Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Inventor of Various Models and Theories to Child Cducation PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক | Inventor of Various Models and Theories to Child Cducation PDF।

PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন
শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক | Inventor of Various Models and Theories to Child Cducation PDF
১। শিক্ষণের স্মরণমূলক মডেল – জোরি লুকাস।
২। শিশুর জ্ঞামূলক বিকাশের তত্ত্ব – পিঁয়াজে।
৩। শিখনের ফিল্ড তত্ত্ব – লিউইন।
৪। শিক্ষণের আরোহী চিন্তন মডেল – হিলদা টাবা।
৫। অগ্রণী সংগঠনক মডেল (Advance Organiser) – ডেভিড আসুবেল।
৬। শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেল – উইলিয়াম গর্ডন।
৭। শিখনের প্রাচীন অনুবর্তনতত্ত্ব (Classical Conditioning) – প্যাভলভ।
৮। শিক্ষণের সমাজনুরূপ (Social Simulation) মডেল – সারিন বুক ও গুসকা।
৯। ধারনা গঠন মডেল (Concept Attainment) – জেরোমি ব্রুনার।
১০। শিক্ষণের অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল – রিচার্ড স্যূচম্যান।
১১। শিখনের সাযুজ্য তত্ত্ব (Theory of Contiguity) – গাথারি।
১২। শিক্ষণের বৌদ্ধিকবিকাশ মডেল – ব্রুনার।
১৩। শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব – হাল।
১৪। শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব / সংযোজন বাদ – থর্নডাইক।
১৫। শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব (Gestalt Theory) – কোহলার, কফকা, ওয়ার্দিমার।
১৬। শিখনের সামাজিক নির্মিতিবাদ (Social Constructivism) – বাইগটস্কি।
১৭। শিক্ষণের সাইনেকটিস মডেল – উইলিয়াম গর্ডন।
১৮। শিক্ষণের অনির্দেশিত মডেল – কার্ল রোজার্স।
১৯। শিক্ষণের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেল – জোসেফ জেয়াব।
20। Maxims of teaching এর ধারণা দেন – হার্বাট স্পেনসার।
২১। শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব (Social Congative Theory) – বান্দুরা।
২২। শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেন – রবার্ট গ্লেসার।
২৩। শিক্ষণের সামাজিক অনুসন্ধান মডেল – বাররন মার্শিয়াল ও বেঞ্জামিন কল্প।
২৪। মৌলিক শিক্ষণ মডেল – গ্লেসার।
২৫। শিখনের সক্রিয় অনুবর্তনতত্ত্ব (Operant Conditioning) – স্কিনার।
২৬। পোগ্রাম শিখন মডেল – বি.এফ.স্কিনার।
২৭। বুদ্ধির বহু উপাদান তত্ত্ব – থাস্টোন।
২৮। শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল – গ্যাগলে।
২৯। বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব – গিলফোর্ড।
৩০। বুদ্ধির বাছাই তত্ত্ব – থমসন।
৩১। শিক্ষণের দলগত অনুসন্ধান মডেল – হার্বাট থিলেন ও জন ডিউই।
৩২। শিখনের চিহ্নিতকরণ (Sign) তত্ত্ব – টলম্যান।
৩৩। পান্ডিত্য শিখন (Mastery Learning) মডেল – ব্লুম।
৩৪। শিক্ষণের চরিত্রাভিনয় মডেল – ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাটেল।
নীচের লিংকে Click করে সম্পূর্ণ PDF টি Download করুন
File Name:- শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।