Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Kolkata Metro Railway Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Kolkata Metro Railway Questions Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Kolkata Metro Railway Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Kolkata Metro Railway Questions Answers in Bengali
১. আজকাল কোন্ যুগের কথা শোনা যায় ?
উত্তর: বিজ্ঞানের যুগের কথা।
২ .সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: সিধু ও কানহু।
৩ . কে মুখস্থ ইতিহাসকে ‘দুঃস্বপ্ন কাহিনি’ মাত্র বলে অভিহিত করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৪. কে বাঙালির ইতিহাস চাই বলে বক্তব্য পেশ করেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫. কারা ভারতীয়দের সভ্য করতে ভারতে শাসন কায়েম করেছিল?
উত্তর: ব্রিটিশরা
৬. ফারুখশিয়র কে ছিলেন?
উত্তর: মোগল সম্রাট।
৭. হায়দর আলি কোথাকার শাসক ছিলেন?
উত্তর: মহীশূরের।
৮ . সম্রাট দ্বিতীয় শাহ আলম কে ছিলেন?
উত্তর: মোগল সম্রাট।
৯. চিনের কোথায় ইউরোপীয়দের ফ্যাক্টরি ছিল?
উত্তর: ক্যান্টন প্রদেশে।
১০. কী নিয়ে চিন ও ব্রিটেনের মধ্যে সংঘাত বেধেছিল?
উত্তর: আফিম রপ্তানি নিয়ে।
১১. কোন শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে?
উত্তর: অধুনা।
১২. অধুনা শব্দটির মানে কী?
উত্তর: সম্প্রতি বা নতুন।
১৩. কবে পলাশির যুদ্ধ হয়েছিল?
উত্তর: ১৭৫৭ খ্রিস্টাব্দে।
১৪. ‘রাজাবলি’ নামে ইতিহাস বইটি কে লেখেন?
উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালংকার।
১৫. কবে ‘রাজাবলি’ ইতিহাস বইটি লেখা হয়েছিল?
উত্তর: ১৮০৮ খ্রিস্টাব্দে।
১৬. ‘History of British India’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল।
১৭. কবে ‘History of British India’ বইটি লেখা হয়েছিল?
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে।
১৮. জেমস মিল কোন যুগকে অন্ধকারময় বলেছেন?
উত্তর: মধ্যযুগ-কে।
১৯. চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর: জৈন ধর্মাবলম্বী।
২০. বিম্বিসার কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর: বৌদ্ধ ধর্মাবলম্বী।
২১. কবে ঔরঙ্গজেব মারা যান?
উত্তর: ১৭০৭ খ্রিস্টাব্দে।
২২. পলাশির যুদ্ধকে কোন যুগের অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর: আধুনিক যুগের।
২৩.প্রাচীন ভারতের কোন সম্রাট কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন?
উত্তর: মৌর্যসম্রাট অশোক।
২৪. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম।
২৫. ইলতুৎমিস কাকে দিল্লির শাসনভারের নির্বাচন করেন?
উত্তর: রাজিয়া-কে।
২৬. ভারত বিভাজন ‘কবে ঘটেছিল?
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দে।
২৭ . কোন দেশের কাপড়ের কলের জন্য বাংলায় নীল চাষ করা হত?
উত্তর: ইংল্যান্ডের।
২৮. ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি কী ছিল?
উত্তর: হাঙ্গামা বা উৎপাত।
২৯. হিউমের জীবনী কে রচনা করেন?
উত্তর: উইলিয়াম ওয়েডারবার্ন।
৩০. সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়?
উত্তর: জাতীয়তাবাদের।
৩১. কোন্ যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তির সূচনা হয়েছিল?
উত্তর: পলাশির যুদ্ধ।
৩২. সম্রাট অশোক যে সাম্রাজ্যের শাসক ছিলেন তা হল —
উত্তর: মৌর্য
৩৬. ফারুখশিয়র ছিলেন —
উত্তর: মোগল সম্রাট।
৩৭. দ্বিতীয় শাহ আলম ছিলেন —
উত্তর: মোগল সম্রাট।
৩৮। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন —
উত্তর: সিধু-কানহু
৩৯. পানিপথের প্রথম যুদ্ধ ঘটেছিল—
উত্তর: ১৫২৬ খ্রিস্টাব্দে।
৪০. সম্রাট আকবর যে-সাম্রাজ্যের শাসক ছিলেন—
উত্তর: মোগল ।
৪১.“সব দেশের ইতিহাস এক নয়” এ কথা বলেছিলেন—
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৪২. হায়দার আলি যে-রাজ্যের অধিপতি ছিলেন তা হল—
উত্তর: মহীশূর।
৪৩. জেমস মিলের দৃষ্টিতে ‘অন্ধকারময় যুগ’ হল—
উত্তর: মুসলিম যুগ।
৪৪. চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন—
উত্তর: জৈন ধর্মাবলম্বী ।
৪৫. ঔরঙ্গজেব মারা যান —
উত্তর: ১৭০৭ খ্রিস্টাব্দে।
৪৬. দিল্লির প্রথম মহিলা সুলতান ছিলেন —
উত্তর: রাজিয়া।
৪৭. কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন —
উত্তর: সম্রাট অশোক।
৪৮. অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার ছিলেন—
উত্তর: উইলিয়াম ওয়েডারবার্ন।
৪৯. জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশন অনুষ্ঠিত হয় —
উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দে।
৫০. সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন —
উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দে।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।