অয়নীয় ও সমযোজী বন্ধন | Ionic and Covalent Bonds Questions Answers
- একটি পদার্থের উদাহরন দাও যার কেলাসে সমযোজী বন্ধন বর্তমান থাকে।
উত্তর:- হীরের কেলাসে C-C সমযোজী বন্ধন বর্তমান থাকে।
- নাইট্রোজেন অনুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন সংখ্যা কত হয়?
উত্তর:- 6
- একটি পোলার দ্রাবকের উদাহরন দাও।
উত্তর:- জল
- একটি সমযোজী দ্বি-বন্ধনযুক্ত যৌগের নাম লেখো।
উত্তর:- C2H4
- আয়নীয় বন্ধনের ধারনা দিয়েছেন কোন বিজ্ঞানী?
উত্তর:- কোসেল
- একটি সমযোজী ত্রি-বন্ধনযুক্ত যৌগের নাম লেখো।
উত্তর:- C2H2
- সমযোজী বন্ধনের ধারনা দিয়েছেন কোন বিজ্ঞানী?
উত্তর:- লুইস
- একটি আয়নীয় যৌগের নাম লেখো।
উত্তর:- MgCl2
- যোজ্যতার ইলেকট্রনীয় তত্বের প্রবক্তার নাম লেখো।
উত্তর:- লুইস ও কোসেল
- X(Z=20), Y(Z=17) মৌল দুটি দ্বারা উৎপন্ন যৌগের সংকেতটি লেখো।
উত্তর:- XY2
- নোব্ল গ্যাস মৌলগুলির অস্তিত্ব প্রথম কে আবিষ্কার করেছিলেন?
উত্তর:- র্যালে ও ব্যামজে
- জল ও ইথানলের মধ্যে কোন্টি বেশি উদ্বায়ী পদার্থ?
উত্তর:- ইথানল
- একটি অধ্রুবীয় দ্রাবকের নাম লেখো।
উত্তর:- বেঞ্জিন
- একটি কঠিন অনুদ্বায়ী সমযোজী যৌগের নাম লেখো।
উত্তর:- চিনি
- ড্যাশ (Dash) চিহ্নের সাহায্যে C2H2 অনুর সমযোজী বন্ধনগুলি লেখো।
উত্তর:- C2H2 অনু : H-C= C-H