Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Life Science GK Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর | Life Science GK Questions Answers।
জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর | Life Science GK Questions Answers
- কোন ধরনের জীহ্বায় প্রথম স্নায়ুতন্ত্র দেখতে পাওয়া যায়।?
উত্তরঃ- হাইড্রা তথা সিলেন্টারেটা পর্বের প্রাণীতে প্রথম স্নায়ুতন্ত্র দেখতে পাওয়া যায়।
- স্নায়ুতন্ত্রের একককে কী বলা হয়?
উত্তরঃ- নিউরোন বলে।
- সাইনাপ্স কী?
উত্তরঃ- দুটি নিউরোনের সংযোগস্থলকে সাইনাপ্স বলা হয়।
- নিউরোনের যে শাখার মধ্য দিয়ে সংবেদন কোষদেহ থেকে বেরিয়ে যায় তাকে কী বলা হয়?
উত্তরঃ- অ্যাক্সন।
- নিসিল দানা কী?
উত্তরঃ- রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা আবৃত ER কে নিসিল দানা বলা হয়।
- মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত?
উত্তরঃ- 12 জোড়া।
- আমাদের সুষুম্ন স্নায়ুর সংখ্যা কত তা লেখো?
উত্তরঃ- 31 জোড়া।
- স্নায়ু বিহীন একটি করে এককোষী ও বহুকোষী প্রাণীর নাম লেখো।
উত্তরঃ- অ্যামিবা ও স্পঞ্জ।
- মিশ্রস্নায়ু গুলির নাম লেখো?
উত্তরঃ- সকল সুষুম্না স্নায়ু, ট্রাইজোথিনাল (i) ফেসিয়াল (ii) গ্লসোফ্যারেঞ্জিয়াল (iii) ভেগাস
- চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো?
উত্তরঃ- অপটিক স্নায়ু।
- মেনেনজিস কী?
উত্তরঃ- মস্তিষ্কের ও সুষুম্না কাণ্ডের বাহিরে যে ত্রিস্তরীয় আবরণ থাকে তাকে মেনেনজিস বলা হয়।
- C.S.F. এর সম্পূর্ণ নাম কী? এটি কোথায় থাকে?
উত্তরঃ- সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইহা মস্তিষ্কের ভেন্ট্রিকল ও সুষুম্মাকাণ্ডের ভিতর থাকে।
- স্নায়ু স্পন্দনের গতি মানুষের ক্ষেত্রে কত হয়?
উত্তরঃ- প্রায় 100 – 120 মিঃ প্ৰতি সেঃ।
- মায়েলিন আবরণ কোথায় থাকে?
উত্তরঃ- মেডুলা যুক্ত স্নায়ুতে, পেরিফেরিয়াল স্নায়ুতন্ত্রের স্নায়ুতে মায়েলিন আবরণ দেখা যায়।
- কোন প্রাণীর স্নায়ু দেখতে মই -এর মতো হয়?
উত্তরঃ- প্লানেরিয়া।
- অমেরুদণ্ডী প্রাণীতে স্নায়ুতন্ত্র কোথায় অবস্থান করে?
উত্তরঃ- দেহের অঙ্ক দেশে।
- কোন প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিরেট হয়?
উত্তরঃ- অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র নিরেট।
- দুটি নিউরোনের সংযোগ স্থলে তথা সাইনাপসে যে তরল থাকে তাকে কী বলা হয়?
উত্তরঃ- নিউরোহিউমর।
- অ্যাসিটাইল কোলিন কী?
উত্তরঃ- অ্যাসিটাইল কোলিন হলো নিউরোট্রান্সমিটার — যা সংবেদন প্রেরণে সাহায্য করে যথা অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রিনালিন।
- নিউরোনের কোষ দেহকে কী বলা হয়?
উত্তরঃ- সোমা বা নিউরোসাইটন।
- নিউরোনের মৃত্যু হলে সেই স্থান কীভাবে পূরণ হয়?
উত্তরঃ- সেই স্থান নিউরোগ্লিয়া দ্বারা পূরণ হয়।
- মানুষের সবচেয়ে দীর্ঘ স্নায়ুটির নাম লেখো?
উত্তরঃ- সায়াটিক নার্ভ।
- মস্তিষ্কের কোন অংশ মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তরঃ- লঘুমস্তিষ্ক বা সেরিবেলাম।
- ব্যাঙের করোটি স্নায়ুর সংখ্যা কত গুলি?
উত্তরঃ- 10 জোড়া।
- নিসিল দানার কাজ কী ? এগুলি কোথায় থাকে?
উত্তরঃ- নিউরোনের কোষ দেহে থাকে।
- একটি চেষ্টীয় স্নায়ুর নাম লেখো।
উত্তরঃ- অকিউলোমোটর নার্ভ।
- একটি সংজ্ঞাবহ স্নায়ুর নাম লেখো।
উত্তরঃ- অপটিক স্নায়ু।
- প্যাভলভ কী জন্য বিখ্যাত?
উত্তরঃ- প্রতিবর্ত ক্রিয়ার ওপর পরীক্ষার জন্য বিখ্যাত।
- গুরুমস্তিষ্কের কাজ লেখো?
উত্তরঃ- বুদ্ধি, চিন্তা, স্মৃতি, দর্শন, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করা।
- সরল প্রতিবর্ত ক্রিয়া কাকে বলা হয়?
উত্তরঃ- যে প্রতিবর্ত ক্রিয়া কেবলমাত্র সুষুম্নাকাণ্ড দ্বারা পরিচালিত তাকে সরল প্রতিবর্ত ক্রিয়া বলে।
- জটিল প্রতিবর্ত ক্রিয়া কাকে বলা হয়?
উত্তরঃ- যে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড ও মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় তাকে জটিল প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। যেমন — সাইকেল চালানো।
- সংযোগী বা অন্তর্বর্ত নিউরোন কাকে বলে?
উত্তরঃ- যে নিউরোন সংবেদী ও চেষ্টীয় নিউরোনের মধ্যে সংযোগ গঠন করে তাকে সংযোগী বা অন্তর্বর্ত নিউরোন বলে।
- চোখের স্নায়ুস্তর কোনটিকে বলা হয়?
উত্তরঃ- রেটিনা স্তর।
- রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে?
উত্তরঃ- অপটিক স্নায়ু।
- পুঞ্জাক্ষি দেখা যায় কোন পর্বের প্রাণীদের?
উত্তরঃ- পতঙ্গ, আরশোলা, চিংড়ি।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।