Kolkata Police Constable Preli Practice Set – 07 | কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 07 PDF ডাউনলোড

 

Kolkata Police Constable Preli Practice Set – 07 | কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 07 PDF ডাউনলোড

Kolkata Police Constable Preli Practice Set

Hello বন্ধুরা , 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক শূন্যপদে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগের কথা জানিয়েছে | ইতিমধ্যেই পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা শেষ হয়েছে, এবং KP Constable এর পরীক্ষাও আগত  | তাই আজ আমরা তোমাদের KP Constable প্রিলি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে এসেছি Kolkata Police Constable Preli Practice Set – 07 ( কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রাকটিস সেট – 07 )  | 
                      সিলেবাস অনুযায়ী 100 নম্বরের এই সেটটি সাজানো হয়েছে যেগুলো প্রাকটিস করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে | তবে আর দেরি নাকরে নিচে দেওয়া লিংক থেকে প্রাকটিস সেট টির PDF ডাউনলোড করে নাও – 

নিচে তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন উত্তর দেওয়া হলো – 


1. কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?
[a] টেস্টোস্টেরন
[b] এড্রিনালিন
[c] থাইরক্সিন
[d] ACTH হরমোন 

2. ঔরঙ্গজেব নির্মিত মোতি মসজিদ টি কোথায়
অবস্থিত
?
[a] মুম্বাই
[b] গুরুগ্রাম
[c] দিল্লী
[d] কলকাতা

3. কংগ্রেসের সম্মেলন কে তিন দিনের তামাশা
বলে কে উক্তি করেন ?
[a] কে এম মুন্সি
[b] বি আর আম্বেদকর
[c] অশ্বিনী কুমার দত্ত
[d] বিনায়ক দামোদর সাভারকর

4. দিল্লী কোন সালে ভারতের রাজধানী হয় ?
[a] 1911
[b] 1912
[c] 1910
[d] 1905

5. গাজরের লাল রঙের জন্য দায়ী হলো –
[a] ক্যারোটিন
[b] ট্যানিন
[c] বিলিরুবিন
[d] বিলিভার্ডিন

6. পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন
ধাতু ব্যবহার করা হয়
?
[a] থোরিয়াম
[b] ইউরেনিয়াম
[c] নিকেল
[d] এলুমিনিয়াম

7. অমরকণ্টক থেকে নিম্নের কোন নদী
উৎপত্তি লাভ করেছে
?
[a] মহানদী
[b] গোদাবরী
[c] নর্মদা
[d] কৃষ্ণা
 
 8. প্লানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের
প্রথম চেয়ারম্যান কে ছিলেন
?
[a] সর্দার বল্লভভাই প্যাটেল
[b] রাজেন্দ্র প্রসাদ
[c] জওহরলাল নেহেরু
[d] মতিলাল নেহেরু

9. নিম্নের কোন শাসক দ্বিতীয় আলেকজান্ডার
নামে পরিচিত
?
[a] খুসরো খান
[b] আলাউদ্দিন খিলজি
[c] জালালউদ্দিন খিলজি
[d] মুবারক খিলজি

10. কোলাটটাম – কোন রাজ্যের লোকনৃত্য ?
[a] পশ্চিমবঙ্গ
[b] তামিলনাড়ু
[c] উত্তরপ্রদেশ
[d] গুজরাট

11. মরীচিকা আসলে আলোর কোন ধর্মের জন্য
হয়ে থাকে
?
[a] প্রতিসরণ
[b] আলোকের সরলরৈখিক গতি
[c] বিচ্ছুরণ
[d] অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

12. সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন
রাজ্যে অবস্থিত
?
[a] গোয়া
[b] মধ্যপ্রদেশ
[c] নাগাল্যান্ড
[d] উত্তরাখন্ড

13. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
ঘোষণাকারী ঝুলন গোস্বামী কোন রাজ্যের বাসিন্দা
?
[a] উত্তরপ্রদেশ
[b] হরিয়ানা
[c] মহারাষ্ট্র
[d] পশ্চিমবঙ্গ

14. সম্প্রতি ‘Hamar Beti Hamar Maan’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য ?
[a] হরিয়ানা
[b] পাঞ্জাব
[c] ছত্তিশগড়
[d] উত্তরপ্রদেশ

15. বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে পালিত
হয়
?
[a] 27 শে সেপ্টেম্বর
[b] 28 শে সেপ্টেম্বর
[c] 29 শে সেপ্টেম্বর
[d] 30 শে সেপ্টেম্বর

16. মুদ্রারাক্ষস – এর রচয়িতা কে ?
[a] ভাস
[b] কালিদাস
[c] শূদ্রক
[d] বিশাখদত্ত

17. সোমনাথ মন্দির আক্রমনের সময় চালুক্য
রাজবংশের শাসক কে ছিলেন
?
[a] প্রথম ভীম
[b] গুরখা
[c] প্রথম চালুক্য
[d] দ্বিতীয় চালুক্য

18. ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?
[a] মৌলানা আবুল কালাম আজাদ
[b] বল্লভভাই প্যাটেল
[c] পন্ডিত জওহরলাল নেহেরু
[d] সি রাজাগোপালাচারী

19. ভারতের প্রথম এটর্নি জেনারেল কে ছিলেন
?
[a] সি কে দফতারি
[b] জি রামাস্বামী
[c] এম সি সেটালভাদ
[d] উপরের কেউ নয়

20. মনসবদারী প্রথা কে প্রচলন করেন ?
[a] জাহাঙ্গীর
[b] আকবর
[c] শাহজাহান
[d] ঔরঙ্গজেব

21. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?
[a] হর্ষবর্ধন
[b] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[c] প্রথম চন্দ্রগুপ্ত
[d] শশাঙ্ক

22. কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত ?
[a] পোলো
[b] বক্সিং
[c] গলফ
[d] ফুটবল

23. গাড়ি, ট্রাক এবং বাসে চালকের আসনের পাশে
কোন আয়না বসানো হয়
?
[a] সমতল দর্পণ
[b] অবতল দর্পণ
[c] উত্তল দর্পণ
[d] এগুলোর কোনটিই নয়

24. কোনটি মানব শরীরের বৃহত্তম গ্রন্থি ?
[a] থাইরয়েড
[b] লালা গ্রন্থি
[c] যকৃৎ
[d] বৃক্ক

25. ব্যাকটেরিয়া ধ্বংস করতে নিচের কোন
গ্যাস ব্যবহার করা হয়
?
[a] ক্লোরিন
[b] অক্সিজেন
[c] নিয়ন
[d] হাইড্রোজেন

26. বায়ুমন্ডলের কোন গ্যাস অতিবেগুনি
রশ্মি শোষণ করে
?
[a] নাইট্রোজেন
[b] মিথেন
[c] হিলিয়াম
[d] ওজোন

27. ভারতে কোথায় সর্বপ্রথম চা বাগান
স্থাপন করা হয়
?
[a] ত্রিপুরা
[b] মণিপুর
[c] আসাম
[d] সিকিম

28. শুষ্ক বরফ নামে নিম্নের কোনটি পরিচিত ?
[a] মিথেন অক্সাইড
[b] মিথেন হাইড্রেট
[c] কার্বন-ডাই-অক্সাইড
[d] কার্বন মনো অক্সাইড

29. গ্রেট আন্দামান এবং লিটল আন্দামান এর
মধ্যে কোন সীমারেখা অবস্থান করছে
?
[a] 9° চ্যানেল
[b] ডানকান প্যাসেজ
[c] 10° চ্যানেল
[d] পক প্রণালী

30. টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায় ?
[a] লালারসে
[b] পিত্তরসে
[c] পিত্তথলিতে
[d] পাকরসে

31. অপটিক নার্ভ টি কোন কাজে সাহায্য করে ?
[a] দর্শন
[b] ঘ্রাণ
[c] শ্রবণ
[d] উপরের কোনটি নয়

32. কোন প্রাণীর দুধে এলকোহল থাকে ?
[a] হরিণ
[b] হাতি
[c] বাঘ
[d] ছাগল

33. নিম্নের কোন রাসায়নিক উপাদানটি
তাজমহলের ক্ষতি করছে
?
[a] জিঙ্ক অক্সাইড
[b] নাইট্রিক অক্সাইড
[c] কার্বন মনো অক্সাইড
[d] সালফার ডাই অক্সাইড

34. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের
নাম কি
?
[a] ধুপগড়
[b] পাঁচমারি
[c] দোদাবেতা
[d] গুরুশিখর

35. স্টেইনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে ?
[a] জিঙ্ক
[b] কপার
[c] নিকেল ও ক্রোমিয়াম
[d] ম্যাঙ্গানিজ

36. সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে ?
[a] লর্ড ওয়েলেসলি
[b] জন এডাম
[c] লর্ড কর্ণওয়ালিস
[d] লর্ড ক্যানিং

37. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় ?
[a] কন্ডাক্টর
[b] ভেক্টর
[c] ট্রান্সমিটার
[d] কোনটিই নয়

38. পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত
নেয় –
[a] রাজ্যপাল
[b] জেলা শাসক
[c] নির্বাচন কমিশন
[d] রাজ্য সরকার

39. পশ্চিমবঙ্গের কোন জেলাটি পূর্ব
বিহারের অন্তর্গত
?
[a] পুরুলিয়া
[b] বাঁকুড়া
[c] মেদিনীপুর
[d] বীরভূম

40. নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম কি ?
[a] সিংহ
[b] ক্যাঙ্গারু
[c] কিউই
[
d] উপরের কোনটি নয়

উত্তর সহ সমস্ত প্রাকটিস সেটটির PDF ডাউনলোড করে নাও নিচের লিংক থেকে  

 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
No. of Pages : 08
File Size : 600 kb 

Also Download ::


Leave a comment