটিন্যাস্টি 

( b ) হাইপােন্যাস্টি 

( c ) সিসমেন্যাস্টি 

( d ) কেমােন্যাস্টি

উত্তর – ( c ) সিসমেন্যাস্টি 

  1. দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে ?

( a ) Fe এবং ভিটামিন C 

( b ) Ca এবং ভিটামিন C 

( c ) ভিটামিন A এবং Ca 

( d ) ভিটামিন A এবং Fe

উত্তর – ( a ) Fe এবং ভিটামিন C 

  1. নীচের কোন হরমােনটি লােকাল হরমােন ?

( a ) গ্যাস্টিন

( b ) হিস্টামিন 

( c ) ব্রাডিকাইনিন 

( d ) অক্সিটোসিন

উত্তর – ( d ) অক্সিটোসিন

  1. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস কোথায় অবস্থিত ?

( a ) বৃক্কে 

( b ) ট্রাকিয়ায় 

( c ) অগ্ন্যাশয়ে 

( d ) পাকস্থলিতে

উত্তর – ( c ) অগ্ন্যাশয়ে 

  1. সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণী কোনটি ?

( a ) আরকিওপটেরিক্স 

( b ) প্লাটিপাস 

( c ) পেরিপেটাস

( d ) অক্টোপাস

উত্তর – ( b ) প্লাটিপাস 

12 . কার চামড়ার নীচে পুরু ব্লাবারের স্তর থাকে ?

( a ) কচ্ছপের 

( b ) সাপের 

( c ) ব্যাঙের 

( d ) তিমির 

উত্তর – ( d ) তিমির 

13 . জরায়ুজ অঙ্কুরােদগম কোন উদ্ভিদে দেখা যায় ?

( a ) গরান গাছে 

( b ) মটর গাছে 

( c ) সুন্দরী গাছে 

( d ) ফণীমনসা গাছে

উত্তর – ( a ) গরান গাছে 

আরও পড়ুনঃ-

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

  1. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন ?

( a ) লুই পাস্তুর 

( b ) রােনাল্ড রস 

( c ) আলেকজান্ডার ফ্লেমিং 

( d ) এডওয়ার্ড জেনার

উত্তর – ( d ) এডওয়ার্ড জেনার

  1. ভাইরােলজির জনক কে ?

( a ) আইভানােওস্কি

( b ) বেইজিরিঙ্ক

( c ) এডওয়ার্ড জেনার

( d ) লুই পাস্তুর

উত্তর – ( b ) বেইজিরিঙ্ক

  1. ‘দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন’ কার লেখা গ্রন্থ ?

( a ) জ্যা ব্যাপিস্তে ল্যামার্ক 

( b ) হুগাে দ্যা ভিস 

( c ) চার্লস ডারউইন 

( d ) অ্যারিস্টটল 

উত্তর – ( c ) চার্লস ডারউইন 

  1. শ্বসনে মােট কত অণু ATP উৎপন্ন হয় ?

( a ) 15 অণু

( b ) 30 অণু

( c ) 8 অণু 

( d ) 38 অণু 

উত্তর – ( d ) 38 অণু 

18 . পিত্তরসে কোন উৎসেচকটি থাকে ?

( a ) অ্যামাইলেজ 

( b ) ট্রিপসিন 

( c ) লাইপেজ

( d ) কোন উৎসেচকই থাকে না 

উত্তর – ( d ) কোন উৎসেচকই থাকে না 

19 . উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় ?

( a ) ফ্লোয়েমের মাধ্যমে

( b ) জাইলেমের মাধ্যমে

( c ) কর্টেক্সের মাধ্যমে 

( d ) নালিকা বান্ডিলের মাধ্যমে

উত্তর – ( b ) জাইলেমের মাধ্যমে

20 . প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি ?

( a ) পা

( b ) ফ্লাজেলা 

( c ) সিলিয়া 

( d ) সিটা

উত্তর – ( c ) সিলিয়া 

21 . খাদ্যশৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কটি ?

( a ) 3 থেকে 5 এর মধ্যে

( b ) 7 থেকে 10 এর মধ্যে 

( c ) 11 থেকে 13 এর মধ্যে 

( d ) 14 থেকে 16 এর মধ্যে 

উত্তর – ( a ) 3 থেকে 5 এর মধ্যে

  1. কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?

( a ) ফুসফুস 

( b ) ত্বক 

( c ) অন্ত্র

( d ) বৃক্ক

উত্তর – ( d ) বৃক্ক

  1. মানুষের করােটি স্নায়ুর সংখ্যা কত ?

( a ) 12 জোড়া 

( b ) 10 জোড়া 

( c ) 31 জোড়া 

( d ) 22 জোড়া 

উত্তর – ( a ) 12 জোড়া 

24 . কোন হরমোন BMR বৃদ্ধি করে ?

( a ) ইনসুলিন 

( b ) অক্সিন 

( c ) থাইরক্সিন 

( d ) ইস্ট্রোজেন

উত্তর – ( c ) থাইরক্সিন 

25 . কোশবাদের প্রবর্তক কে ?

( a ) ওয়াটসন ও ক্লিক 

( b ) স্লেইডেন ও স্বােয়ান 

( c ) ড্যানিয়েল ও ড্যাভসন 

( d ) সিঙ্গার ও নিকলসন 

উত্তর – ( b ) স্লেইডেন ও স্বােয়ান 

  1. সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন ?

( a ) রবার্ট ব্রাউন 

( b ) রবাট হুক 

( c ) লিউয়েন হক 

( d ) স্বােয়ন

উত্তর – ( c ) লিউয়েন হক 

  1. বীজের সস্য নিউক্লিয়াসে ক্রোমােজোম সংখ্যা কত ?

( a ) n 

( b ) 2n

( c ) 3n

( d ) 4n

উত্তর – ( c ) 3n

  1. নিচের কোন উপাদানটি সজীব ?

( a ) ট্রাকিয়া

( b ) ট্রাকিড 

( C ) জাইলেম প্যারেনকাইমা 

( d ) জাইলেম তন্তু

উত্তর – ( b ) ট্রাকিড 

  1. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম লেখ।

( a ) যকৃৎ 

( b ) প্লীহা 

( c ) বৃক্ক 

( d ) প্যারােটিড গ্রন্থি 

উত্তর – ( b ) প্লীহা 

  1. ভারমিফর্ম অ্যাপেনডিক্স পৌষ্টিকনালীর কোন অংশে সংলগ্ন থাকে ?

( a ) মলাশয় 

( b ) সিকাম 

( c ) ডিওডিনাম 

( d ) জেজুনাম

উত্তর – ( b ) সিকাম 

  1. সবচেয়ে দীর্ঘ করােটীয় স্নায়ু কোনটি ? 

( a ) ভেগাস 

( b ) অপটিক 

( c ) ফেসিয়াল 

( d ) অডিটরি 

উত্তর – ( a ) ভেগাস

  1. ভূণমুকুলাবরণীতে কোন হরমােন পাওয়া যায় ? 

( a ) GA 

( b ) IAA 

( c ) কাইনিন 

( d ) ভারনালিন

উত্তর – ( b ) IAA

  1. কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় ?

( a ) ম্যাগনেসিয়াম 

( b ) লৌহ

( c ) ক্যালসিয়াম 

( d ) ফসফরাস 

উত্তর – ( b ) লৌহ

  1. ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ?

( a ) মাইটোকনড্রিয়া 

( b ) ক্রোমােটোফোর 

( c ) মেসােজোম 

( d ) ক্লোরােজোম

উত্তর – ( c ) মেসােজোম 

  1. মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে ?

( a ) বিটা ক্যারােটিন 

( b ) বিটা সায়ানিন 

( c ) 7 ডিহাইড্রোকোলেস্টেরল 

( d ) ক্যালসিফেরল 

উত্তর – ( c ) 7 ডিহাইড্রোকোলেস্টেরল 

  1. মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযােগস্থলে কোন কপাটিকা পাওয়া যায় ?

( a ) দ্বি – পত্ৰক কপাটিকা 

( b ) ত্রিপত্রক কপাটিকা 

( c ) অর্ধচন্দ্রকার কপাটিকা 

( d ) থেবাসিয়ান কপাটিকা 

উত্তর – ( a ) দ্বি – পত্ৰক কপাটিকা 

  1. মানুষের করােটির অস্থি সংখ্যা কত ?

( a ) 12 

( b ) 32 

( c ) 22 

( d ) 42 

উত্তর – ( c ) 22 

  1. একশৃঙ্গ গন্ডার নীচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয় ?

( a ) জলদাপাড়া

( b ) সজনেখালি 

( c ) সিল 

( d ) সুন্দরবন

উত্তর – ( a ) জলদাপাড়া

  1. হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয় ? 

( a ) মরফিন 

( b ) রেসারপিন 

( c ) ডাটুরিন

( d ) অ্যাট্রোপিন 

উত্তর – ( c ) ডাটুরিন

  1. নীচের কোনটি পশ্চাদ মস্তিষ্কে পাওয়া যায় না ? 

( a ) পনস 

( b ) টেকটাম

( c ) লঘু মস্তিষ্ক 

( d ) সুষুম্নশীর্ষক

উত্তর – ( c ) লঘু মস্তিষ্ক 

41.  উদ্ভিদের যে চলন উদ্দিপনা গতিপথ ও তিব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল-

A. ট্যাকটিক চলন     

B.  ট্রপিক চলন    

C.কেমোন্য্যাস্টিক চলন      

D.  থার্মোন্য্যাস্টিক চলন

Ans- A. ট্যাকটিক চলন  

42. সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা স্থির করে –

A.অনুকুল জিওট্রপিক    

B. প্রতিকূল জিওট্রপিক     

C. অনুকূল হাইড্রোট্রপিক      

D. কেমোন্যাস্টি

Ans- A. অনুকুল জিওট্রপিক

43. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি কোন ধরনের চলন স্থির করে – 

A.কোমোন্যাস্টি       

B.সিসমোন্যাস্টি       

C.ফোটোন্যাস্টি         

D.থামোন্যাস্টি

Ans- B.সিসমোন্যাস্টি

44. পদ্মফুল দিনের আলোয় ফোটে এবং সন্ধ্যা বেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হল- 

A.থার্মোন্যাস্টি     

B.কেমোন্যাস্টি     

C.ফটোন্যাস্টি     

D.সিসমোন্যাস্টি

Ans- C. ফটোন্যাস্টি

45. মানুষের গমন পদ্ধতিতে কি পদ্ধতি বলে-

 A.একপদ   

B.দ্বি পদ      

C.ত্রি পদ        

D. b&c

Ans- B. দ্বিপদ

46. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় –

 A. বীজ   

B. পাতা  

C. ফুল   

D. ছাল

Ans – D. ছাল

47. কোন হরমোন কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়-

A. অ্যাড্রিনালিন হরমোন   

B. গ্রোথ হরমোন  

C. গোনাডোট্রপিক হরমোন  

D.হোমিওস্ট্যাসিস হরমোন

Ans- A. অ্যাড্রিনালিন হরমোন

48. মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হল –

A. রেটিনা          

B. কর্নিয়া               

C.তারারন্ধ্র         

D.কোরয়েড

Ans- A. রেটিনা

49. মানুষের চোখের লেন্স এর আকৃতি হল

A. অবতল      

B.উত্তল       

C. দ্বি-উত্তল       

D. দ্বি- অবতল

Ans-B.  উত্তল

50. চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে-

A.পিউপিল     

B.রেটিনা      

C.সিলিয়ারি পেশি      

D.আইরিশ

Ans- C. সিলিয়ারি পেশি

51. নিচের কোন জেড়টি সঠিক তা স্থির করো –

A. কর্নিয়া অ্ক্ষিগোলককে নির্দিষ্ট আকার প্রদান করে       

B.আইরিশ অক্ষিগোলকের O2  এবং পুষ্টিসরবরাহ করে       

C রেটিনা- কর্নিয়াকে রক্ষা করে           

D.লেন্স উপযোজনে এর সাহায্য করে

Ans. (D)লেন্স উপযোজনে এর সাহায্য করে

  1. P.p- মতে শর্করার রক্তে গ্লুকোজের 
    স্বাভাবিক মাত্রা হলো-

A. 120gm/100ml  

B.135gm/100ml    

C.130gm/100ml     

D.125gm/100ml

Ans- B. 135gm/100ml 

53. হরমোন হল একটি-

A.উৎসেচক       

B.গ্রাহক     

C.ভৌত সমন্বয়কারী       

D.রাসায়নিক সমন্বয়কারী

Ans- (D) রাসায়নিক সমন্বয়কারী

54. ফাইটোহরমোন বলে কোন হরমোন কে-

A.উদ্ভিদ হরমোন      

B. প্রানী হরমোন     

C. A ও B দুটোই        

D. কোনটিই নই

Ans- A.উদ্ভিদ হরমোন

55. ডায়াবেটিস মেলিটাস  রোগটি হয় কিসের অভাবে –  

A. ভ্যাসোপ্রেসিন          

B. ইনসুলিন              

C.গ্লুকাগন        

D.  ADH

Ans- (B) ইনসুলিন

56. নারকেল জলে কোন হরমোন থাকে –

A. অক্সিন     

B. জিব্বেরেলিন     

C. সাইটোকাইন      

D. আড্রিনালিন

Ans- C. সাইটোকাইন

57. নিম্নলিখিত হরমোনের মধ্যে কোনটি উদ্ভিদের ব্যবহৃত কৃত্রিম হরমোন –

A. NAA       

B. IBA         

C. 2,4-D         

D.সবগুলো

Ans – D. সবগুলো

58. অ্যাড্রিনাল  গ্রন্থির মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হরমোনটি  সনাক্ত করো-

A.থাইরক্সিন         

B.ইনসুলিন         

C. অ্যাড্রিনালিন        

D.টেস্টোস্টেরন

Ans-C.অ্যাড্রিনালিন

59. নীচের কোন হরমোনটি ক্যাল্যেরি উৎপাদনে অংশগ্রহণ করে তা নির্ণয় করো-

 A. STH       

B. থাইরক্সিন     

C. ACTH       

D. GTH

Ans- A.STH

60. রাগ ,ভয় ইত্যাদি মানবিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে বেড়ে যায় তার শনাক্ত করো –  

A. STH           

B. ADH          

C. অ্যাড্রিনালিন          

D. থাইরক্সিন

Ans – C. অ্যাড্রিনালিন

61. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণ তা নির্ণয় করো-

A. ইনসুলিন হরমোনের অভাব    

B.থাইরক্সিন হরমোনের অভাব   

C.ADH এর প্রভাব   

D.ACTH এর অভাব

Ans- C. ADH এর প্রভাব

62. স্ত্রীদেহে পীতগ্রন্থির বৃদ্ধি ঘটায় যে হরমোন তা হলো-

A. LH           

B.TSH          

C.FSH           

D.LTH

Ans- A. LH

63. লিখিতগুলির মধ্যে কোনটি মানবদেহের স্টেরয়েডধর্মী হরমোন-

A. টেস্টোস্টেরন           

B. ইস্ট্রোজেন          

C. A&B Both         

D. অক্সিটোসিন

Ans- C. A&B Both

64.  থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি-

A. অক্সিটোসিন           

B. থাইরক্সিন           

C. টেস্টোস্টেরন        

D. ইস্ট্রোজেন

Ans- B. থাইরক্সিন

65. বামনত্ব হয় কোন হরমোনের কম ক্ষরনে-

A. STH        

B. ADH         

C. TSH        

D. ACTH

Ans- A. STH

66. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল-

A. নিউরোল্লিয়া                 

B.নিউরোন             

C.নিউরোসাইটন               

D. পেরিক্যারিয়ান

Ans- B.নিউরোন

67. দেহতাপমাত্রা নিয়ন্ত্রনকারী মস্তিস্কের অংশটি হল –

A. হাইপোথ্যালামাস         

B.  এপিথেলামাস              

C. মেটাথ্যালামাস        

D. থ্যালামাস

Ans- A. হাইপোথ্যালামাস

68. একটি মিশ্র স্নায়ুর উদাহরন হল –

A. ভেগাস            

B. অলফ্যাক্ক্তরি          

C.অপটিক           

D. অডিউইলোমেটর

Ans- A. ভেগাস

69. মানবমস্তিস্কের সর্ববৃহৎ অংশটি হল –

A. সেরিব্রাম         

B. সেরিবেলা           

C. পনস               

D. লঘুমস্তিষ্ক

Ans: A. সেরিব্রাম

70. মানুষের করোটিক স্নায়ু কত জোড়া-

A. 12জোড়া        

B.15 জোড়া       

C.24জোড়া       

D. 11জোড়া

Ans- A. 12জোড়া

71. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটি-

A.গুরুমস্তিষ্ক          

B.লঘুমস্তিষ্ক         

C.পনস্          

D.সেরিবেলাম

Ans- B. লঘুমস্তিষ্ক

72. পায়রার ডানার পালক এর সংখ্যা কত ?-

A. 23 টি            

B. 12 টি        

C. 14 টি        

D. 25 টি

Ans-A.23 টি

73. পায়রায় উন্নয়নে সাহায্যকারী পেশীকে কি বলে-

A.উন্নয়ন পেশি        

B.অবনমন পেশি         

C. A&B both       

D. কোনটি নয়

Ans- A. উন্নয়ন পেশি

74. মাছের গমনে সাহায্য করে-

A. ঐচ্ছিক পেশি            

B.ময়োটোম পেশি          

C.ভিসেরাল পেশি          

D.অনৈচ্ছিক পেশি

Ans- B. ময়োটোম পেশি

75. যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হল-

A.এক্সটেনসর পেশি            

B.অ্যাবডাক্টর পেলি          

C.অ্যাডাক্টর পেশি           

D.ফেক্সর পেশি

Ans-A.এক্সটেনসর পেশি

76 . কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ?

( a ) A 

( b ) C 

( c ) D 

( d ) E 

উত্তর – ( b ) C 

77 . রক্তে RBC এর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে ?

( a ) ওলিগােসাইথিমিয়া

( b ) পলিসাইথিমিয়া

( c ) অ্যানিমিয়া 

( d ) লিউকোপিনিয়া 

উত্তর – ( b ) পলিসাইথিমিয়া

  1. মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি ?

( a ) খাদ্যগ্রহণ 

( b ) আত্তীকরণ 

( c ) বহিঃস্করণ 

( d ) পরিপাক 

উত্তর – ( b ) আত্তীকরণ 

  1. মেপালােব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?

( a ) ভিটামিন B1

( b ) ভিটামিন B3

( c ) ভিটামিন B9

( d ) ভিটামিন B12

উত্তর – ( c ) ভিটামিন B9

  1. হাইপারমেট্রোপিয়া বা দূরবন্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স উত্তল ব্যবহার করা হয় ?

( a ) অবতল 

( b ) সমতল 

( c ) সম অবতল

( d ) উত্তল

উত্তর – ( d ) উত্তল

  1. DNA তে নাইট্রোজেন ক্ষারটি থাকে না ? 

( a ) অ্যাডিনিন 

( b ) সাইটোসিন

( c ) ইউরাসিল

( d ) থাইমিন 

উত্তর – ( c ) ইউরাসিল

  1. ‘ফিলজফিক জুওলজিক’ (Philosophical Zuljik) গ্রন্থের রচয়িতা কে ?

( a ) ল্যামার্ক 

( b ) মেন্ডেল

( c ) ডারউইন 

( d ) দি ব্রিস

উত্তর – ( a ) ল্যামার্ক 

83 . পায়রার বায়ুথলির সংখ্যা কটি ? 

( a ) 13

( b ) 7

( c ) 9 

( d) 11

উত্তর – ( c ) 9 

  1. কোন বিজ্ঞনী ড্রসােফিলা মাছিকে জিন তত্ত্বের ব্যবহার করেন ?

( a ) মেন্ডেল 

( b ) ওয়াটসন এবং ক্রিক 

( c ) মরগান 

( d ) দি ভিস 

উত্তর – ( b ) ওয়াটসন এবং ক্রিক 

  1. যক্ষ্মারােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি ?

( a ) Vibrio Cholerae 

( b ) Mycobacterium tuberculosis 

( c ) Salmonella typhii 

( d ) Mycobacterium leprae 

উত্তর – ( c ) Salmonella typhii 

  1. সালােকসংশ্লেষীয় একককে কী বলে ?

( a ) ক্লোরােফিল 

( b ) কোয়ান্টাজোম 

( c ) ক্লোরােসিস 

( d ) ক্যারােটিন 

উত্তর – ( b ) কোয়ান্টাজোম 

  1. কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরােসিস ঘটে ?

( a ) ক্যালসিয়াম 

( b ) পটাসিয়াম 

( c ) সােডিয়াম 

( d ) ম্যাগনেসিয়াম

উত্তর – ( d ) ম্যাগনেসিয়াম

88 . মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী ?

( a ) করবেট 

( b ) কাজীরাঙা 

( c ) ভরতপুর 

( d ) কানহা 

উত্তর – ( d ) কানহা 

89 . কোন প্রাণীর রক্তে হিমােসায়ানিন থাকে ?

( a ) মানুষের 

( b ) কুনােব্যাঙের 

( c ) আরশােলার 

( d ) চিংড়ির 

উত্তর  – ( b ) কুনােব্যাঙের 

90 . পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?

( a ) B12

( b ) B6

( C ) B9

( d ) B1

 উত্তর – ( a ) B12

  1. ফার্ণ গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায় ?

( a ) সাইট্রিক অ্যাসিড 

( b ) ম্যালিক অ্যাসিড 

( c ) অক্সালিক অ্যাসিড 

( d ) ফিউমারিক অ্যাসিড 

উত্তর  – ( b ) ম্যালিক অ্যাসিড 

  1. ঈষ্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে ? 

( a ) কোহল সন্ধান 

( b ) বিটাইরিক অ্যাসিড সন্ধান 

( c ) অ্যাসিটিক অ্যাসিড সন্ধান 

( d ) ল্যাকটিক অ্যাসিড সন্ধান 

উত্তর  – ( a ) কোহল সন্ধান 

93 . এক অণু গ্লুকোজের সম্পূর্ণ রূপে জারণ ঘটলে কত অণু ATP উৎপন্ন হয় ?

( a ) 30 অণু 

( b ) 38 অণু 

( c ) 8 অণু 

( d ) 36 অণু 

উত্তর – ( b ) 38 অণু 

  1. বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কী ?

( a ) Peteropus Giganteus 

( b ) Macaca Mulata 

( c ) Rana Tigrina 

( d ) Scoliodon Sorrakowah 

উত্তর – ( a ) Peteropus Giganteus 

95 . পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে ?

( a ) কাইম 

( b ) কাইল 

( c ) মল 

( d ) কোনটাই নয়

উত্তর – ( a ) কাইম 

  1. পাকস্থলির কোন কোশ থেকে HCI ক্ষরিত হয় ?

( a ) পেপটিক কোশ

( b ) আরজেনটাফিল কোশ 

( c ) অক্সিনটিক কোশ 

( d ) ডেল্টা কোশ 

উত্তর – ( c ) অক্সিনটিক কোশ 

  1. মানুষের কোন কোশটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম ? 

( a ) অরেখ পেশী 

( b ) হৃদপেশী 

( c ) স্নায়ুকোশ 

( d ) সরেখ পেশী 

উত্তর – ( d ) সরেখ পেশী 

  1. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে ?

( a ) ডিপ্লোজোম 

( b ) কোয়ান্টাজোম 

( c ) অক্সিজোম 

( d ) মাইক্রোজোম 

উত্তর – ( c ) অক্সিজোম 

  1. হেপাটাইটিস রােগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?

( a ) ক্ষুদ্রান্ত 

( b ) যকৃত 

( c ) পাকস্থলী 

( d ) অগ্নাশয় 

উত্তর – ( b ) যকৃত 

  1. কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে ?

( a ) মানুষ

( b ) কুকুর

( c ) পায়রা 

( d ) ব্যাঙ 

উত্তর – ( c ) পায়রা 

  1. কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত ? 

( a ) ত্বক 

( b ) স্পর্শেন্দ্রিয় 

( c ) চক্ষু 

( d ) নাসিকা 

উত্তর – ( b ) স্পর্শেন্দ্রিয় 

  1. কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে ‘ প্রকৃতির খেলা ’ বলে উপেক্ষা করেন ?

( a ) ডারউইন 

( b ) ল্যামার্ক 

( c ) মেন্ডেল 

( d ) হুগাে দি ভিস 

উত্তর – ( a ) ডারউইন 

  1. ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভূল বলে প্রমাণ করেন ?

( a ) ভাইসম্যান 

( b ) হুগাে দি ব্রিস 

( c ) মেন্ডেল 

( d ) ডারউইন 

উত্তর – ( a ) ভাইসম্যান 

  1. মেন্ডেলের একসংকর জননের জেনােটাইপিক অনুপাত কত ?

( a ) 1 : 3 

( b ) 1 : 2 : 1 

( c ) 1 : 1 : 2 

( d ) 3 : 1

উত্তর – ( b ) 1 : 2 : 1 

  1. রক্তের গ্লুকোজকে কোন হরমােন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে ?

( a ) গ্রুকাগন 

( b ) অ্যাড্রিনালিন 

( c ) ইনসুলিন 

( d ) থাইরক্সিন

উত্তর – ( c ) ইনসুলিন 

  1. মানুষের হৃদপিন্ডে অবস্থিত কপাটিকাগুলির কাজ কী ? 

( a ) দূষিত ও বিশুদ্ধ রক্ত মিশতে না দেওয়া 

( b ) রক্তের একমুখী পরিবহন করা 

( c ) রক্তের একমুখী পরিবহনে বাধা দেওয়া 

( d ) রক্তের প্রকোষ্ট সাময়িক সয় করা

উত্তর – ( b ) রক্তের একমুখী পরিবহন করা 

  1. নিচের কোনটি দ্বিশর্করার উদাহরণ ?

( a ) গ্লুকোজ 

( b ) ফুকটোজ 

( c ) সুক্রোজ 

( d ) শ্বেতসার 

উত্তর  – ( c ) সুক্রোজ 

  1. Rh ফ্যাক্টর আসলে কী ? 

( a ) ভাইরাস 

( b ) অ্যান্টিজেন 

( c ) অ্যান্টিবডি 

( d ) শর্করা 

উত্তর – ( b ) অ্যান্টিজেন 

  1. কুমিরের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ?

( a ) তিন

( b ) চার 

( c ) দুই 

( d ) কোনটাই নয় 

উত্তর – ( b ) চার 

  1. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ ?

( a ) কেঁচো 

( b ) চিংড়ি 

( c ) আরশােলা 

( d ) রুইমাছ

উত্তর – ( c ) আরশােলা 

  1. মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি ?

( a ) লালাগ্রন্থি 

( b ) পাকস্থলী 

( c ) যকৃৎ

( d ) ক্ষুদ্রান্ত্র

উত্তর – ( c ) যকৃৎ 

  1. একটি সংকর লম্বা মটরগাছের জিনােটাইপ কী হবে ? 

( a ) tt 

( b ) Tt 

( C ) Mt 

( d ) TT 

উত্তর – ( b ) Tt 

  1. একটি গ্লুকোজ অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত ? 

( a ) 4 টি 

( b ) 2 টি 

( c ) 6 টি 

( d ) 3 টি

উত্তর – ( c ) 6 টি 

  1. মাছের প্রণােদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমােনটির নাম কী ?

( a ) প্রােজেস্টেরণ 

( b ) ইস্ট্রোজেন 

( c ) টেস্টোস্টেরণ 

( d ) এন্ডােস্টেরণ 

উত্তর – ( a ) প্রােজেস্টেরণ 

  1. ‘রেনিন’ কোথা থেকে ক্ষরিত হরমােন ?

( a ) পিটুইটারীর অগ্রভাগ 

( b ) বৃক্ক 

( c ) অগ্নাশয় 

( d ) পিটুইটারীর পশ্চাদভাগ

উত্তর – ( b ) বৃক্ক 

  1. শালগাছ কোন ধরনের বৃক্ষ ?

( a ) পর্ণমােচী 

( b ) চিরহরিৎ 

( c ) ম্যানগ্রোভ 

( d ) কনিফার

উত্তর – ( a ) পর্ণমােচী 

  1. রুমিন্যান্ট পাকস্থলীযুক্ত প্রাণী কোনটি ?

( a ) কুকুর

( b ) মাছ 

( c ) গরু 

( d ) মানুষ

উত্তর – ( c ) গরু 

  1. DNA এর দ্বিতন্ত্রী গঠন কে বর্ণনা করেন ?

( a ) হরগােবিন্দ খােরানা 

( b ) ওয়াটসন এবং ক্রিক 

( c ) বিজ্ঞানী চারগাফ 

( d ) এফ জ্যাকব এবং জে.মনােড

উত্তর – ( b ) ওয়াটসন এবং ক্রিক 

  1. মানুষের কোন কোশটি বিভাজিত হয় ?

( a ) লােহিত রক্তকণিকা

( b ) অনুচক্রিকা

( c ) স্নায়ুকোশ

( d ) শ্বেতরক্ত কণিকা

উত্তর – ( d ) শ্বেতরক্ত কণিকা

  1. পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি ?

( a ) ইউরিয়া 

( b ) গ্লুকোজ 

( c ) মিথেন 

( d ) ইথেন

উত্তর – ( a ) ইউরিয়া 

  1. যে প্যারেনকাইমা কলায় বায়ুপূর্ণ থাকে , তাকে কী বলে ?

( a ) ক্লোরেনকাইমা 

( b ) এরেনকাইমা 

( c ) প্লেকটেনকাইমা 

( d ) পােসেনকাইমা 

উত্তর – ( b ) এরেনকাইমা 

  1. অ্যাসিটাইল কোলিন পাওয়া যায-

( a ) কুফার কোশে

( b ) গবলেট কোশে 

( c ) স্নায়ুকোশে 

( d ) নিউরােগ্লিয়া কোশে

উত্তর – ( c ) স্নায়ুকোশে 

  1. ফাইটোপথােরা কোন রােগের জীবাণু ? 

( a ) গমের মরিচা রােগ 

( b ) আলুর ধ্বসারােগ 

( c ) রাইগাছের আরগটিজম 

( d ) ধানের চেটে রােগ 

উত্তর – ( b ) আলুর ধ্বসারােগ 

  1. করােলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন ?

( a ) 1705 সালে

( b ) 1750 সালে

( c ) 1759 সালে

( d ) 1753 সালে 

উত্তর – ( d ) 1753 সালে 

  1. tt x Tt এই রূপ সংকরায়নকে কী বলে ?

( a ) ব্যাক ক্রস 

( b ) টেস্ট ক্রস

( c ) উভয় 

( d ) কোনটাই নয়

উত্তর – ( c ) উভয় 

  1. কোন হরমােনের প্রভাবে মহিলাদের রজঃস্রাব শুরু হয় ?

( a ) ইস্ট্রোজেন 

( b ) প্রােজেস্টেরন 

( c ) GTH 

( d ) রিলাক্সিন

উত্তর – ( c ) GTH 

  1. গােরুর অন্ত্রে কোন ব্যাকটেরিয়া সেলুলােজ পাচন করে ?

( a ) ই কোলাই 

( b ) ট্রাইকোডার্মা 

( c ) ল্যাকটোব্যাসিলাস 

( d ) ভিব্রিও কলেরি 

উত্তর – ( b ) ট্রাইকোডার্মা 

  1. মানুষের রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন ?

( a ) Vit – A

( b ) Vit – D

( c ) Vit – B 

( d ) Vit – K 

উত্তর – ( d ) Vit – K 

  1. Rh ফ্যাক্টর কে আবিষ্কার করেন ?

( a ) কার্ল ল্যান্ড স্টেইনার

( b ) কার্ল ল্যান্ড স্টেইনার ও উইনার 

( c ) উইনার 

( d ) হার্ভে 

উত্তর – ( b ) কার্ল ল্যান্ড স্টেইনার ও উইনার 

  1. থ্যালাসেমিয়া রােগের বাহক কে ?

( a ) পুরুষ 

( b ) পুরুষ – মহিলা উভয়ে 

( c ) মহিলা

( d ) সঠিক জানা যায়নি 

উত্তর – ( b ) পুরুষ – মহিলা উভয়ে 

  1. FSH এর পুরাে নাম কী ? 

( a ) ফিমেল স্টিমুলেটিং হরমােন 

( b ) ফলিকল স্টিমুলেটিং হরমােন 

( c ) ফিটাস স্টিমুলেটিং হরমােন 

( d ) ফ্যাট স্টিমুলেটিং হরমােন 

উত্তর – ( c ) ফিটাস স্টিমুলেটিং হরমােন 

  1. কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে ?

( a ) মানুষ

( b ) কুকুর

( c ) পায়রা 

( d ) ব্যাঙ 

উত্তর – ( c ) পায়রা 

  1. কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত ? 

( a ) ত্বক 

( b ) স্পর্শেন্দ্রিয় 

( c ) চক্ষু 

( d ) নাসিকা 

উত্তর – ( b ) স্পর্শেন্দ্রিয় 

  1. কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে ‘প্রকৃতির খেলা’ বলে উপেক্ষা করেন ?

( a ) ডারউইন 

( b ) ল্যামার্ক 

( c ) মেন্ডেল 

( d ) হুগাে দি ভিস 

উত্তর – ( a ) ডারউইন 

  1. ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভূল বলে প্রমাণ করেন ?

( a ) ভাইসম্যান 

( b ) হুগাে দি ব্রিস 

( c ) মেন্ডেল 

( d ) ডারউইন 

উত্তর – ( a ) ভাইসম্যান 

  1. মেন্ডেলের একসংকর জননের জেনােটাইপিক অনুপাত কত ?

( a ) 1 : 3 

( b ) 1 : 2 : 1 

( c ) 1 : 1 : 2 

( d ) 3 : 1

উত্তর – ( b ) 1 : 2 : 1 

  1. রক্তের গ্লুকোজকে কোন হরমােন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে ?

( a ) গ্রুকাগন 

( b ) অ্যাড্রিনালিন 

( c ) ইনসুলিন 

( d ) থাইরক্সিন

উত্তর – ( c ) ইনসুলিন 

  1. হাঁপানির ঔষধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার ?

( a ) কুইনাইন

( b ) রেসারপিন 

( c ) নিকোটিন 

( d ) ডাটুরিন 

উত্তর – ( d ) ডাটুরিন 

  1. নিচের কোনটি অসমাঙ্গ ফুল ?

( a ) ধুতুরা 

( b ) জবা 

( c ) কুমড়াে

( d ) মটর

উত্তর – ( d ) মটর

  1. বীজের অঙ্কুরােদগমের জন্য আদর্শ উয়তা কোনটি ?

( a ) 35° C – 50° C 

( b ) 40° C – 65° C 

( c ) 25° C – 35° C 

( d ) 15° C – 25° C 

উত্তর – ( c ) 25° C – 35° C 

  1. কুনােব্যাঙের মােট আঙুলের সংখ্যা কত ?

( a ) 20 

( b ) 18 

( c ) 8 

( d ) 10 

উত্তর – ( b ) 18 

  1. নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ ? 

( a ) মাছি 

( d ) মথ 

( c ) মৌমাছি 

( d ) মশা 

উত্তর – ( c ) মৌমাছি 

  1. মাছির লার্ভা দশাকে কি বলে ?

( a ) গুটিপােকা 

( b ) শুককীট 

( c ) শুয়ােপােকা 

( d ) ম্যাগট 

উত্তর – ( d ) ম্যাগট 

  1. কোন উদ্ভিদ গােষ্ঠীর কোশ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন ?

( a ) শৈবাল 

( b ) ছত্রাক 

( c ) ব্রায়ােফাইটা 

( d ) টেরিডােফাইটা

উত্তর –  ( b ) ছত্রাক 

  1. BHC আসলে কী ?

( a ) কীটনাশক 

( b ) আগাছানাশক 

( c ) ব্যাকটেরিয়া নাশক 

( d ) জৈব সার 

উত্তর – ( a ) কীটনাশক 

  1. বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয় ?

( a ) ইংরেজী 

( b ) গ্রীক

( c ) ল্যাতিন 

( d ) স্প্যানিশ 

উত্তর – ( c ) ল্যাতিন 

  1. আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাত প্রায় কত ?

( a ) 3 : 2 

( b ) 4 : 1 

( C ) 5 : 2 

( d ) 2 : 1

উত্তর – ( b ) 4 : 1 

  1. কোন বায়ুদূষক লােহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে ?

( a ) কার্বন মনােক্সাইড

( b ) ওজোন গ্যাস 

( c ) অ্যামােনিয়া 

( d ) ক্লোরিন গ্যাস 

উত্তর – ( a ) কার্বন মনােক্সাইড

149.  ABS বা অ্যালকালাইন বেঞিন সালফোনেট কোন ব্যবহার্য্য উপাদানে পাওয়া যায়।

( a ) খাবার সােডা 

( b ) ডিটারজেন্ট 

( c ) কীটনাশক 

( d ) অজৈব সার 

উত্তর – ( b ) ডিটারজেন্ট 

  1. মিনামাটা ডিজিজ কোন দূষণের জন্য হয় ?

( a ) ক্লোরিন 

( b ) পারদ 

( c ) সীসা

( d ) আর্সেনিক 

উত্তর – ( b ) পারদ 

  1. আন্ত্রিক রােগের জীবাণুর নাম লেখ।

( a ) এন্টামিবা হিস্টোলাইটিকা 

( b ) সালমােনেলা টাইফি 

( c ) জিয়াডিয়া 

( d ) সিগেলা ডিসেন্টেরি 

উত্তর – ( d ) সিগেলা ডিসেন্টেরি 

  1. জীববিদ্যার জনক কাকে বলা হয় ?

( a ) থিওফ্রাসটাস 

( b ) অ্যারিস্টটল 

( c ) ক্যারােলাস লিনিয়াস 

( d ) গ্রেগর জোহান মেন্ডেল 

উত্তর – ( b ) অ্যারিস্টটল 

153.  আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয় ?

( a ) 3 জুন 

( b ) 16 জুন 

( c ) 5 জুন 

( d ) 1 ডিসেম্বর

উত্তর – ( c ) 5 জুন 

  1. পিত্ত কোথা থেকে ক্ষরিত হয় ?

( a ) পিত্তাশয়

( b ) যকৃৎ 

( c ) অগ্নাশয় 

( d ) ক্ষুদ্রান্ত 

উত্তর – ( b ) যকৃৎ 

  1. ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

( a ) স্ফিগমােম্যানােমিটার 

( b ) মাইক্রোমিটার 

( c ) স্পাইরােমিটার 

( d ) অলফ্যাক্টোমিটার  

উত্তর – ( c ) স্পাইরােমিটার 

  1. মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ ?

( a ) লিনিয়াস

( b ) রবার্ট হুক 

( c ) জন রে 

( d ) মেন্ডেল 

উত্তর – ( b ) রবার্ট হুক 

  1. বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলােচনা করা হয় তাকে কি বলে ?

( a ) এন্টোমােলজি 

( b ) অরনিথােলজি 

( c ) এপিকালচার 

( d ) ম্যালাকোলজি 

উত্তর – ( a ) এন্টোমােলজি 

  1. শর্তাধীন প্রতিবর্তক্রিয়া কে আবিষ্কার করেন ?

( a ) প্যাভলভ 

( b ) ডারউইন 

( c ) দি ভিস 

( d ) কুভিয়ার

উত্তর – ( a ) প্যাভলভ 

  1. ব্যাকটেরিওফাজ আসলে কী ?

( a ) ব্যাকটেরিয়া 

( b ) ভাইরাস 

( c ) প্রােটোজোয়া 

( d ) রাসায়নিক পদার্থ 

উত্তর – ( b ) ভাইরাস 

  1. পৃথিবীতে মােট প্রােটিন অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কত ?

( a ) 64 টি

( b ) 20 টি 

( c ) 10 টি

( d ) 41 টি

উত্তর – ( b ) 20 টি 

  1. আইলেটস অব ল্যাঙ্গারন্যানস কোথায় অবস্থিত ?

( a ) পিটুইটারী 

( b ) বৃক্ক

( c ) অগ্নাশয় 

( d ) যকৃৎ 

উত্তর – ( c ) অগ্নাশয় 

  1. ‘রেড ডাটা বুক’ এ কোন তথ্য পাওয়া যায় ?

( a ) রঙিন মাছ 

( b ) রঙিন ফুল 

( c ) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি 

( d ) কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণি 

উত্তর – ( c ) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি 

163.  Azolla একটি জৈব সার — ইহা আসলে কী ?

( a ) ব্যাকটেরিয়া 

( b ) শৈবাল 

( c ) মস 

( d ) ফার্ণ

উত্তর – ( d ) ফার্ণ

  1. ‘ইকোলজি’ শব্দটি কে প্রবর্তন করেন ?

( a ) ট্যান্সলে 

( b ) হেকেল 

( c ) ওডাম 

( d ) করম্যান্ডি 

উত্তর  – ( b ) হেকেল 

  1. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু কোনটি ?

( a ) লাইসােজোম 

( b ) রাইবােজোম 

( c ) মাইটোকনড্রিয়া 

( d ) ER

উত্তর –  ( b ) রাইবােজোম 

  1. কোনটি RNA এর গঠনে পাওয়া যায় না ?

( a ) অ্যাডিনিন 

( b ) গুয়ানিন 

( c ) থাইমিন 

( d ) সাইটোসিন 

উত্তর – ( c ) থাইমিন 

  1. হিমােফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশী দেখা যায় কেন ?

( a ) X ক্রোমােজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য 

( b ) X ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

( c ) y ক্রোমােজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য 

( d ) y ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

উত্তর – ( b ) X ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

  1. উদ্ভিদের কোশপ্রাচীর কোন ধরনের পর্দা ?

( a ) অভেদ্য

( b ) ভেদ্য 

( c ) অর্ধভেদ্য 

( d ) প্রভেদক ভেদ্য 

উত্তর – ( b ) ভেদ্য 

  1. নীচের কোন উৎসেচকটি মুখবিবরে লালারসে পাওয়া যায় ?

( a ) পেপসিন 

( b ) লাইপেজ 

( c ) অ্যামাইলেজ 

( d ) টায়ালিন 

উত্তর – ( d ) টায়ালিন 

  1. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?

( a ) কানডােলে 

( b ) হাচিনসন 

( c ) লিনিয়াস

( d ) বেন্থাম হুকার 

উত্তর –  ( c ) লিনিয়াস

  1. আদিম পৃথিবীর বায়ুমন্ডলে কোন উপাদানটি ছিল না ?

( a ) NH2

( b ) CH4

( c ) H2

( d ) O2

উত্তর – ( d ) O2

  1. ‘যােগ্যতমের উদবর্তন’ কথাটি কে প্রবর্তন করেন ?

( a ) হুগাে দা ভ্রিস 

( b ) ল্যামার্ক 

( c ) স্পেনসার 

( d ) ডারউইন 

উত্তর – ( c ) স্পেনসার 

173.  AIDS কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায় ?

( a ) ELISA টেস্ট

( b ) VDRL টেস্ট

( c ) FTA – ABS টেস্ট

( d ) TPHA টেস্ট

উত্তর – ( a ) ELISA টেস্ট

  1. নীচের কোন পরীক্ষাটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয় ?

( a ) VDRL টেস্ট

( b ) TPHA টেস্ট 

( c ) অ্যামনিওসেনটেসিস টেস্ট 

( d ) র্যাপিড প্লাজমা রিজিন টেস্ট 

উত্তর – ( c ) অ্যামনিওসেনটেসিস টেস্ট 

  1. হটস্পট কী ?

( a ) উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

( b ) নিম্ন জীব বৈচিত্রযুক্ত

( c ) এনডেনজারড প্রজাতি যুক্ত অঞ্চল 

( d ) ভালনারেবল প্রজাতিযুক্ত অঞ্চল

উত্তর – ( a ) উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

  1. 24 শে ফেব্রুয়ারি কেন পালন করা হয় ?

( a ) শক্তি দিবস 

( b ) জাতীয় বিজ্ঞান দিবস 

( c ) বিশ্ব দিবস 

( d ) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস 

উত্তর – ( b ) জাতীয় বিজ্ঞান দিবস 

  1. BMR কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?

( a ) ভিসকোমিটার 

( b ) বেনেডিক্ট – রথ যন্ত্র

( c ) গ্যালভানােমিটার 

( d ) স্পাইরােমিটার

উত্তর – ( b ) বেনেডিক্ট – রথ যন্ত্র

  1. আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয় ?

( a ) চরক 

( b ) সুশ্রুত 

( c ) অ্যারিস্টটল 

( d ) ভেসালিয়াস

উত্তর – ( a ) চরক 

  1. দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কোন আইসােটোপ ব্যবহার করা হয় ?

( a ) C14

( b ) P32

( c ) S35

( d ) H3

উত্তর – ( b ) P32

  1. যে ধাতব কেলাসের জন্য ওল, কচু খেলে গলা কোটায় তার রাসায়নিক প্রকৃতি কী ?

( a ) ক্যালসিয়াম কার্বনেট

( b ) সিলিকা 

( c ) ক্যালসিয়াম অক্সালেট 

( d ) সবগুলােই

উত্তর – ( c ) ক্যালসিয়াম অক্সালেট 

  1. উদ্ভিদের কোশপ্রাচীরের মুখ্য উপাদান কী ?

( a ) পেকটিন 

( b ) লিগনিন 

( c ) সেলুলােজ

( d ) কাইটিন

উত্তর – ( c ) সেলুলােজ

  1. ক্যান্সার সৃষ্টিকারী যে নিষ্ক্রিয় জিনটি মানব কোশে থাকে তার নাম কী ? 

( a ) প্রােটো অঙ্কোজিন 

( b ) অঙ্কোজিন 

( c ) ক্লাস্টোজিন 

( d ) কারসিনােজেন 

উত্তর – ( a ) প্রােটো অঙ্কোজিন 

  1. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী ?

( a ) জল 

( b ) CO2 

( c ) ক্লোরােফিল 

( d ) গ্লুকোজ 

উত্তর –  ( a ) জল 

  1. গির অরণ্য কোথায় অবস্থিত ?

( a ) অসম 

( b ) গুজরাট 

( c ) কেরল 

( d ) মধ্যপ্রদেশ

উত্তর – ( b ) গুজরাট 

  1. রাজস্থানের ভরতপুর কীসের জন্য বিখ্যাত ? 

( a ) একশৃঙ্গ গন্ডার 

( b ) পাখিরালয় 

( c ) বাইসন 

( d ) চিতল হরিণ

উত্তর – ( b ) পাখিরালয় 

  1. IUCN কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর নামের যে তালিকা প্রস্তুত করা হয় , তাকে কী বলে ?

( a ) গ্রীণ ডাটা বুক 

( b ) এনডেনজারড বুক 

( c ) এন্ডেমিক বুক 

( d ) রেড ডাটা বুক

উত্তর – ( d ) রেড ডাটা বুক

  1. নীচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় ?

( a ) লাইসােজোম 

( b ) গলগিবডি 

( c ) মাইটোকনড্রিয়া 

( d ) রাইবােজোম 

উত্তর – ( a ) লাইসােজোম 

  1. ‘পেপটিডােগ্লাইক্যান’ কোথায় দেখা যায় ?

( a ) ভাইরাসের কোশপ্রাচীরে 

( b ) ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে 

( c ) শৈবালের কোশপ্রাচীরে 

( d ) ছত্রাকের কোশপ্রাচীরে 

উত্তর – ( b ) ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে 

  1. পলিজোম আসলে কী ? 

( a ) একত্রিত রাইবােজোম 

( b ) একত্রিত মাইটোকনড্রিয়া 

( c ) একক রাইবােজোম 

( d ) একক মাইটোকনড্রিয়া 

উত্তর – ( c ) একক রাইবােজোম 

  1. ভাজক কলার কোশে কোন দশাটি দেখা যায় না ? 

( a ) G1

( b ) S

( c ) G0

( d ) G2

উত্তর – ( c ) G0

  1. মাইটোসিস বিভাজনের কোন দশায় একটি ক্রোমােজোম একটি ক্রোমাটিড দ্বারা গঠিত হয় ?

( a ) প্রােফেজ 

( b ) টেলােফেজ 

( c ) মেটাফেজ 

( d ) অ্যানাফেজ 

উত্তর – ( d ) অ্যানাফেজ 

  1. ভাইরাসে অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী জিনটির নাম কী ?

( a ) অঙ্কোজিন 

( b ) প্রােটোঅঙ্কোজিন 

( c ) জাম্পিং জিন 

( d ) ট্রান্সপােজন

উত্তর – ( a ) অঙ্কোজিন 

  1. র্যাবিস ভাইরাস কোন রােগের জীবাণু ?

( a ) ডেঙ্গুজ্বর

( b ) জন্ডিস 

( c ) জলাতঙ্ক 

( d ) বসন্ত 

উত্তর – ( c ) জলাতঙ্ক 

  1. ‘ফাজ ’ কথার অর্থ কী ? 

( a ) রক্ষক 

( b ) ভক্ষক 

( c ) ক্ষতিকারক

( d ) সংক্রামক 

উত্তর – ( b ) ভক্ষক 

  1. কাকে এনার্জি কারেন্সি বলে ?

( a ) ADP

( b ) AMP

( c ) ATP 

( d ) GTP

উত্তর – ( c ) ATP 

  1. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি ? 

( a ) গঁদ 

( b ) ইউরিয়া 

( c ) উপক্ষার

( d ) অ্যামােনিয়া

উত্তর – ( a ) গঁদ 

  1. কোথা থেকে রেসারপিন উপক্ষারটি পাওয়া যায় ?

( a ) চা গাছের পাতা 

( b ) সর্পগন্ধার মূলে

( c ) তামাক পাতায় 

( d ) চা পাতায় 

উত্তর – ( b ) সর্পগন্ধার মূলে

  1. এরেনকাইমা কলা কোথায় দেখা যায় ?

( a ) সুন্দরী 

( b ) ক্যাকটাস

( c ) মটর 

( d ) পদ্ম

 উত্তর – ( d ) পদ্ম

  1. tt এবং Tt মটরগাছের সংকরায়নের ফলে , কত শতাংশ সংকর লম্বা ( Tt ) মটরগাছ জন্মাবে ?

( a ) 25 % 

( b ) 75 % 

( c ) 50 % 

( d ) 100 %

উত্তর – ( c ) 50 % 

  1. YyRr জিনােটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে ?

( a ) 1 প্রকার 

( b ) 2 প্রকার 

( c ) 3 প্রকার 

( d ) 4 প্রকার

উত্তর – ( d ) 4 প্রকার

  1. এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কত KCal তাপশক্তি উৎপন্ন হয় ?

( a ) 696 Kcal 

( b ) 673 Kcal 

( C ) 643 Kcal 

( d ) 50 Kcal

উত্তর – ( b ) 673 Kcal 

  1. শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে ?

( a ) পদ্মগাছ 

( b ) ক্যাকটাসে 

( c ) সুন্দরী গাছে 

( d ) মটর গাছে 

উত্তর – ( c ) সুন্দরী গাছে 

  1. ভেনাস হৃদপিন্ড দেখা যায় কোন প্রাণীতে ?

( a ) ব্যাঙে 

( b ) মাছে 

( c ) পক্ষীতে 

( d ) মানুষে 

উত্তর – ( b ) মাছে 

  1. কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমােচন একটি প্রয়ােজনীয় ক্ষতিকারক পদ্ধতি ?

( a ) স্লেইডেন ও স্বােয়ান 

( b ) কার্টিস 

( c ) গ্রেগর জোহান মেন্ডেল 

( d ) ওয়ার্টর্সন

উত্তর – ( b ) কার্টিস 

  1. ট্রাকিয়া কোন প্রাণীতে পাওয়া যায় ?

( a ) কেঁচো 

( b ) আরশােলা 

( c ) চিংড়ি 

( d ) শামুক

উত্তর – ( b ) আরশােলা 

  1. কেঁচোর গমন পদ্ধতিকে কি বলে ?

( a ) অ্যামিবয়েড গমন

( b ) ক্রিপিং 

( c ) ফ্লাইং 

( d ) সিলিয়া

উত্তর – ( b ) ক্রিপিং 

  1. কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয় ?

( a ) 1960 

( b ) 1972 

( c ) 1982 

( d ) 1990 

উত্তর – ( b ) 1972 

  1. ভারতে মােট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে ?

( a ) বারােটি 

( b ) ছয়টি 

( c ) পাঁচটি 

( d ) নয়টি

উত্তর – ( d ) নয়টি

  1. মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে ?

( a ) পায়ু পাখনা

( b ) পৃষ্ঠ পাখনা

( c ) পুচ্ছ পাখনা

( d ) শ্রোণী পাখনা 

উত্তর – ( b ) পৃষ্ঠ পাখনা

  1. শক্তি প্রবাহের দশ শতাংশ সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?

( a ) ওডাম 

( b ) লিন্ডেম্যান 

( c ) হেকলে 

( d ) ক্লার্ক

উত্তর – ( b ) লিন্ডেম্যান 

  1. লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলেই মুরে যায় । ইহাকে কোন চলন বলা হয় ?

( a ) সিসমেন্যাস্টি 

( b ) কেমােন্যাস্টি

( c ) হাইপােন্যাস্টি

( d ) নিকটিন্যাস্টি 

উত্তর – ( a ) সিসমেন্যাস্টি 

  1. নীচের কোন রোগ টি রক্তের মাধ্যমে সংক্রমিত হয় ?

a) AIDS

b) হাম

c) পলিও

d) আন্ত্রিক

Ans : AIDS

213. প্রোটোপ্লাজমিও শ্বসনের শ্বসন বস্তু কনটি ?

a) ফ্যাট

b) শকরা

c) প্রোটিন

d) গ্লূকোজ

Ans : প্রোটিন

  1. ভারতে কটি হটস্পট অঞ্চল আছে ?

a) একটি

b) দুটি

c) ছয়টি

d) চারটি

Ans : চারটি

215.  আসিড বৃষ্টির পি এইচ কত ?

a) ৩.৪-৪.৬

b) ৫.৬-৬.৫

c) ৬.৫-৭.৫

d) ২.৪-৩.২

Ans a) ৩.৪-৪.৬

216.  দেহের সবথেকে আয়তনে সমৃদ্ধ পেশী কোনটি ?

a) গ্যাসট্রীক নিমিয়ান

b) গ্লুটিয়াস ম্যাক্সিমাস

c) সারটেরিয়াল

d) বাইসেপ্স

Ans গ্লুটিয়াস ম্যাক্সিমাস

217.  হিমোগ্লোবিনে কি আছে ?

a) লোহ

b) তামা

c) পারদ

d) ম্যগ্ননেসিয়াম (Mg)

Ans : লোহ

218.  কোনটি তাতখোনিক পতিক্রিয়া নয় ?

a)  লালা নিরগমন

b)  পলকপাত

c)  ঘর্ম নির্গমন

d)  কোনটিই  নয়

Ans : c)  ঘর্ম নির্গমন

219.  ইলিয়াম কোথায় দেখা যায় ?

a)  পেক্টারাল গাডেল

b)  মধ্যকর্ণ

c)  ক্ষুদ্রান্ত

d)  পেলভিক গার্ডেল

Ans : c)  ক্ষুদ্রান্ত

220.  মানুষের দেহের সব থেকে ছোট অস্থি হোল ?

a)  ফিমার

b)  স্টেপিস

c)  মেলিয়াস

d)  হিউমেরাস

Ans:  b)  স্টেপিস

  1. এর মধ্যে নিউরন কোনটি ক্ষরণ করে না ?

a)  এপিনেফ্রিক  , নর এপিনেফ্রিক

b)  GABA

c)  আসিটাইল কলিন

d)  লেপটিন

Ans : a)  এপিনেফ্রিক  , নর এপিনেফ্রিক

  1. টায়ালিন উতসেচক টি পাওয়া যায় ?

a)  লালারসে

b)  পাকরসে

c)  পিত্তরসে

d)  অগ্ন্যাশয়

Ans : লালারসে

223.  Packed Cell Volume (P.C.V) কোন যন্ত্রের সাহায্যে নিণর্য় করা হয় ?

a)  হিমাটোক্রিট

b)  ডগলাস ব্যাগ

c)  ভিসকোমিটার

d)  স্টেথোস্কোপ

Ans : a)  হিমাটোক্রিট

224.  ক্লোরফিল বি এর রাসায়নিক সঙ্কেত ?

a)  C55H70O6N4Mg

b)  C35H32O5N4Mg

c)  C55H72O6N4Mg

d)  C54H70O6N4Mg

Ans : a)  C55H70O6N4Mg

225.  আনোক্সিজেনিক ব্যাকটেরিয়া ?

a)  রাইজোবিয়াম

b)  ই- কোলাই

c)  থাওব্যাসিলাস

d)  ক্লস্টিডিয়াম

Ans : রাইজোবিয়াম

226.  স্ত্রী এডিস মশা বাহিত রোগ ?

a)  ম্যালেরিয়া

b) জাপানি এঙ্কেফেলাইটিস

c)  ফাইলেরিয়া

d)  ডেঙ্গু

Ans : d)  ডেঙ্গু

227.  AIDS রোগের ভাইরাস HIV কোন ধরণের নিউক্লিক অ্যাসিড ধারণ করে ?

a)  RNA

b)  DNA

c)  RNA & DNA

d)  None of this

Ans : a)  RNA

228.  ফ্যাটের তাপন মূল্য কতো ?

a)  4.1

b)  9.3

c)  6.4

d)  12.3

Ans : b)  9.3

229.  মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগ স্থলে কোন কপাটিকা পওয়া যায় ?

a)  দ্বি পত্রক

b)  ত্রিপত্রক কপাটিকা

c)  অর্ধ চন্দ্র কপাটিকা

d)  থিবাসিয়ান  কপাটিকা

Ans : a)  দ্বি পত্রক

230.  STH এর অপর নাম ?

a)  গ্রোথ হরমোন

b)  আপাতকালিন হরমোন

c)  সক্রিয় হরমোন

d)  কোনটিই নয়

Ans : গ্রোথ হরমোন

231.  উদ্ভিদ প্রোটিন সংশ্লেষণ করে কি থেকে?

a)  স্টার্চ

b)  চিনি

c)  অ্যামাইনো অ্যাসিড

d)  ফ্যাটি অ্যাসিড

Ans :  অ্যামাইনো অ্যাসিড

232.  নিচের কোনটি কোষ বিভাজনের প্রক্রিয়া?

a)  হেটারোসিস

b)  ফিউশন

c)  মিয়োসিস

d)  এগুলি কোনোটিই নয়

Ans : মিয়োসিস

233.   নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটির উপস্থিতিতে  “Blue Baby Syndrome” দেখা যায় ?

a)  সালফেট

b)  ক্লোরাইড

c)  কার্বনেট

d)  নাইট্র্রেট

Ans : নাইট্র্রেট

234.  মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?

a)  লিভার

b)  অন্ত্র

c)  অগ্ন্যাশয়

d)  স্কিন

Ans : a)  লিভার

235.  মানুষের চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় ?

a)  রেটিনা

b)  আইরিশ

c)  কর্ণিয়া

d)  লেন্স

Ans : কর্ণিয়া

  1. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না ?

a)  হেপারিন

b)  হিমোগ্লোবিন

c)  ফাইব্রিন

d)  থার্মোপ্রাস্টিন

Ans : হেপারিন

  1. বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলােচনা করা হয় তাকে কি বলে ?

( a ) এন্টোমােলজি 

( b ) অরনিথােলজি 

( c ) এপিকালচার 

( d ) ম্যালাকোলজি 

উত্তর – ( a ) এন্টোমােলজি 

  1. শর্তাধীন প্রতিবর্তক্রিয়া কে আবিষ্কার করেন ?

( a ) প্যাভলভ 

( b ) ডারউইন 

( c ) দি ভিস 

( d ) কুভিয়ার

উত্তর – ( a ) প্যাভলভ 

  1. ব্যাকটেরিওফাজ আসলে কী ?

( a ) ব্যাকটেরিয়া 

( b ) ভাইরাস 

( c ) প্রােটোজোয়া 

( d ) রাসায়নিক পদার্থ 

উত্তর – ( b ) ভাইরাস 

  1. পৃথিবীতে মােট প্রােটিন অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কত ?

( a ) 64 টি

( b ) 20 টি 

( c ) 10 টি

( d ) 41 টি

উত্তর – ( b ) 20 টি 

  1. আইলেটস অব ল্যাঙ্গারন্যানস কোথায় অবস্থিত ?

( a ) পিটুইটারী 

( b ) বৃক্ক

( c ) অগ্নাশয় 

( d ) যকৃৎ 

উত্তর – ( c ) অগ্নাশয় 

  1. ‘রেড ডাটা বুক’ এ কোন তথ্য পাওয়া যায় ?

( a ) রঙিন মাছ 

( b ) রঙিন ফুল 

( c ) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি 

( d ) কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণি 

উত্তর – ( c ) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি 

243.  Azolla একটি জৈব সার — ইহা আসলে কী ?

( a ) ব্যাকটেরিয়া 

( b ) শৈবাল 

( c ) মস 

( d ) ফার্ণ

উত্তর – ( d ) ফার্ণ

  1. ‘ইকোলজি’ শব্দটি কে প্রবর্তন করেন ?

( a ) ট্যান্সলে 

( b ) হেকেল 

( c ) ওডাম 

( d ) করম্যান্ডি 

উত্তর  – ( b ) হেকেল 

  1. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু কোনটি ?

( a ) লাইসােজোম 

( b ) রাইবােজোম 

( c ) মাইটোকনড্রিয়া 

( d ) ER

উত্তর –  ( b ) রাইবােজোম 

  1. কোনটি RNA এর গঠনে পাওয়া যায় না ?

( a ) অ্যাডিনিন 

( b ) গুয়ানিন 

( c ) থাইমিন 

( d ) সাইটোসিন 

উত্তর – ( c ) থাইমিন 

  1. হিমােফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশী দেখা যায় কেন ?

( a ) X ক্রোমােজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য 

( b ) X ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

( c ) y ক্রোমােজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য 

( d ) y ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

উত্তর – ( b ) X ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

  1. উদ্ভিদের কোশপ্রাচীর কোন ধরনের পর্দা ?

( a ) অভেদ্য

( b ) ভেদ্য 

( c ) অর্ধভেদ্য 

( d ) প্রভেদক ভেদ্য 

উত্তর – ( b ) ভেদ্য 

  1. নীচের কোন উৎসেচকটি মুখবিবরে লালারসে পাওয়া যায় ?

( a ) পেপসিন 

( b ) লাইপেজ 

( c ) অ্যামাইলেজ 

( d ) টায়ালিন 

উত্তর – ( d ) টায়ালিন 

  1. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?

( a ) কানডােলে 

( b ) হাচিনসন 

( c ) লিনিয়াস

( d ) বেন্থাম হুকার 

উত্তর –  ( c ) লিনিয়াস

  1. আদিম পৃথিবীর বায়ুমন্ডলে কোন উপাদানটি ছিল না ?

( a ) NH2

( b ) CH4

( c ) H2

( d ) O2

উত্তর – ( d ) O2

  1. ‘যােগ্যতমের উদবর্তন’ কথাটি কে প্রবর্তন করেন ?

( a ) হুগাে দা ভ্রিস 

( b ) ল্যামার্ক 

( c ) স্পেনসার 

( d ) ডারউইন 

উত্তর – ( c ) স্পেনসার 

253.  AIDS কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায় ?

( a ) ELISA টেস্ট

( b ) VDRL টেস্ট

( c ) FTA – ABS টেস্ট

( d ) TPHA টেস্ট

উত্তর – ( a ) ELISA টেস্ট

  1. নীচের কোন পরীক্ষাটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয় ?

( a ) VDRL টেস্ট

( b ) TPHA টেস্ট 

( c ) অ্যামনিওসেনটেসিস টেস্ট 

( d ) র্যাপিড প্লাজমা রিজিন টেস্ট 

উত্তর – ( c ) অ্যামনিওসেনটেসিস টেস্ট 

  1. হটস্পট কী ?

( a ) উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

( b ) নিম্ন জীব বৈচিত্রযুক্ত

( c ) এনডেনজারড প্রজাতি যুক্ত অঞ্চল 

( d ) ভালনারেবল প্রজাতিযুক্ত অঞ্চল

উত্তর – ( a ) উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

  1. 24 শে ফেব্রুয়ারি কেন পালন করা হয় ?

( a ) শক্তি দিবস 

( b ) জাতীয় বিজ্ঞান দিবস 

( c ) বিশ্ব দিবস 

( d ) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস 

উত্তর – ( b ) জাতীয় বিজ্ঞান দিবস 

  1. BMR কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?

( a ) ভিসকোমিটার 

( b ) বেনেডিক্ট – রথ যন্ত্র

( c ) গ্যালভানােমিটার 

( d ) স্পাইরােমিটার

উত্তর – ( b ) বেনেডিক্ট – রথ যন্ত্র

  1. আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয় ?

( a ) চরক 

( b ) সুশ্রুত 

( c ) অ্যারিস্টটল 

( d ) ভেসালিয়াস

উত্তর – ( a ) চরক 

  1. দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কোন আইসােটোপ ব্যবহার করা হয় ?

( a ) C14

( b ) P32

( c ) S35

( d ) H3

উত্তর – ( b ) P32

  1. যে ধাতব কেলাসের জন্য ওল, কচু খেলে গলা কোটায় তার রাসায়নিক প্রকৃতি কী ?

( a ) ক্যালসিয়াম কার্বনেট

( b ) সিলিকা 

( c ) ক্যালসিয়াম অক্সালেট 

( d ) সবগুলােই

উত্তর – ( c ) ক্যালসিয়াম অক্সালেট 

  1. উদ্ভিদের কোশপ্রাচীরের মুখ্য উপাদান কী ?

( a ) পেকটিন 

( b ) লিগনিন 

( c ) সেলুলােজ

( d ) কাইটিন

উত্তর – ( c ) সেলুলােজ

  1. ক্যান্সার সৃষ্টিকারী যে নিষ্ক্রিয় জিনটি মানব কোশে থাকে তার নাম কী ? 

( a ) প্রােটো অঙ্কোজিন 

( b ) অঙ্কোজিন 

( c ) ক্লাস্টোজিন 

( d ) কারসিনােজেন 

উত্তর – ( a ) প্রােটো অঙ্কোজিন 

Life science important questions answers pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Life science important questions answers pdf  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here