Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Kalavaishakhi storm || সংক্ষিপ্ত টীকা- কালবৈশাখী ঝড়. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Kalavaishakhi storm || সংক্ষিপ্ত টীকা- কালবৈশাখী ঝড় ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Kalavaishakhi storm || সংক্ষিপ্ত টীকা- কালবৈশাখী ঝড় || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Kalavaishakhi storm || সংক্ষিপ্ত টীকা- কালবৈশাখী ঝড়
❏ কালবৈশাখীঃ- গ্রীষ্মকালের অপরাহ্ণে মাঝে মাঝে পূর্ব ভারত (পঃবঙ্গ, অসম), বাংলাদেশ প্রভৃতি অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। একেই স্থানীয় ভাষায় ‘কালবৈশাখী’ বলে৷ প্রধানত বৈশাখ মাসে এই ঝড় আসে বলে একে কালবৈশাখী বলে। উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হয়, তাই তা ‘Norwester’ নামেও পরিচিত। এর গতিবেগ ৬০-৮০ কিমি / ঘণ্টা। অসমে এই ঝড়ের নাম ‘বরদ্ছৈলা’। গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্মতায় ল্যাটেরাইট সমৃদ্ধ ছোটনাগপুর অঞ্চলে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, তার প্রভাবেই এখানে কালবৈশাখীর উদ্ভব ঘটে। কালবৈশাখীর প্রভাবে উষ্মতা একলাফে ১০° -১৫° সেঃ কমে যায়৷
❏ লুঃ- গ্রীষ্মকালে ভারতের উত্তর-পশ্চিমে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উঃপ্রদেশ প্রভৃতি স্থানে ভূ – পৃষ্ঠের সমান্তরালে যে উষ্ম ও শুষ্ক বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় লু বলে। এটি অত্যন্ত উত্থবায়ু (৪০° -৫০° সে)। সকাল ১০ টার পর থেকে লু প্রবাহিত হয়, দুপুর বেলা গতিবেগ সর্বাধিক (৩০-৪০ কিমি / ঘণ্টা) হয় এবং সন্ধ্যাবেলা এর তীব্রতা কমে। লু’র প্রভাবে মানুষ ও গবাদি পশু মারা যায়। গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্মতায় দ্রুত তাপ বিকিরণ করে ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ু দ্রুতহারে উত্তপ্ত হয় এবং বায়ুচাপের ঢাল বেশি (১-২ মিলিবার /° অক্ষাংশ) হওয়ায় উষ্ম বায়ু ভূ – পৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়।
❏ আঁধিঃ- গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকেই স্থানীয় ভাষায় ‘আঁধি’ বলে। ‘আঁধির’ গতিবেগ ৫০-৬০ কিমি / ঘণ্টা থাকে। মেঘের সঞ্চার ঘটে না বলে এই ঝড়ের প্রভাবে বৃষ্টি হয় না তাই প্রবল ধুলো ওড়ে। তবে এই ঝড়ের প্রভাবে উষ্মতা কিছুটা কমে।
🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কী?
উঃ পর্যায়ন।
- মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?
উঃ ওয়াদি।
- পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ কত?
উঃ ৩৪ শতাংশ।
- বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত থাকে?
উঃ ১০০ শতাংশ।
- কেন্দ্রাতিগ বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়?
উঃ গৌণ জোয়ার।
- ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কোনটি?
উঃ মিথেন।
- ভারতের উত্তরতম স্থানটির নাম কী?
উঃ কন্যাকুমারিকা।
- বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কোন রাজ্য?
উঃ তামিলনাড়ু।
- ভারতে কখন পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়?
উঃ শীতকালে।
- ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোথায় গড়ে উঠেছে?
উঃ চিত্তরঞ্জন।
- ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি?
উঃ NH-2
- ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত?
উঃ ৫৩ টি।
- ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তার নাম কী?
উঃ ISRO
- অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি কী নামে পরিচিত?
উঃ বার্খান।
- প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে?
উঃ ওজোন স্তরকে।
- নদীমোহনা কেমন আকৃতির হলে বানডাকার তীব্রতা প্রকট হয়?
উঃ ফানেল আকৃতির।
- কি দূষণের ফলে মিনামাটা রোগ হয়?
উঃ পারদ।
- ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী কাকে বলে?
উঃ ব্যাঙ্গালর।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা কত?
উঃ ৯৪৩ জন।
- উপগ্রহচিত্রে বনভূমিকে কী রঙের দেখায়?
উঃ লাল।
- ধারণ অববাহিকা নদীর কোন অংশে দেখা যায়?
উঃ উচ্চ বা পার্বত্য অংশে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।