Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Kolkata Police Constable Exam Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কোলকাতা পুলিশ পরীক্ষা প্রস্তুতি প্রশ্নোত্তর | Kolkata Police Constable Exam Questions Answers PDF।
কোলকাতা পুলিশ পরীক্ষা প্রস্তুতি প্রশ্নোত্তর | Kolkata Police Constable Exam Questions Answers PDF
PDF -এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো ::
- ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হলে কোনও ব্যক্তিকে ভারতে অন্তত কতদিন থাকতে হবে?
(a) 3 বছর
(b) 10 বছর
(c) 5 বছর
(d) 7 বছর
উওরঃ- (c) 5 বছর
- ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র স্পষ্টভাবে উল্লিখিত রয়েছে:
(a) রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে
(b) মৌলিক অধিকারে
(c) মৌলিক কর্তব্যে
(d) সংবিধানের প্রস্তাবনায়
উওরঃ- (d) সংবিধানের প্রস্তাবনায়
Click Here To Download – পুলিশ পরীক্ষা প্রস্তুতি প্রশ্নোত্তর SET- 1
3. অবনতির সময় কার্যকারী চাহিদা:
(a) হ্রাস পায়
(b) বৃদ্ধি পায়
(c) শূন্য হয়
(d) নিরপেক্ষ থাকে
উওরঃ- (a) হ্রাস পায়
- পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন চালু হয়:
(a) 1973 সালে
(b) 1974 সালে
(c) 1970 সালে
(d) 1971 সালে
উওরঃ- (a) 1973 সালে
Click Here To Download – পুলিশ পরীক্ষা প্রস্তুতি প্রশ্নোত্তর SET- 1
5. মূলধনি দ্রব্যের ক্ষয়ক্ষতিকে বলে:
(a) অবচয়
(b) অপচয়
(c) ক্ষতি
(d) নষ্ট
উওরঃ- (b) অপচয়
- কোন সভার সভাপতি সেই সভার সদস্য নন?
(a) লােকসভা
(b) রাজ্যসভা
(c) বিধানসভা
(d) বিধানপরিষদ
উওরঃ- (b) রাজ্যসভাপ
- পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার:
(a) চতুর্থ স্তর
(b) তৃতীয় স্তর
(c) প্রথম স্তর
(d) দ্বিতীয় স্তর
উওরঃ- (d) দ্বিতীয় স্তর
- গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন:
(a) বি ডি ও
(b) জেলাশাসক
(c) এম এল এ
(d) মহকুমাশাসক
উওরঃ- (d) মহকুমাশাসক
- গ্রাম সংসদের সভা বসে প্রতি বছর:
(a) মে-অগস্ট
(b) নভেম্বর-মে
(c) মার্চ-জুলাই
(d) এপ্রিল-অক্টোবর
উওরঃ- (b) নভেম্বর-মে
- ভারতের সংবিধানের কোন সংশােধনে গ্রামসভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে?
(a) 71 তম
(b) 74 তম
(c) 73 তম
(d) 72 তম
উওরঃ- (c) 73 তম
- মােপলা বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল ?
(a) কেরল
(b) উত্তরপ্রদেশ
(c) পশ্চিমবঙ্গ
( d ) মহারাষ্ট্র
উওরঃ- (a) কেরল
- ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ’ গঠন কে করেছিলেন?
(a) আবুল কালাম আজাদ
(b) রাসবিহারী বসু
(c) সুভাষচন্দ্র
(d) লালা লাজপৎ রায়
উওরঃ- (b) রাসবিহারী বসু
- আয় লা স্যাপেলের সন্ধি কত সালে হয়েছিল?
(a) 1748 সালে
(b) 1749 সালে
(c) 1848 সালে
(d) 1849 সালে
উওরঃ- (a) 1748 সালে
- রানি লক্ষ্মীবাই ইংরেজদের সঙ্গে যুদ্ধে মারা গিয়েছিলেন কোন স্থানে?
(a) ঝাঁসিতে
(b) গোয়ালিয়রে
( c ) কল্পিতে
( d ) কানপুরে
উওরঃ- (b) গোয়ালিয়রে
Click Here To Download – পুলিশ পরীক্ষা প্রস্তুতি প্রশ্নোত্তর SET- 1
15. “করেঙ্গে ইয়া মরেঙ্গে” এই উক্তিটি কার?
(a) গান্ধীজি
(b) সর্দার প্যাটেল
(c) রাসবিহারী বসু
(d) সুভাষচন্দ্র বসু
উওরঃ- (a) গান্ধীজি
- কুষাণযুগের একজন প্রসিদ্ধ চিকিৎসকের নাম লেখো?
(a) বসুমিত্র
(b) নাগার্জুন
(c) সুশ্রুত
(d) ধন্বন্তরি
উওরঃ- (c) সুশ্রুত
- গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) কলকাতায়
(b) আমেরিকায়
(c) ভিয়েনায়
(d) লাহােরে
উওরঃ- (b) আমেরিকায়
- মিত্রমেলা কে গঠন করেছিলেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
( b ) সতীশচন্দ্র বসু
(c) বিনায়ক দামােদর সাভারকর
(d) বিপিনচন্দ্র পাল
উওরঃ- (c) বিনায়ক দামােদর সাভারকর
সম্পূর্ণ PDF টি ডাউনলোড করার জন্য নীচের দেওয়া লিংকে ক্লিক করুন
Click Here To Download Full PDF
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।