KP Constable MCQ Questions Answer in Bengali | কলকাতা পুলিশ কন্সটেবল প্রশ্নোত্তর
1. বিখ্যাত “খালিমপুর তাম্রলিপি” তে ইতিহাসের কোন রাজার কৃতিত্ব বর্ণিত হয়েছে?
(A) দেবপাল
(B) নিখিল পাল
(C) ধর্মপাল
(D) প্রথম মহীপাল
উত্তর:- [C] ধর্মপাল।
2. নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার একটি প্রধান বন্দর হিসেবে পরিচিত?
(A) চাঁদদুরো
(B) মেহরানগড়
(C) লোথালা
(D) কালিবঙ্গান
উত্তর:- [C] লোথালা।
3. ইতিহাসের কোন রাজা “বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠা করেছিল?
(A) ধর্মপাল
(B) প্রথম মহীপাল
(C) দেব পাল
(D) বল্লাল সেন
উত্তর:- [A] ধর্মপাল।
4. নীচের কোন দেশের সাথে সিন্ধু সভ্যতার মানুষরা ব্যবসা-বাণিজ্য করতো?
(A) রাশিয়া
(B) সুমের
(C) আমেরিকা
(D) সুদান
উত্তর:- [B] সুমের।
5. কোন প্রাচীন গ্রন্থের মধ্যে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া গিয়েছিল?
(A) মনুসংহিতা
(B) ঋকবেদ
(C) অথর্ববেদ
(D) রামায়ণ
উত্তর:- [B] ঋকবেদ।
6. হরপ্পা সভ্যতাত কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায়?
(A) মোহেনজো-দারো
(B) কালিবঙ্গান
(C) লোথাল
(D) হার্পা
উত্তর:- [A] মোহেনজো-দারো।
7. ঋকবেদে মোট কটি স্ত্রোত্র উল্লিখিত আছে?
(A) 731
(B) 1028
(C) 1019
(D) 1280
উত্তর:- [B] 1028টি
8. পর্যটক ইবন বতুতা কোন রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
(A) আকবর
(B) বিন তুঘলক
(C) ইলতুৎমিস
(D) আলাউদ্দিন খলজী
উত্তর:- [B] বিন তুঘলক।
9. আর্যভট্ট এবং বরাহমিহির বিখ্যাত এই দুই মনীষী ছিল কোন যুগের?
(A) মৌর্য যুগ
(B) গুপ্ত যুগ
(C) পাল যুগ
(D) সুলতানি যুগ
উত্তর:- [B] গুপ্ত যুগ।
10. বিখ্যাত “আইহোল প্রশস্তি” কে রচনা করেছিলেন?
(A) কৌটিল্য
(B) রবি কীর্তি
(C) হরিসেন
(D) নয়নিকা
উত্তর:- [B] রবি কীর্তি।