1. পুরন্দরের সন্ধি কোন সালে স্বাক্ষরিত
হয় ?
[a] 1665
[b] 1660
[c] 1675
[d] 1662
2. কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত
হয় ?
[a] 1175 সালে
[b] 1191 সালে
[c] 1192 সালে
[d] 1206 সালে
3. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া
কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন ?
[a] আকবর
[b] জাহাঙ্গীর
[c] শাহজাহান
[d] ঔরঙ্গজেব
4. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে
মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন –
[a] তেগবাহাদুর
[b] নানক
[c] গোবিন্দ সিংহ
[d] অর্জুন দেব
5. সংবিধানের কোন ধারায় স্বাধীনতার
অধিকারের কথা বলা হয়েছে ?
[a] ধারা 19 – 22
[b] ধারা 20 – 24
[c] ধারা 30 – 34
[d] ধারা 27 – 31
6. নিম্নের কোন রাষ্ট্রপতি দীর্ঘ 12 বছর
ধরে এই পদ অধিকার করেছিলেন
[a] ড: রাজেন্দ্র প্রসাদ
[b] ড: এস রাধাকৃষ্ণন
[c] ভি ভি গিরি
[d] আর ভেঙ্কটরামন
7. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য
বন্দর ছিল –
[a] সোপারা
[b] তাম্রলিপ্ত
[c] কালিকট
[d] কোচিন
8. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে
ভারতে আসেন ?
[a] আকবর
[b] মহম্মদ বিন তুঘলক
[c] ইলতুতমিস
[d] আলাউদ্দিন খলজী
9. ‘মহারানীর ঘোষণা পত্র‘
এর তারিখ কি ছিল ?
[a] 1 লা নভেম্বর, 1858
[b] 10 ই মে, 1857
[c] 29 শে মার্চ, 1857
[d] 11 ই ফেব্রুয়ারি, 1860
10. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
[a] মেকলে মিনিট
[b] হান্টার কমিশন
[c] চার্টার এক্ট
[d] উডস ডেসপ্যাচ
11. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে
ছিলেন ?
[a] শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
[b] শিশির কুমার ঘোষ
[c] গিরিশচন্দ্র ঘোষ
[d] রবার্ট নাইট
12. ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত
কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল ?
[a] লর্ড কার্জন
[b] লর্ড লিটন
[c] লর্ড রিপন
[d] লর্ড হার্ডিঞ্জ
13. কেন্দ্রে প্রথম-কংগ্রেসি সরকারের
নেতৃত্ব দেন ?
[a] জয়প্রকাশ নারায়ণ
[b] মোরারাজি দেশাই
[c] চৌধুরী চরণ সিং
[d] অটল বিহারী বাজপেয়ী
14. সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল –
[a] ভারতের সংবিধান সংস্কারের জন্য
[b] শিক্ষা সংস্কারের জন্য
[c] প্রশাসনিক সংস্কারের জন্য
[d] কারা আইন সংস্কারের জন্য
15. রাউরকেল্লা ইস্পাত প্লান্টটি অবস্থিত
কোন নদীর তীরে ?
[a] ভদ্রা
[b] ব্রাহ্মনী
[c] দামোদর
[d] ভীমা
16. ভারতবর্ষের প্রধান মাইকা উৎপাদিত
রাজ্য –
[a] বিহার
[b] ছত্তিশগড়
[c] ঝাড়খন্ড
[d] ওড়িশা
17. ভারতবর্ষের প্রথম জুট মিল স্থাপিত হয়
–
[a] 1920
[b] 1855
[c] 1800
[d] 1755
18. ভারতের কোন রাজ্যটি শিল্পগত দিক দিয়ে
সবচেয়ে উন্নত ?
[a] মহারাষ্ট্র
[b] গুজরাট
[c] তামিলনাড়ু
[d] পাঞ্জাব
19. নিম্নের কোনটি কে সূর্যোদয়ের শিল্প
বলা হয় ?
[a] কপার
[b] প্লাস্টিক
[c] অটোমোবাইল
[d] অলঙ্কার
20. ভারতে যে প্রকার বনভূমি সর্বাধিক
এলাকা জুড়ে বিস্তৃত তা হলো –
[a] ক্রান্তীয় আদ্র পর্ণমোচী
[b] ক্রান্তীয় আদ্র চিরহরিৎ অরণ্য
[c] ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী
[d] উপ-ক্রান্তীয় শুস্ক চিরহরিৎ অরণ্য
21. কত সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল ?
[a] 1905
[b] 1919
[c] 1935
[d] 1947
22. নিম্নের কোন এলাকাটি মুক্ত চাষের জন্য
বিখ্যাত ?
[a] তুতিকোরিন
[b] কান্দালা
[c] পুদুচেরী
[d] দিল্লী
23. যে উপকূলবর্তী বালিতে মোনাজাইট পাওয়া
যায় তা হল –
[a] মালাবার উপকূল
[b] রত্নাগিরি উপকূল
[c] করমন্ডল উপকূল
[d] চাঁদিপুরউপকূল
24. নিম্নের কোন নদী বাংলাদেশের পদ্মায়
পতিত হয়েছে ?
[a] তিস্তা
[b] মহানন্দা
[c] কালজানি
[d] জলঢাকা
25. সেনচাল অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন
জেলায় অবস্থিত ?
[a] দক্ষিণ 24 পরগনা
[b] কালিমপঙ
[c] বীরভূম
[d] দার্জিলিং
26. নিম্নের কোন জাতীয় সড়ক দিল্লির সাথে
কলকাতা কে যুক্ত করেছে ?
[a] NH – 41
[b] NH – 35
[c] NH – 2
[d] NH – 31A
27. SI পদ্ধতিতে ঘাতের একক
কি ?
[a] ডাইন – সেকেন্ড
[b] নিউটন – সেকেন্ড
[c] নিউটন
[d] নিউটন / সেকেন্ড
28. তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটানের কি
পরিবর্তন ঘটে ?
[a] বেড়ে যায়
[b] অপরিবর্তিত থাকে
[c] কমে যায়
[d] প্রথমে বাড়ে, পরে কমে
29. একটি তরঙ্গের দুটি পরস্পর শীর্ষবিন্দুর
মধ্যবর্তী দৈর্ঘ্য কে কি বলে ?
[a] বিস্তার
[b] দোলন
[c] কম্পাঙ্ক
[d] তরঙ্গদৈর্ঘ্য
30. কত ডিগ্রিতে ফারেনহাইট ও সেলসিয়াস
স্কেলের পাঠ সমান হয় ?
[a] – 50°
[b] 40°
[c] 30°
[d] – 40°
31. কালজ্বরের জন্য দায়ী হলো –
[a]প্লাসমোডিয়াম এসপি
[b] এন্টামিবা হিস্টোলাইটিকা
[c] লিশমানিয়া ডোনোভানি
[d] ট্রিপানোসোমা গ্যমবিয়েন্স
32. সালোকসংশ্লেষের মূল স্থান টি হলো ?
[a] মেসোফিল কলা
[b] গ্রানা
[c] স্ট্রোমা
[d] ক্লোরোফিল
33. নিম্মের কোন বিজ্ঞানী পোলিও টিকা
আবিস্কার করেন ?
[a] ল্যাভেরান
[b] উইলিয়াম হার্ভে
[c] জোনাস সক
[d] জন শ
34. সংবিধানের কোন ধারায় রাজ্যগুলির
পুনগঠনের কথা বলা হয়েছে ?
[a] আর্টিকেল – 04
[b] আর্টিকেল – 03
[c] আর্টিকেল – 17
[d] আর্টিকেল – 15
35. কোন সালের নাগরিকত্ব আইনে নাগরিকত্ব
গ্রহণের 5 টি উপায়ের কথা বলা হয়েছে ?
[a] 1955
[b] 1960
[c] 1066
[d] 1950
36. ভারতের নতুন বিদেশ সচিব হিসেবে কাকে
নিযুক্ত করা হলো ?
[a] অনিরুদ্ধ সুরি
[b] অধীর বর্মন
[c] বিনয় কুমার কোয়াত্রা
[d] বি এন শর্মা
37. জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালন করা
হয় কোন তারিখে ?
[a] 1 লা ডিসেম্বর
[b] 2 রা ডিসেম্বর
[c] 4 ঠা ডিসেম্বর
[d] 3 রা ডিসেম্বর
38. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ
থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব ?
[a] অসম
[b] অরুণাচল প্রদেশ
[c] ওড়িশা
[d] ত্রিপুরা
39. কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) এর প্রেসিডেন্ট
পদে কাকে নিযুক্ত করা হলো ?
[a] তরুণ কাপুর
[b] সন্দীপ বাজাজ
[c] সঞ্জীব বাজাজ
[d] মনোহর যোশী
40. এক টাকার নোট ছাপার দায়িত্ব নিম্নের
কার ?
[a] অর্থমন্ত্রক
[b] RBI এর
[c] SBI এর
[d] EXIM ব্যাংকের