উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর- “কে বাঁচায় কে বাঁচে” | ka Banchay ka Banchey Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি “কে বাঁচায় কে বাঁচে” | ka Banchay ka Banchey Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে “কে বাঁচায় কে বাঁচে” | ka Banchay ka Banchey Questions Answers

“কে বাঁচায় কে বাঁচে” | ka Banchay ka Banchey Questions Answers

বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [মান- ১]

  1. মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখতে টুনুর মা কার কাছে কাতর অনুরোধ করেছিলেন?

(ক) প্রতিবেশীদের কাছে (খ) নিখিলের কাছে (গ) অফিসের বড়োবাবু কাছে (ঘ) ডাক্তারবাবুর কাছে

উত্তর:- (খ) নিখিলের কাছে

  1. মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায় কীসে করে?

(ক) বাসে চেপে (খ) ট্রামে চেপে (গ) পায়ে হেঁটে হেঁটে (ঘ) নিজের গাড়ি করে

উত্তর:- (খ) ট্রামে চেপে

  1. মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কে করত?

(ক) মৃত্যুঞ্জয় নিজেই (খ) তার ভাই ও চাকর (গ) টুনুর মা করত (ঘ) মৃত্যুঞ্জয় ও তার চাকর

উত্তর:- (খ) তার ভাই ও চাকর

  1. ফুটপাথে ব্যক্তিটির মৃত্যুর কারণ কী ছিল?

(ক) রোগ-ব্যাধি (খ) দুর্ঘটনার কারণে (গ) খাদ্যে বিষক্রিয়ার কারণে (ঘ) অনাহার

উত্তর:- (ঘ) অনাহার

  1. মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোন স্থানে যায়?

(ক) বাজারে যায় (খ) আত্মীয়ের বাড়িতে যায় (গ) নিজের বাড়িতে যায় (ঘ) শহরের ফুটপাথে ঘুরে বেড়ায়

উত্তর:- (ঘ) শহরের ফুটপাথে ঘুরে বেড়ায়

  1. মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কজন লোক আছে?

(ক) দশ জন লোক আছে (খ) পাঁচ জন লোক আছে (গ) সাত জন লোক আছে (ঘ) ন’জন লোক আছে

উত্তর:- (ঘ) ন’জন লোক আছে

  1. “গাঁ থেকে এইচি। খেতে পাই নে বাবা। আমায় খেতে দাও।” গল্পে কথাগুলো কে বলেছিল?

(ক) টুনুর মা বলেছিল (খ) মৃত্যুঞ্জয় বলেছিল (গ) নিখিল বলেছিল (ঘ) মৃত্যুঞ্জয়ের ছেলে-মেয়েরা বলেছিল

উত্তর:- (খ) মৃত্যুঞ্জয়

  1. নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন এবং একটু

(ক) আলসে প্রকৃতির লোক ছিল (খ) সাহসী প্রকৃতির লোক ছিল (গ) ভীরু প্রকৃতির লোক ছিল (ঘ) চালাক প্রকৃতির লোক ছিল

উত্তর:- (ক) আলসে প্রকৃতির লোক ছিল

  1. নিখিল কার কাছে মাঝে মাঝে কাবু হয়ে যেত?

(ক) মৃত্যুঞ্জয়ের কাছে কাবু হয়ে যেত (খ) অফিসের অন্যান্যদের কাছে কাবু হয়ে যেত (গ) তার স্ত্রীর কাছে কাবু হয়ে যেত (ঘ) অফিসের বড়োবাবুর কাছে কাবু হয়ে যেত

উত্তর:- (ক) মৃত্যুঞ্জয়ের কাছে

  1. সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখতে পেয়েছিল?

(ক) বাজার যাবার পথে (খ) নিখিলদের বাড়ি যাবার পথে (গ) অফিস যাবার পথে (ঘ) অফিস থেকে বাড়ি ফেরার পথে

উত্তর:- (গ) অফিস যাবার পথে

  1. “ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না”- কার হাঁটার প্রয়োজন হয় না?

(ক) নিখিলের হাঁটার প্রয়োজন হয় না (খ) টুনুর মার হাঁটার প্রয়োজন হয় না (গ) মৃত্যুঞ্জয়ের হাঁটার প্রয়োজন হয় না (ঘ) টুনুর হাঁটার প্রয়োজন হয় না

উত্তর:- (গ) মৃত্যুঞ্জয়ের

  1. নিখিল অবসর জীবনটা কীভাবে কাটাতে চাইতো?

(ক) দুস্থ মানুষদের সেবা করে (খ) দেশ-বিদেশে ভ্রমণ করে (গ) গান শুনে ও নাটক দেখে কাটাতে চাইতো (ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটাতে চাইতো

উত্তর:- (ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটাতে চাইতো

  1. মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কেমন হয়ে গেছে?

(ক) আরও পরিচ্ছন্ন হয়েছে (খ) বেশি ছিড়ে গেছে (গ) অদৃশ্য হয়ে গেছে (ঘ) নতুন হয়েছে হয়ে গেছে।

উত্তর:- (গ) অদৃশ্য হয়ে গেছে

  1. ‘গ্রুয়েল’ কথাটির অর্থ হলো কী?

(ক) এক ধরনের টনিকের নাম (খ) ভাতের ফ্যান (গ) ফলের সরবতের নাম (ঘ) সুস্বাদু খাবারের নাম

উত্তর:- (খ) ভাতের ফ্যান

  1. মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধুর নাম হলো কী ছিল?

(ক) কৈলাস (খ) মানিক (গ) নিখিল (ঘ) সুব্রত

উত্তর:- (গ) নিখিল

  1. “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল কারণ—

(ক) অফিসে কাজের প্রচুর চাপ (খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে আসে (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল (ঘ) বেশি খাবার খাওয়ায় তার বমি হচ্ছিল

উত্তর:- (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:: [মান- ১]

  1. টুনুর মা বিছানায় শুয়ে থেকে বাড়ির লোকদের কীভাবে মৃত্যুঞ্জয়ের খোঁজ করতে পাঠাতো?

উত্তর:- টুনুর মা বিছানায় শুয়ে থেকে বাড়ির ছেলে, বুড়ো সকলকে তাগাদা দিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ করতে পাঠাতো।

  1. “মরে গেল! না খেয়ে মরে গেল’– এই উক্তিটি কার ছিল এবং কে মরে গিয়েছিল?

উত্তর:- উক্তিটি মৃত্যুঞ্জয়ের। একজন ফুটপাথবাসী বুভুক্ষু মানুষ অনাহারে মরে গিয়েছিল।

  1. “তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে”– সে কাবু হয়ে পড়েছিল কীভাবে?

উত্তর:- পঞ্চাশের দুর্ভিক্ষের দিনে অফিসকর্মী মৃত্যুঞ্জয় প্রথম পথে এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মানসিক আঘাত পেয়ে কাবু হয়ে গিয়েছিল।

  1. “এ অপরাধের প্রায়শ্চিত্ত কি?” অপরাধটা কী?

উত্তর:- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘কে বাঁচায়, কে বাঁচে! গল্পে দেখা যায়, মানুষ অনাহারে ভুগছে আর মৃত্যুঞ্জয় এই দুরবস্থার সময়ে সে চারবেলা পেটভরে খাচ্ছে। সে এটাকেই অপরাধ বলে গণ্য করেছে।

  1. “সেটা আশ্চর্য নয়। কোনটা আশ্চর্য ছিল না?

উত্তর:- ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পে অনাহারে ফুটপাতে মৃত্যুর ঘটনাটি আশ্চর্য ছিল না বলে উল্লেখ করা হয়েছে।

  1. অনাহারক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল কী ব্যবস্থা নিয়েছিল?

উত্তর:- অনাহারক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল তার পরিবারের রোজকার খাওয়াদাওয়ার বহর যতদূর সম্ভব কমিয়ে দিয়েছিল। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যই তারা খেতো।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Leave a comment