শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক | Inventor of Various Models and Theories to Child Cducation PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Inventor of Various Models and Theories to Child Cducation PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক | Inventor of Various Models and Theories to Child Cducation PDF

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal

PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন

শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক | Inventor of Various Models and Theories to Child Cducation PDF

১। শিক্ষণের স্মরণমূলক মডেল – জোরি লুকাস।

২। শিশুর জ্ঞামূলক বিকাশের তত্ত্ব – পিঁয়াজে।

৩। শিখনের ফিল্ড তত্ত্ব – লিউইন।

৪। শিক্ষণের আরোহী চিন্তন মডেল – হিলদা টাবা।

৫। অগ্রণী সংগঠনক মডেল (Advance Organiser) – ডেভিড আসুবেল।

৬। শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেল – উইলিয়াম গর্ডন।

৭। শিখনের প্রাচীন অনুবর্তনতত্ত্ব (Classical Conditioning) – প্যাভলভ।

৮। শিক্ষণের সমাজনুরূপ (Social Simulation) মডেল – সারিন বুক ও গুসকা।

৯। ধারনা গঠন মডেল (Concept Attainment) – জেরোমি ব্রুনার।

১০। শিক্ষণের অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল – রিচার্ড স্যূচম্যান।

১১। শিখনের সাযুজ্য তত্ত্ব (Theory of Contiguity) – গাথারি।

১২। শিক্ষণের বৌদ্ধিকবিকাশ মডেল – ব্রুনার।

১৩। শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব – হাল।

১৪। শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব / সংযোজন বাদ – থর্নডাইক।

১৫। শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব (Gestalt Theory) – কোহলার, কফকা, ওয়ার্দিমার।

১৬। শিখনের সামাজিক নির্মিতিবাদ (Social Constructivism) – বাইগটস্কি।

১৭। শিক্ষণের সাইনেকটিস মডেল – উইলিয়াম গর্ডন।

১৮। শিক্ষণের অনির্দেশিত মডেল – কার্ল রোজার্স।

১৯। শিক্ষণের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেল – জোসেফ জেয়াব।

20। Maxims of teaching এর ধারণা দেন – হার্বাট স্পেনসার।

২১। শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব (Social Congative Theory) – বান্দুরা।

২২। শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেন – রবার্ট গ্লেসার।

২৩। শিক্ষণের সামাজিক অনুসন্ধান মডেল – বাররন মার্শিয়াল ও বেঞ্জামিন কল্প।

২৪। মৌলিক শিক্ষণ মডেল – গ্লেসার।

২৫। শিখনের সক্রিয় অনুবর্তনতত্ত্ব (Operant Conditioning) – স্কিনার।

২৬। পোগ্রাম শিখন মডেল – বি.এফ.স্কিনার।

২৭। বুদ্ধির বহু উপাদান তত্ত্ব – থাস্টোন।

২৮। শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল – গ্যাগলে।

২৯। বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব – গিলফোর্ড।

৩০। বুদ্ধির বাছাই তত্ত্ব – থমসন।

৩১। শিক্ষণের দলগত অনুসন্ধান মডেল – হার্বাট থিলেন ও জন ডিউই।

৩২। শিখনের চিহ্নিতকরণ (Sign) তত্ত্ব – টলম্যান।

৩৩। পান্ডিত্য শিখন (Mastery Learning) মডেল – ব্লুম।

৩৪। শিক্ষণের চরিত্রাভিনয় মডেল – ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাটেল।

নীচের লিংকে Click করে সম্পূর্ণ PDF টি Download করুন

File Name:-  শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।