কলকাতা পুলিশ পরীক্ষা প্রশ্নোত্তর | KP Exam Questions Answers
1. অরণ্যসুন্দরী কোন জেলাকে বলা হয়?
(a) ঝাড়গ্রাম
(b) পুরুলিয়া
(c) বাঁকুড়া
(d) হুগলি
উত্তর:- (a) ঝাড়গ্রাম
2. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি?
(a) সেরেস
(b) সূর্য
(c) প্রক্সিমা সেন্টরাই
(d) এগুলি কোনোটিই নয়
উত্তর:- (b) সূর্য
3. পিরামিড কোধায় দেখতে পাওয়া যায়?
(a) কায়রো
(b) লা প্লাটা
(c) বেলেম
(d) খার্তুন
উত্তর:- (a) কায়রো
4. মিশরকে নীলনদের দান হিসেবে কে অভিহিত করেছিলেন?
(a) ভাস্কো-ডা-গামা
(b) হেরোডোটাস
(c) ডাডলী স্ট্যাম্প
(d) কোনাটিই নয়
উত্তর:- (b) হেরোডোটাস
5. কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?
(a) বুধ ও শুক্ত
(b) বুধ ও ইউরেনাস
(c) মঙ্গল ও প্লুটো
(d) শুক্র ও মঙ্গল
উত্তর:- (a) বুধ ও শুক্ত
6. ডূৃরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে?
(a) ভারত ও পাকিস্তান
(b) ভারত ও আফগানিস্তান
(c) ভারত ও চীন
(d) চীন ও রাশিয়া
উত্তর:- (b) ভারত ও আফগানিস্তান
7. কোন নদীর কোন বদ্বীপে নেই?
(a) নর্মদা
(b) কাবেরী
(c) কৃষ্ণা
(d) গোদাবরী
উত্তর:- (a) নর্মদা
8. আমের শহর কাকে বলে?
(a) কলকাতা
(b) রাজারহাট
(c) শিলিগুড়ি
(d) মালদহ
উত্তর:- (d) মালদহ
9. স্বর্ণরেণুর নদী কাকে বলা হয়?
(a) হোয়াংহো
(b) আমুদরিয়া
(c) ব্রক্ষ্মপুত্র
(d) ইয়াং সি-কিয়াং
উত্তর:- (d) ইয়াং সি-কিয়াং
10. সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?
(a) ব্রেডন
(b) প্রোপেন
(c) মিথেন
(d) বিউটেন
উত্তর:- (d) বিউটেন।