সাধারণজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Kolkata Police General Knowledge
1. অলিম্পিক ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে শর্বোচ্চ সংখ্যক পদকজয়ী প্রতিযোগি কে?
উওর:- মাইকেল ফিলিপ
2. রিও অলিম্পিকে দ্রুততম মানবী কে ছিলেন?
উওর:- এলেইন থম্পসন (জ্যামাইকা)
3. অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পদক (২৮টি) জয়ীর নাম কী?
উওর:- মাইকেল ফেলপস
4. অলিম্পিকে মাইকেল ফেলপস কয়টি স্বর্নপদক জয় করেছেন?
উওর:- ২৩ টি
5. সন্ত কবির-এর গুরুর নাম কী?
উওর:- রামানন্দ
6. সাঁচী স্তূপ কে নির্মাণ করেন?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
উওর:- অশোক
7. বল্লবভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন কে?
উওর:- মহাত্মা গাঁন্ধি
8. সংবিধানের কোথায় ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা হয়েছে?
উওর:- নির্দেশমূলক নীতিসমূহে।
9. মহাকাশীয় দূরত্ব মাপা হয় কোন এককে?
উওর:- পারসেক
10. চোখের রং কালো, বাদামি বা নীল হয় কোন অংশে রঞ্জক থাকার জন্য?
উওর:- আইরিস
11. স্থির অবস্থায় একটি বস্তুর মধ্যে কী থাকে?
উওর:- শক্তি
12. একটি নির্দষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নীচে ফেলা হল। যাত্রার অর্ধপথে বস্তুটির মধ্যে কোন শক্তি থাকবে?
উওর:- গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই
13. নীচের কোনটি একপ্রকার উৎসেচক?
উওর:- ট্রিপসিন
14. কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়?
উওর:- ভিটামিন সি
15. বীরসা মুন্ডা স্টেডিয়াম অবস্থিত কোথায়?
উওর:- রাঁচি
16. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
উওর:- ট্রিগভি লি
17. ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রানীর নাম লেখো?
উওর:- ডাকবিল-প্লাটিপাস
18. PAN-এর সম্পূর্ন রূপটি লেখো?
উওর:- পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বার
19. মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দিয়েছিল কোন কমিটি?
উওর:- অশোক মেহতা কমিটি
20. পঞ্চ পরমেশ্বর প্রকল্প কোন্ রাজ্যে চালু করা হয়?
উওর:- মধ্যপ্রদেশ