আপনি কী আপনার পছন্দ মতো ভালো চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য সুখবর। Kochi Shipyard Limited আপনার জন্য নিয়ে এসেছে Apprentice পদ এর চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে Kochi Shipyard Limited তে নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।
■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://apprenticeshipindia.gov.in অথবা, https://cochinshipyard.in/
❒ প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
■ আবেদনের মাধ্যম:- Online
■ আবেদনের পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
■ আবেদনের শেষ তারিখ:- 26 অক্টোবর 2022
■ শূন্যপদ:- ৩৫৬ টি

■ শূন্যপদের বিভাজন:-
আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিশিয়ান) পদে- ৪৬, ফিটার পদে- ৩৬, ওয়েল্ডার পদে- ৪৭, মেশিনিস্ট- ১০, ইলেক্ট্রনিক মেকানিক- ১৫, ইনস্ট্রুমেন্ট মেকানিক- ১৪, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) : ৬, ড্রাফটসম্যান (সিভিল)- ৪, পেইন্টার (জেনারেল)- ১০, মেকানিক মোটর ভিকল- ১০, শিট মেটাল ওয়ার্কার- ৪৭, শিপরাইট উড (কার্পেন্টার)- ১৯, মেকানিক ডিজেল- ৩৭, ফিটার পাইপ (প্লাম্বার) : ৩৭, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক- ১০। টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস- অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন – ১, বেসিক নার্সিং অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার- ১, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট- ২, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক টেকনোলজি- ১, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট- ৩
■ বেতন:- ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে প্রতি মাসে ৮০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে প্রতি মাসে ৯০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
■ যোগ্যতা:- দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।
■ আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চেক করুন।
বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।