WBP লেডি কন্সটেবল মেইন প্রশ্নোত্তর | Lady Constable Main Questions Answer
1. Triple Antigen (DPT) ভ্যাকসিন কোন রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর:- ডিপথেরিয়া
2. মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর:- বেতোয়া নদী
3. অমৃতবাজার পত্রিকা কে প্রকাশ করেছিলেন?
উত্তর:- শিশির কুমার মিত্র
4. ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত?
উত্তর:- মনিপুর
5. স্বধীন ভারতে প্রথম আইন কমিশন (Law Commission) কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- 1955 সালে
6. ‘Father of Modern India’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর:- রাজা রামমোহন রায়
7. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়?
উত্তর:- টাঙস্টেন
8. ‘রঙ্গিলা’ নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট?
উত্তর:- মোহাম্মদ শাহ
9. তপসে (তপেশরঞ্জন মিত্র) চরিত্রটির স্রষ্টা কে ছিলেন?
উত্তর:- সত্যজিৎ রায়
10. কোনটি একটি এরোসল এর উদাহরণ নয়?
উত্তর:- মাটি।