রাজ্যে জল শক্তি দপ্তরে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Jal Shakti Department Recruitment 2023

Jal Shakti Department Recruitment 2023

পশ্চিমবঙ্গে জল শক্তি দপ্তর (Jal Shakti Department Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে অফিসার পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কেন্দ্র সরকারের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- কেন্দ্র সরকারের জল শক্তি দপ্তরের তরফে রাজ্যে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:- ডিরেক্টর অ্যান্ড হেড অফ ইন্সটিটিউট পদের জন্য নিয়োগ করা হবে।

আবেদনের মাধ্যম:- Ofline -এ আবেদন করতে হবে।

আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।

আবেদন শেষের তারিখ:- ২০ মার্চ ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট:- https://jalshakti-ddws.gov.in/

আরো চাকরির খবর:-

মাধ্যমিক পাশেই ওয়েস্টার্ন কোলফিল্ডসে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পশ্চিমবঙ্গ সরকারের, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের বিপুলসংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি পড়ার লিংক:-

https://jalshakti-ddws.gov.in/sites/default/files/vacancy-circular-spm-niwas.pdf

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে বি.টেক. (সিভিল /কেমিক্যাল) সঙ্গে এম. টেক. করে থাকতে হবে। কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে এমএসসি করে থাকলেও আবেদন যোগ্য। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা 20- ৫৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

মাসিক বেতন:-

লেভেল 14 অনুযায়ী বেতন 1,44,200/- টাকা থেকে শুরু হচ্ছে। বেতন সর্বোচ্চ 2,18,200/- টাকা

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- Under Secretary, Department of Drinking Water & Sanitation, 4th Floor, Antodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003.

■ এছাড়া, আপনি চাইলে ইমেলের মাধ্যমেও এখানে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ইমেল আইডি ঠিকানায় আবেদনপত্র ফটো কিংবা স্ক্যান করে পাঠিয়ে দিন। ইমেল ঠিকানা – vikas.sri@nic.in/jha.sumit@gov.in

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

◾ Document Verification (DV).
◾ Interview

আবেদন পদ্ধতি:-

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://jalshakti-ddws.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র:-

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি

■ অনলাইনের আবেদন করার পদ্ধতি:-

● প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।

● অনলাইনে রেজিস্ট্রেশন তথা লগইন এর ডাইরেক্ট লিংকে ক্লিক করতে হবে।

● Registration এর সময় নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।

● এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি সমস্ত কিছু নির্ভুলভাবে দিতে হবে।

● রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি অবশ্যই নোট করে রাখবেন। যেটি পুনরায় লগইন করার জন্য লাগবে।

● সব শেষে যাদের আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।