ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতার ISI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | ISI Kolkata Recruitment 2023

ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতার ISI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | ISI Kolkata Recruitment 2023

কলকাতার ISI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (ISI Kolkata Recruitment 2023)। আপনার জন্য নিয়ে এসেছে প্রজেক্ট লিঙ্কড পার্সন, অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কলকাতার ISI তে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- ইন্ডিয়ান স্ট্য়াটিসটিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute Kolkata) তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:- প্রজেক্ট লিঙ্কড পার্সন, অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

বয়সসীমা:- এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

নিয়োগস্থল:- পশ্চিমবঙ্গের কলকাতা।

আবেদন পদ্ধতি:- আবেদনপত্র নীচে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি:- ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

বেতন:-

মাসিক বেতন ২৭ হাজার টাকা।

আবেদন মূল্য:-

কোনও আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ:- ৮ মে ২০২৩

আরও পড়ুন:-

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

মাধ্যমিক পাশে বিএসএফে হেড কন্সটেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

স্নাতক পাশে Indbank -এ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

দ্বাদশ শ্রেণি পাসে সাউদার্ন রেলওয়ের অধীনে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি- Click Here

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- Click Here

শিক্ষাগত যোগ্যতা:-

আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে BE/ B.Tech in CSE/ IT/ EEE/ ECE, MCA, M.Sc পাশ করে থাকতে হবে।

ইমেল আইডি:-

isi.dbase@gmail.com

অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.isical.ac.in/jobs

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড:- https://drive.google.com/file/d/1Jk4XasNXBYQN4-pXeQmjBE81wm15BGEt/view?usp=drivesdk