1. সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত ?
[a] রাঁচি
[b] সিমলা
[c] নাগপুর
[d] বেঙ্গালুরু
2. বানার ঘাটা অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
[a] জম্মু-কাশ্মীর
[b] তামিলনাড়ু
[c] রাজস্থান
[d] কর্ণাটক
3. কাজিরাঙা জাতীয় উদ্যান নিম্নের কোন প্রাণীর জন্য বিখ্যাত ?
[a] বাঘ
[b] সজারু
[c] এশিয়ার হাতি
[d] একশৃঙ্গ গন্ডার
4. সোনাই রুপাই অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
[a] কর্ণাটক
[b] গুজরাট
[c] আসাম
[d] গোয়া
5. ভারতের পশ্চিমঘাট কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় ?
[a] 2000
[b] 2005
[c] 1988
[d] 2012
6. মান্নার উপসাগর নামক বায়োস্ফিয়ার রিজার্ভ টি নিম্নের কোন শ্রেণীর অন্তর্গত ?
[a] পশ্চিম হিমালয় পর্বত
[b] দ্বীপপুঞ্জ
[c] মরুভূমি
[d] উপকূল
7. মধ্যপ্রদেশের সাতনা স্থানটি নিম্নের কোনটির জন্য বিখ্যাত ?
[a] কয়লা
[b] গ্রাফাইট
[c] হীরা
[d] অভ্র
8. ONGC কোন
সালে প্রতিষ্ঠা করা হয় ?
[a] 1950
[b] 1951
[c] 1954
[d] 1956
9. তামার সাথে নিম্নের কোনটি মেশালে পিতল তৈরি হয় ?
[a] টিন
[b] লোহা
[c] সোনা
[d] দস্তা
10. ভারতে ক্রোমাইট এর বৃহত্তম উৎপাদক হলো কোন রাজ্য ?
[a] বিহার
[b] ওড়িশা
[c] মহারাষ্ট্র
[d] ঝাড়খন্ড
11. কুদানকুলাম পারমানবিক শক্তি কেন্দ্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
[a] তামিলনাড়ু
[b] কেরল
[c] কর্ণাটক
[d] অন্ধ্রপ্রদেশ
12. দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[a] অন্ধ্রপ্রদেশ
[b] গুজরাট
[c] তামিলনাড়ু
[d] মহারাষ্ট্র
13. দুধ থেকে ক্রিম কে পৃথক করলে, দুধের ঘনত্বের কি পরিবর্তন ঘটে ?
[a] বৃদ্ধি পায়
[b] হ্রাস পায়
[c] অপরিবর্তিত থাকে
[d] নির্ধারণ করা সম্ভব নয়
14. নিম্নের কোনটি নিউক্লিয় সংযোজনের উদাহরণ ?
[a] হাইড্রোজেন বোমা
[b] পারমানবিক বোমা
[c] সাধারণ বোমা
[d] গ্রেনেড বোমা
15. স্টিল রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক কারণ –
[a] স্টিলের ঘনত্ব বেশি
[b] স্টিলের ইয়ং গুনাঙ্ক রাবারের থেকে বেশি
[c] রাবারের ইয়ং গুনাঙ্ক স্টিলের থেকে বেশি
[d] স্টিল হলো ধাতু তাই
16. ট্রান্সফর্মার কি কারণে ব্যবহৃত হয় ?
[a] তড়িৎ উৎপাদন
[b] AC থেকে DC তে রূপান্তর
[c] ভোল্টেজ বাড়ানো কমানো
[d] DC থেকে AC তে রুপান্তর
17. 1 অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান ?
[a] 1000 W
[b] 500 W
[c] 646 W
[d] 746 W
18. অবাধে পতনশীল বস্তুর কোনটি একই থাকে ?
[a] বেগ
[b] দ্রুতি
[c] বল
[d] ত্বরণ
19. ঐতিহাসিক স্থান ধোলাভিরা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত ?
[a] অন্ধ্রপ্রদেশ
[b] পশ্চিমবঙ্গ
[c] জম্মু-কাশ্মীর
[d] গুজরাট
20. নিম্নের কোথায় প্রথম ঘোড়ার হাড়ের সন্ধান পাওয়া যায় ?
[a] সুরকোটোডা
[b] রোপার
[c] বনওয়ালী
[d] ধোলাভিরা
21. শতপথ ব্রাহ্মণ – কোন বেদের অংশ ?
[a] ঋগবেদ
[b] সামবেদ
[c] যযুরবেদ
[d] অর্থববেদ
22. জৈনদের দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথ এর চিন্হ বা প্রতীক কি ছিল ?
[a] বৃষ
[b] বানর
[c] কুমির
[d] হাতি
23. বায়ুমন্ডলে তৃতীয় সর্বাধিক প্রাপ্ত গ্যাসটি হল –
[a] নাইট্রোজেন
[b] নিয়ন
[c] কার্বন ডাই অক্সাইড
[d] আর্গন
24. লটারির প্রাইজের উপর GST কাউন্সিল নির্ধারিত ইউনিফর্ম GST রেট
টি হলো –
[a] 18%
[b] 32%
[c] 28%
[d] 10%
25. পাকিস্তান নামটি প্রবর্তন করেন নিম্নের কে ?
[a] মহম্মদ আলী জিন্নাহ
[b] ফজলুল হক
[c] লিয়াকত আলী খান
[d] রহমত আলী
26. প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময়সীমা কি ছিল –
[a] 1961 – 1965
[b] 1955 – 1960
[c] 1951 – 1956
[d] 1947 – 1952
27. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার জাতীয় সংগীত গাওয়া হয় ?
[a] 1911, কলকাতা
[b] 1907, সূরাট
[c] 1916, লাখনৌ
[d] 1917, কলকাতা
28. বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর নিম্নের কোন স্থানে মিলিত হয়েছে ?
[a] ইন্দিরা পয়েন্ট
[b] নাগারকয়েল
[c] কন্যাকুমারী
[d] রামেশ্বরম
29. ভারতে চরমপন্থী আন্দোলনের জনক কে ছিলেন ?
[a] মতিলাল নেহেরু
[b] গোপাল কৃষ্ণ গোখলে
[c] বল্লভ ভাই প্যাটেল
[d] বাল গঙ্গাধর তিলক
30. নিম্নের কোন রাজ্যে দ্বৈত
নাগরিকত্ব ছিল ?
[a] পশ্চিমবঙ্গ
[b] নাগাল্যান্ড
[c] ত্রিপুরা
[d] জম্মু-কাশ্মীর
31. কততম সংবিধান সংশোধনীর
মাধ্যমে ন্যাশনাল জুডিশিয়াল এপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয় ?
[a] 96 তম
[b] 97 তম
[c] 99 তম
[d] 98 তম
32. কোন ধারা অনুযায়ী সংসদ
সংবিধানের যেকোনো অংশ সংশোধন করতে পারে ?
[a] 367
[b] 368
[c] 358
[d] 371
33. নিম্নের কোনটি সংবিধানের
মৌলিক কাঠামোর অন্যতম উপাদান ?
[a] জনকল্যাণকামী রাষ্ট্র
[b] ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদা
[c] সাম্যের আদর্শ
[d] উপরের সবগুলি
34. তথ্যের অধিকার আইন কোন
সাল থেকে কার্যকর হয় ?
[a] 2004
[b] 2005
[c] 2002
[d] 2007
35. কত সালে ড: বি আর
আম্বেদকর অর্থ কমিশন প্রতিষ্ঠা করেন ?
[a] 1949
[b] 1950
[c] 1951
[d] 1955
36. 14 বারের চ্যাম্পিয়ন
ইন্দোনেশিয়া কে হারিয়ে থমাস কাপ 2022 জিতলো কোন দেশ ?
[a] ভারত
[b] চীন
[c] জাপান
[d] আমেরিকা যুক্তরাষ্ট্র
37. মানিক সাহা কে কোন
রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হলো ?
[a] আসাম
[b] ত্রিপুরা
[c] নাগাল্যান্ড
[d] অরুণাচল প্রদেশ
38. পুরুষ একক বিভাগে
ইতালিয়ান ওপেন 2022 খেতাব কে জিতলেন ?
[a] রাফায়েল নাদাল
[b] রজার ফেডারার
[c] নোভাক জোকোভিচ
[d] এদের কেউ নয়
39. 56 তম জ্ঞানপিঠ পুরস্কার
প্রাপ্ত নিলামনি ফুকান, কোন রাজ্যের বাসিন্দা ?
[a] ত্রিপুরা
[b] নাগাল্যান্ড
[c] অসম
[d] কর্ণাটক
40. বিশ্বের প্রথম দেশ হিসেবে
কোন দেশ বন্য প্রাণীদের কে আইনি অধিকার প্রদান করলো ?
[a] ইকুয়েডের
[b] ইতালি
[c] স্পেন
[d] সুইজারল্যান্ড