জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Life science questions answers)

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর (Life science questions answers) pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর (Life science questions answers) Pdf. নিচে  Life science questions answers টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর (Life science questions answers) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর (Life science questions answers) pdf

১. ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?

উত্তরঃ- ওয়াটসন ও ক্রিক

২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

উত্তরঃ- আমিষ

৩. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তরঃ- উট

৪. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?

উত্তরঃ- ৩

৫. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

উত্তরঃ- বিশেষ ধরনের অনৈচ্ছিক

৬. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

উত্তরঃ- অক্সিজেন পরিবহন করা

৭. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –

উত্তরঃ- শ্বসন

৮. Photosynthesis takes place in –

উত্তরঃ- Green parts of the plants

৯. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

উত্তরঃ- নাইট্রোজেন

১০. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–

উত্তরঃ- চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

১১. Dengue fever is spread by–

উত্তরঃ- Aedes aegypti mosquito

১২. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তরঃ- ৬ টি

১৩. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

উত্তরঃ- অগ্ন্যাশয় হতে

১৪. হাড় ও দাঁতকে মজবুত করে-

উত্তরঃ- ক্যালসিয়াম ও ফসফরাস

১৫. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –

উত্তরঃ- গ্লাইকোজেন

১৬. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –

উত্তরঃ- জেনেটিক্স

১৭. কোন খাদ্যে প্রোটিন বেশি?

উত্তরঃ- মসুর ডাল

১৮. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?

উত্তরঃ- খেসারী

১৯. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?

উত্তরঃ- জল সেচ

২০. জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–

উত্তরঃ- শুশুক

২১. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-

উত্তরঃ- প্যাথজেনিক

২২. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

উত্তরঃ- স্নায়ুতন্ত্রের

২৩. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?

উত্তরঃ- নিওমোনিয়া

২৪. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

উত্তরঃ- ইভোলিওশন

২৫. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

উত্তরঃ- ট্রিপসিন

২৬. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

উত্তরঃ- প্লিহাতে

২৭. কোনটি এ্যান্টিবায়োটিক?

উত্তরঃ- পেনিসিলিন

২৮. জন্ডিসে আক্রান্ত হয় –

উত্তরঃ- যকৃত

২৯. সবচেয়ে বড় ভাইরাস হল-

উত্তরঃ- গো-বসন্তের ভাইরাস

৩০. কোনো পরিবহন তন্ত্র নেই-

উত্তরঃ- ছত্রাকের

৩১. ঝিনুকের রক্তে কি নেই?

উত্তরঃ- হিমোগ্লোবিন

৩২. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?

উত্তরঃ- আর্থ্রোপোডা

৩৩. প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?

উত্তরঃ- ৮৮-৯০ ভাগ

৩৪. চিংড়ির চাষকে কি বলে?

উত্তরঃ- Prawn culture

৩৫. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?

উত্তরঃ- গ্রীষ্মকাল

৩৬. “আমা” শব্দের অর্থ কি?

উত্তরঃ- সাগর কন্যা

৩৭. কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?

উত্তরঃ- ১৯৫০

৩৮. মাছ চাষের জন্য উপকারী পানি হল-

উত্তরঃ- ক্ষার ধর্মী পানি

৩৯. মাছের প্রাকৃতিক খাবার হল-

উত্তরঃ- প্লাংকটন

৪০. ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-

উত্তরঃ- জুয়োপ্ল্যাংকটন

৪১. ব্ল্যাক টাইগার বলা হয় –

উত্তরঃ- বাগদা চিংড়ি

৪২. প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?

উত্তরঃ- ২১

৪৩. জীবদেহের কাজের একক কি?

উত্তরঃ- কোষ

৪৪. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?

উত্তরঃ- রবার্ট হুক

৪৫. টিস্যুর গঠনগত একক কি?

উত্তরঃ- কোষ

৪৬. মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?

উত্তরঃ- ৪৬

৪৭. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?

উত্তরঃ- ১৯৭২

৪৮. প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?

উত্তরঃ- প্রানীবৈচিত্র্য

৪৯. Fauna বলতে কি বুঝায়?

উত্তরঃ- প্রানিকূল

৫০. ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?

উত্তরঃ- কাইটিন

৫১. DNA কোথায় থাকে?

উত্তরঃ- নিউক্লিয়াসে

৫২. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় _

উত্তরঃ- ছোলা

৫৩. সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?

উত্তরঃ- সুইফট বার্ড

৫৪. বানরের হাত আছে কয়টি?

উত্তরঃ- হাত নেই

৫৫. কলকাসুন্দা কি?

উত্তরঃ- উপগুল্ম

৫৬. রক্তকোষের উপাদান নয় কোনটি?

উত্তরঃ- হিমোগ্লোবিন

৫৭. হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?

উত্তরঃ- SARS

৫৮. টয়ালিন কি পরিপাক করে?

উত্তরঃ- শর্করা

৫৯. বিলিরুবিন কোথায় থাকে?

উত্তরঃ- প্লীহায়

৬০. মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?

উত্তরঃ- ৩৩

৬১. পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?

উত্তরঃ- লিগামেন্ট

৬২. এইডস কোন ভাইরাসের জন্য হয়

উত্তরঃ- HIV

৬৩. পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ?

উত্তরঃ- রেডিও আইসোটোপ

৬৪. দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?

উত্তরঃ- কচু

৬৫. মাশরুম নামে পরিচিত কোনটি ?

উত্তরঃ- এগারিকাস

৬৬. Pteris কে বলা হয়

উত্তরঃ- সানফার্ন

৬৭. দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?

উত্তরঃ- ২

৬৮. পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?

উত্তরঃ- আলেকজান্ডার ফ্লেমিং

৬৯. Father of Bacteriology বলা হয় কাকে?

উত্তরঃ- লুই পাস্তুর

৭০. প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?

উত্তরঃ- জলজ

৭১. জীবন্ত জীবাশ্ম কোনটি

উত্তরঃ- cycas

৭২. biology শব্দের প্রবর্তক কে?

উত্তরঃ- ল্যামার্ক

৭৩. ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?

উত্তরঃ- নদী

৭৪. ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?

উত্তরঃ- জ্বর

৭৫. মানব দেহে জ্বীনের সংখ্যা কত?

উত্তরঃ- ৪০০০০

৭৬. সরল টিস্যু কত প্রকার ?

উত্তরঃ- ৩

৭৭. DNA আবিষ্কার হয় কত সালে?

উত্তরঃ- ১৮৬৮

৭৮. নাইট্রোজেন বেস কয় ধরনের ?

উত্তরঃ- ২

৭৯. জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?

উত্তরঃ- প্লাজমিড

৮০. উদ্ভিদের গৌন উপাদান কয়টি ?

উত্তরঃ- ৮

৮১. কোনটি গৌন উপাদান না ?

উত্তরঃ- Mg

৮২. ম্যালেরিয়া রোগ হয় কিসের অভাবে?

উত্তরঃ- অ্যানোফিলিস মশা

৮৩. কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?

উত্তরঃ- ১৯২৭

৮৪. যক্ষ্মার প্রতিষেধক কোনটি?

উত্তরঃ- B.C.G

৮৫. E.Coli মানবদেহের কোথায় থাকে?

উত্তরঃ- অন্ত্রে

৮৬. পচা রোগ হয় কোন সবজির?

উত্তরঃ- আলু

৮৭. উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?

উত্তরঃ- ICBN

৮৮. শ্রেণী বিন্যাস ধাপ কয়টি?

উত্তরঃ- ৭টি

৮৯. Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?

উত্তরঃ- মৌমাছি

৯০. এক কোষী নয় কোনটি?

উত্তরঃ- মেটাজোয়া

৯১. বহুকোষী প্রাণী নয় কোনটি?

উত্তরঃ- প্রোটোজোয়া

৯২. ফলের কয়টি অংশ থাকে?

উত্তরঃ- ২টি

৯৩. এপিগাইনাস ফুল–

উত্তরঃ- লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।

৯৪. রক্তে PH এর মান কত?

উত্তরঃ- ৭.২-৭.৪

৯৫. রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু?

উত্তরঃ- ক্যালসিয়াম

৯৬. নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে?

উত্তরঃ- ধমনীতে

৯৭. ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?

উত্তরঃ- ৩

৯৮. মেডুলা কিসের অংশ?

উত্তরঃ- মস্তিষ্কের

৯৯. দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত

উত্তরঃ- মধ্য মস্তিষ্ক

১০০. খনিজ লবণ কি করে?

উত্তরঃ- জৈবিক কাজে অংশগ্রহণ করে

১০১. গ্লাইকোজেন কোথায় জমা থাকে?

উত্তরঃ- Liver

জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর (Life science questions answers) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Important questions answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here