Life Science Comparative Exams Questions Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Life Science Comparative Exams Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Life Science Comparative Exams Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Life Science Comparative Exams Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Life Science Comparative Exams Questions Answers in Bengali

১. একটি মিশ্র স্নায়ুর নাম লেখ ৷

উত্তরঃ- ভেগাস

২. মানুষের দীর্ঘ স্নায়ুর নাম কি?

উত্তরঃ- সায়াটিক নার্ভ

৩. দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে ?

উত্তরঃ- সাইন্যাপস

৪. ‘কোষ’ কথাটির সৃষ্টা কে?

উত্তরঃ- রবার্ট হুক

৫. কোন জীবকে কেলাসিত করা যায়?

উত্তরঃ- ভাইরাস নামক জীবকে

৬. ‘হেপাটাইসিস-বি’ ভাইরাস কোন রোগের 
কারণ?

উত্তরঃ- জন্ডিস

৭. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ?

উত্তরঃ- আরশোলা

৮. ইনসুলিনের অভাবে কি রোগ হয়?

উত্তরঃ- ডায়াবেটিস

৯, মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?

উত্তরঃ- লিভার

১০. দেহ কোষের বিভাজন কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়?

উত্তরঃ- মাইটোসিস

  1. Dengue fever is spread by –

উত্তরঃ- Aedes aegypti mosquito

১২. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তরঃ- ৬টি

১৩. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

উত্তরঃ- অগ্ন্যাশয় হতে

১৪. হাড় ও দাঁতকে মজবুত করে-

উত্তরঃ- ক্যালসিয়াম ও ফসফরাস

১৫. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার 
হল –

উত্তরঃ- গ্লাইকোজেন

  1. সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য সনাক্ত করো-

A. উৎপত্তিগত ও কার্যগতভাবে ভিন্ন

B. উৎপত্তিগত গঠনগতভাবে ভিন্ন

C. গঠনগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে অভিন্ন

D. উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন ও কার্যগতভাবে ভিন্ন

Ans:- D. উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন ও কার্যগতভাবে ভিন্ন

  1. সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য সনাক্ত করো-

A. উৎপত্তিগত একই গঠনগত ভিন্ন

B. উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে অভিন্ন

C. কার্যগতভাবে অভিন্ন

D. গঠনগত অভিন্ন ও কার্যগতহবে ভিন্ন

Ans:- B. উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে অভিন্ন

  1. পায়রার দেহে প্রধান বায়ুথলির সংখ্যা-

A. চারটি

B. ন টি

C. দশটি

D. পাঁচটি

Ans:- B. ন টি

  1. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন-

A. হ্যালডেন

B. ওপারিন

C. ফক্স

D. হ্যাসলে

Ans:- B. ওপারিন

  1. আধুনিক ঘোড়া হল-

A. ইওহিপ্পাস

B. ইকুয়াস

C. মেসোহিপ্পাস

D. প্লায়োহিপ্পাস

Ans:- B. ইকুয়াস

  1. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপৃণ্ডযুক্ত প্রাণীটি হল-

A. মাছ

B. ব্যাং

C. সাপ

D. কুমির

Ans:- A. মাছ

  1. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন মতবাদটির প্রবর্তক হলেন-

A. ডারউইন

B. ভাইসম্যান

C. ল্যামার্ক

D. ডানিকেন

Ans:- C. ল্যামার্ক

  1. আর্কিওপটেরিক্স-এর জীবাশ্মে যে দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তা হল-

A. সরীসৃপ ও স্তন্যপায়ী

B. পাক্ষী ও স্তন্যপায়ী

C. উভচর ও সরীসৃপ

D. সরীসৃপ ও পাক্ষী

Ans:- D. সরীসৃপ ও পাক্ষী

  1. যে সকল উদ্ভিদ রুক্ষ, শুস্ক, উষর পরিবেশে জন্মায় তাদের বলে-

A. হ্যালোফাইট

B. মেসোফাইট

C. হাইড্রোফাইট

D. জেরোফাইট

Ans:- D. জেরোফাইট

  1. নিউম্যাটোফোর দেখা যায়-

A. আম গাছে

B. ফনীমনসা গাছে

C. পাইন গাছে

D. সুন্দরী গাছে

Ans:- D. সুন্দরী গাছে

  1. মাছের দেহে দুপাশে অবস্থিত ‘V’ আকৃতির পেশিকে বলে-

A. কোরকো ব্রাকিয়ালিস

B. পেক্টোরালিস

C. বাইসেপস

D. মায়োটোম পেশি

Ans:- D. মায়োটোম পেশি

  1. পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুরের প্যাটাজিয়াম হল-

A. সমসংস্থ অঙ্গ

B. সমবৃত্তীয় অঙ্গ

C. লুপ্তপ্রায় অঙ্গ

D. সদৃশ অঙ্গ

Ans:- A. সমসংস্থ অঙ্গ

  1. উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হল-

A. ককলাসুন্দর স্ট্যামিনোড

B. নারকেলের পিস্টোলোড

C. ভূমিস্নস্হ কান্ডের শল্কপএ

D. সবকটি

Ans:- D. সবকটি

  1. উটের কুঁজের ফ্যাট জারিত হয়ে উৎপন্ন হয়-

A. শর্করা

B. প্রোটিন

C. জল

D. গ্লিসরাল

Ans:- C. জল

  1. মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ টি হল-

A. কক্সিস

B. অ্যাপেনডিক্স

C. পিরামিডাল পেশি

D. নিকটিটেটিং পদা

Ans:- B. অ্যাপেনডিক্স

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।